১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

১৯২ রানে হার বাংলাদেশের

-

টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে হার, ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়। এরপর টেস্ট সিরিজে এসে বাংলাদেশের প্রাপ্তির খাতাটা ‘শূন্য’। নেপথ্যে সেই ব্যাটিং ব্যর্থতা। সিলেট টেস্টের দুই ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ১৮৮ ও ১৮২। সেই ব্যাটিং ব্যর্থতা পৌঁছায় সাগরিকাতেও। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেও শান্ত-লিটনদের সংগ্রহ দুইশয়ের নিচে, ১৭৮ রানের। দ্বিতীয় ইনিংসে এসে মুমিনুল-মিরাজের দৃঢ়তায় সিরিজে প্রথমবারের মতো তিন শ’ পেরোয় স্বাগতিকদের পুঁজি। তবে লক্ষ্যের পথে তা অনেকটাই দূরে। দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩১৮ রানে থামে নাজমুল হোসেন শান্তর দল। এতে ১৯২ রানে হেরে ২-০ ব্যবধানে সিরিজটা তুলে দেয় শ্রীলঙ্কার হাতে।
শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের মাধ্যমেই চলতি বছরে আন্তর্জাতিক খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে শুরুতেই টি-২০তে ধাক্কা খেলেও পরবর্তীতে ওয়ানডে সিরিজের মাধ্যমে বেশ শক্ত-পোক্তভাবেই ঘুরে দাঁড়িয়েছিল। তবে টেস্টে এসে আবারো নাস্তানাবুদ বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে হার নিশ্চিত হয়ে গিয়েছিল চতুর্থ দিন শেষেই। ম্যাচ জিততে গতকাল শেষ দিনে বাংলাদেশের অলৌকিক কিছু করতে হতো। তবে তা কেউ পারেননি। ফলে হার নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা।
সাত উইকেটে ২৬৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের ১০ রানের সাথে এদিন মোটে ৪ রান যোগ করেন তাইজুল ইসলাম। কামিন্দু মেন্ডিসের বলে গালিতে দারুণ এক ক্যাচ নিয়ে তাকে ফেরান নিশান মাদুশকা। এর আগেই অবশ্য টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। অষ্টম উইকেটে ৩৮ রান যোগ করে মিরাজ-তাইজুল জুটি। হাসান মাহমুদ এরপর ২৫ বলে করেছেন ৬ রান। তাকে নিয়ে দলের স্কোর ৩০০ পার করেছেন মিরাজ। সিরিজে এটাই বাংলাদেশের প্রথম ৩০০ রান করা। এমনকি নিজেদের টেস্ট ইতিহাসেই এই নিয়ে পঞ্চমবার চতুর্থ ইনিংসে ৩০০ করেছে বাংলাদেশ।
হাসান মাহমুদ আউট হয়েছেন লাহিরু কুমারার বাউন্সারে। নিজেকে ডিফেন্ড করতে গিয়ে ব্যাটে বল লাগিয়েছেন। সিলি মিড অনে দাঁড়ানো নিশান মাদুশকা ক্যাচ নিতে ভুল করেননি। শেষ উইকেটও নিয়েছেন লাহিরু কুমারাই। খালেদকে বোল্ড করে দলের জয় নিশ্চিত করেন কুমারা। লঙ্কানদের পক্ষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। তিন উইকেট গেছে কামিন্দু মেন্ডিসের ঝুলিতে।
এর আগে ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গত পরশু চতুর্থ দিনে প্রথমবারের মতো চলতি সিরিজে ২০০ রান পার করেছিল বাংলাদেশ। মুমিনুল হকের ৫০ রানের পাশাপাশি সাকিব আল হাসানের ৩৬, লিটন দাসের ৩৮ রান বাংলাদেশকে দিয়েছিল বলার মতো স্কোর। শেষ বিকেলে মিরাজের ৪৪ রান চট্টগ্রাম টেস্টকে টেনে নিয়েছিল পঞ্চম দিন পর্যন্ত। চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে আগে ব্যাট করে ৬ অর্ধশতকের সুবাদে লঙ্কানদের সংগ্রহ ছিল ৫৩১ রানের। কোনো সেঞ্চুরি ছাড়া এটাই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এরপর বাংলাদেশ যথারীতি দেখিয়েছে নিজেদের হতশ্রী ব্যাটিংয়ের নমুনা। ১৭৮ রানেই গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। দলের পক্ষে ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন মোটে দুইজন। ফলো-অন না করিয়ে নিজেরাই ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশকে ক্ষণিকের স্বস্তি দিয়েছিলেন হাসান মাহমুদ। অভিষিক্ত এই বোলার ৪ উইকেট শিকার করেন। চতুর্থ দিন ডিক্লেয়ার করার আগ পর্যন্ত নিজেদের লিড ঠিকই ৫১০ পর্যন্ত টেনে নেয় লঙ্কান ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে নিজেদের ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৫১১। রান তাড়া করতে নেমে বাংলাদেশ গিয়েছে ৩১৮ পর্যন্ত।
সংক্ষিপ্ত স্কোর : (চট্টগ্রাম টেস্ট)
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৫৩১ (১৫৯ ওভার) (কুশল ৯৩, কামিন্দু ৯২*, করুনারতেœ ৮৬, সাকিব ৩/১১০, হাসান ২/৯২)।
বাংলাদেশ ১ম ইনিংস : ১৭৮ (৬৮.৪ ওভার (জাকির ৫৪, মুমিনুল ৩৩, আসিথা ৪/৩৪, লাহিরু ২/১৯)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১৫৭/৭ ডি. (৪০ ওভার) (ম্যাথিউস ৫৬, মাদুশকা ৩৪; হাসান ৪/৩৫, খালিদ ২/৩৪)।
বাংলাদেশ ২য় ইনিংস : ৩১৮ (৮৫ ওভার) (মিরাজ ৮১*, মুমিনুল ৫০, লিটন ৩৮, সাকিব ৩৬, লাহিরু ৪/৫০)
ফল : শ্রীলঙ্কা ১৯২ রানে জয়ী
সিরিজ : ২-০ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা
ম্যাচ ও সিরিজ সেরা : কামিন্দু মেন্ডিস


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল