১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিয়ানমারে আটক ১৭০ বাংলাদেশীকে ফেরত চেয়েছে সরকার

-

মিয়ানমারের কারাগারে আটক ১৭০ বাংলাদেশীকে ফেরত চেয়েছে সরকার। এ ছাড়া আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও সেনাবাহিনীর সদস্য এবং শুল্ক কর্মকর্তাসহ মোট ১৮০ জনকে ফেরত পাঠাতে আগ্রহী ঢাকা।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আরাকান আর্মির সাথে লড়াইয়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা-বিজিপি এবং শুল্ক কর্মকর্তাদের চলতি সপ্তাহে ফেরত পাঠানোর পরিকল্পনা ছিল সরকারের। তবে বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের ১৭৭ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সম্প্রতি তাদের তিনজন সেনা সদস্যও আমাদের কাছে আশ্রয় চেয়েছে। সব মিলিয়ে ১৮০ জন হয়েছে। তাদেরকে ফেরত পাঠানোর লক্ষ্যে মিয়ানমারের সাথে আমরা আলাপ-আলোচনা করছি। আশ্রিতদের ফেরত নিয়ে যাওয়ার জন্য মিয়ানমার সম্মত হয়েছে।
হাছান মাহমুদ বলেন, মিয়ানমার সমুদ্রপথে তাদের নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তাদের নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। আমরা আশা করেছিলাম, চলতি সপ্তাহের মধ্যে ফেরত পাঠাতে পারব। তবে তা হচ্ছে না। আবহাওয়া যদি অনুকূল থাকে, তাহলে আগামী সপ্তাহ বা শিগগির তাদের ফেরত পাঠাতে পারব।
মন্ত্রী বলেন, মিয়ানমারের কারাগারে ১৭০ জন বাংলাদেশী আটক আছেন। তাদেরকে ফেরত পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে মিয়ানমার ইতিবাচক সাড়া দিয়েছে।


আরো সংবাদ



premium cement