১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বিমানের সেবায় ক্ষুব্ধ যাত্রীরা

দুবাইগামী টেকনিক্যাল ফ্লাইটের ১৮৫ যাত্রী চট্টগ্রাম ছেড়েছেন

-

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী টেকনিক্যাল হওয়া ফ্লাইটটি এক দিন পর গতকাল চট্টগ্রাম থেকে ১৮৫ যাত্রী নিয়ে ছেড়ে গেছে। এর আগে ওই ফ্লাইটের যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়।
তারও আগে ফ্লাইটের ভেতরে যাত্রীদের কয়েক ঘণ্টা বসিয়ে রাখায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে উড়োজাহাজের ভেতরে দীর্ঘক্ষণ বসে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিমানে সেবার মান নিয়ে যাত্রী ও তাদের স্বজনরা বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৪৭) ৭৮৭-৮০০ মডেলের ড্রিমলাইনার ফ্লাইটটি যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ ঢাকা থেকে ছেড়ে যায়। ফ্লাইটটি আধ ঘণ্টা উড়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইইটের পাইলট ছিলেন ক্যাপ্টেন রাব্বী।
দুবাই যাওয়ার উদ্দেশ যাত্রীদের উঠানোর আগেই এয়ারক্রাফটে ক্রুটি ধরা পড়ে। প্রকৌশলীরা ঠিক করার পর আবারো টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। ওই সময় পর্যন্ত যাত্রীরা উড়োজাহাজে অপেক্ষা করতে থাকেন। এ সময় বিদ্যুৎ সমস্যায় যাত্রীরা ঘেমে যান।

এ অবস্থায় ত্রুটি সারতে না পারায় কর্তৃপক্ষ ওই ফ্লাইট বাতিল করে ১৮৫ যাত্রীকে হোটেলে পাঠায়।
গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, উড়োজাহাজের ২ নম্বর ইঞ্জিনে সমস্যা হয়েছিল। এ অবস্থায় গতকাল বুধবার সকাল ৮টায় ঢাকা থেকে দু’জন প্রকৌশলী চট্টগ্রাম গিয়ে উড়োজাহাজটি সার্ভিসেবল করেন। এরপরই যাত্রী নিয়ে ড্রিমলাইনারটি দুবাইয়ের উদ্দেশ চট্টগ্রাম ছেড়ে যায়।
যান্ত্রিক ত্রুটির কারণে এক দিকে বিমান যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ে, অপর দিকে যাত্রীদেরও অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ উঠে ওই ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে।
গতকাল বুধবার রাত ৮টা ২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি মো: শফিউল আজিমের মোবাইলে এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 


আরো সংবাদ



premium cement