ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ২১ জন
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ মে ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে এবার একদিনেই তিনজনের মৃত্যু হলো। চলতি মে মাসে আটজন মারা গেল মশাবাহিত এই রোগটিতে। এছাড়া গতকালই ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২১ জন।
চলতি মাসে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ৩৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে ডেঙ্গুতে দু’জনের মৃত্যু হলেও আক্রান্ত হয়েছে ৫০৪ জন। চলতি মাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা এপ্রিল মাসতো বটেই এ বছরের অন্যান্য মাসকে ছাড়িয়ে যেতে পারে। কারণ এ বছর মে মাসে বিগত মাসগুলোর তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে এডিস মশার ডিম থেকে লার্ভা উৎপাদন হচ্ছে। গত বছর মে মাসের প্রথম ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয় এবং ২৭৫ জন আক্রান্ত হয়। গত বছরের তুলনায় এবারে মৃত্যুর সংখ্যা আট গুণ বেশি এবং আক্রান্তের সংখ্যাও বেশি এবার।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গতকাল যে তিনজন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে, তাদের সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাভুক্ত হাসপাতালে ভর্তি ছিলেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, ঢাকা সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ১১ জন, ঢাকা সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্য হাসপাতালে একজন এবং খুলনা বিভাগের হাসপাতালে একজন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের ২১ জন নারী এবং ১০ জন পুরুষ। চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ৩২ জন। এদের মধ্যে ১৮ জনই নারী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা