কমলাপুর স্টেশন থেকে এখনো ট্রেন ছাড়ছে না সময়মতো
- নিজস্ব প্রতিবেদক
- ০৬ মে ২০২৪, ০০:০৫
গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী কমিউটার ট্রেনের সংঘর্ষের পর ভয়াবহ শিডিউল বিপর্যয়ে পড়ে বাংলাদেশ রেলওয়ে। এ দিকে লাইনচ্যুত দু’টি ট্রেনের বগির উদ্ধারকাজ শেষ করতে পারলেও ট্রেন চলাচল পুরো স্বাভাবিক হয়নি। গতকাল রোববারও ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে নির্ধারিত সময়েরও অনেক বিলম্বে গন্তব্যর ট্রেনগুলো ছেড়ে গেছে। কোনো ট্রেনই সময়মতো ছাড়তে পারছে না।
গতকাল দুপুরে স্টেশনে খোঁজ নিলে জানা যায়, সকাল ৬টায় ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও ওই ট্রেনটি এখনো ঢাকার স্টেশনেই এসে পৌঁছেনি।
বুড়িমারী এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি বিকেল ৫টায়ও ৭ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষায় ছিল। রংপুর এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৯টা ১০ মিনিটে। ট্রেনটি ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে। রাজশাহী কমিউটার দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ঠিকঠাক ছেড়ে যেতে পারেনি।
এ ছাড়া মোহনগঞ্জ এক্সপ্রেস বেলা ১টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি ছেড়ে যায়নি। বেশ কিছু ট্রেন বিলম্বে ছাড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন স্টেশনে অপেক্ষারত হাজারো যাত্রী। অনেকে গরমে দীর্ঘসময় স্টেশনে অপেক্ষা করে হাফিয়ে উঠছেন।
স্নিগ্ধা সরকার নামে এক যাত্রী বলেন, সকাল থেকে স্টেশনে বসে আছি, এখনো ট্রেন ছাড়েনি। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ট্রেন কখন ছাড়বে তারও কোনো ঠিক নেই। এমন ভোগান্তিতে আগে কখনো পরিনি।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার সাংবাদিকদের বলেন, দুর্ঘটনা অনাকাক্সিক্ষত। গাজীপুরের দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের কিছু ট্রেন বিলম্বে ছাড়ছে। তবে শুধু রংপুর এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় হয়েছে। আশা করছি আগামীকাল থেকে সব ঠিক হয়ে যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা