চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে আটকে যায় অবতরণ করা ফ্লাইট
- চট্টগ্রাম ব্যুরো
- ১১ মে ২০২৪, ০২:১৩
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ শ’ যাত্রী ও ক্রুসহ এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটি নিয়ে জরুরি অবতরণের পর রানওয়ের মাঝখানে বন্ধ হয়ে আটকে যাবার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতের সারজাহ থেকে আসা ফ্লাইটটি ১২ মিনিট আটকে থাকার পর বিমানবন্দর কর্তৃপক্ষ টেনে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে নেয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, শারজাহ থেকে আসা উড়োজাহাজটির ক্যাপ্টেন চট্টগ্রামে অবতরণের আগেই মাঝ আকাশে হাইড্রোলিক প্রেসারে সমস্যা শনাক্ত করেন। বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানানোর পর আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। সকাল আটটা ৪০ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের পর পরই রানওয়েতে বন্ধ হয়ে যায় জানিয়ে তিনি বলেন, এ ঘটনার পর মাত্র ১২ মিনিটের মধ্যে উড়োজাহাজটি নিরাপদে টার্মিনালের সামনে টেনে নিয়ে আসি আমরা। ফ্লাইটের ক্যাপ্টেন দক্ষভাবে বিষয়টি সামাল দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এ কারণে বিমানবন্দরে কোনো ফ্লাইট বিপর্যয় হয়নি বলেও তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা