১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাটোরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

রাঙ্গাবালীতে দুই গ্রুপে সংঘর্ষ আহত ৭
-

পটুয়াখালীর রাঙ্গাবালী, পিরোজপুরের কাউখালী এবং নাটোরের বাগাতিপাড়ায় পৃথক ঘটনায় একজন নিহত, সাতজন আহত ও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পায়রা বন্দর (পটুয়াখালী) সংবাদদাতা জানান, বিরোধী জমিতে মুগডাল তুলতে গিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুই নারীসহ সাতজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের নেতা গ্রাম সংলগ্ন আমলিবাড়িয়া মৌজার একটি কৃষি জমি নিয়ে একই বংশের দুই পক্ষের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছে। এ নিয়ে ২০২২ সালে আদালতে একটি মামলাও করেন একপক্ষ। বিরোধী সেই জমিতে গতকাল শুক্রবার সকালে মুগডাল তুলতে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে একপক্ষের পাঁচজন এবং আরেক পক্ষের দুইজন আহত হন।
আহতরা হলেন, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের সবুজ সরদার (৫৫), জহির আকন (৪০), সালমা (৩০), কচি বেগম (২৫), নূর মোহাম্মদ (২৫), সদর ইউনিয়নের নেতা গ্রামের আবু মিয়া (৩৫) ও চান মিয়া (৪০)। আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে এদিন দুপুরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের কাউখালীতে এক বৃদ্ধার লাশ উদ্ধার করছে কাউখালী থানা পুলিশ। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রামের দলিল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৭০) গত বৃহস্পতিবার ১৮ এপ্রিল রাতে ঘরের পাশে গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী ও হেলাল উদ্দিনের ছেলে থানায় খবর দিলে কাউখালী থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। হেলাল উদ্দিনের ছেলে মামুন জানান তার বাবা প্রায় দুই বছর আগে রোড এক্সিডেন্ট করার পর ভারসাম্যহীন হয়ে পড়েন। ঘটনার দিন সন্ধ্যায় তার বাবাকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পাশে গাছে গলায় রশি দিয়ে ঝোলতে দেখেন। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির বলেন, আজ শুক্রবার ১৯ এপ্রিল লাশ ময়নাতদন্ত করার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বাগাতিপাড়ায় মোহন আলী (২২) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা পাকা ইউনিয়নের চকমহাপুরের নির্জন মাঠে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে যায়। পরবর্তীতে গতকাল শুক্রবার সকালে তার মৃত্যু হয়। মৃত মোহন উপজেলার চকমহাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিল। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোহন তার ব্যাটারিচালিত চার্জার ভ্যান মেরামতের জন্য পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার খাগোরবাড়িয়া বাজারে মকবুল মেকানিকের দোকানে যায়। পরে সেখান থেকে রাত ১০টার দিকে বাড়িতে আসার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। পরে ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়। মোহনের মা হনুফা বেগম বলেন, প্রায় তিন বছর আগে খাগোরবাড়িয়া গ্রামে জাকির হোসেন নামে এক ব্যক্তি খুন হয়েছিল। সেই খুনের সাথে জড়িত সন্দেহে তার ছেলে মোহনকে আসামি করা হয়েছিল। সেই মামলায় মোহন এতদিন কারাগারেই ছিল। প্রায় চার মাস আগে সে জামিনে মুক্ত হয়ে বাড়িতে এসেছে। তার ধারণা জাকিরের পরিবারের লোকজনই পরিকল্পিতভাবে তার ছেলেকে কুপিয়ে মেরে ফেলেছে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল