১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লন্ডন এক্সপ্রেসের ১৪ বাসে আগুন নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ : র‌্যাব

-

রাজধানীর ডেমরায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা লন্ডন এক্সপ্রেস পরিবহনের ১৪টি বাস আগুনে পুড়ে গেছে। গত সোমবার রাতে ডেমরার ধর্মপাড়ার একটি গ্যারেজে আগুন লাগলে লন্ডন এক্সপ্রেসের ১৪টি ম্যান কোম্পানির তৈরি বাস ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ দিকে এই আগুনের ঘটনায় নাশকতার কোনো আলামত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ও র‌্যাব। ঈদ সামনে রেখে এতগুলো বিলাসবহুল বাসে আগুন লাগাকে স্বাভাবিকভাবে দেখছেন না অনেকেই।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত সোমবার রাত ৮টা ৫০ মিনিটের সময় ফায়ার সার্ভিসে আগুন লাগর খবর যায়। এরপরই প্রথমে আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। রাত ৯টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে লন্ডন এক্সপ্রেসের উন্নতমাানের বিলাসবহুল ম্যান কোম্পানির ১৪টি বাস পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লন্ডন এক্সপ্রেসের বাসগুলো ওই গ্যারেজে রাখা হতো। অন্য দিনের মতো কোম্পানির বেশ কিছু বাস গ্যারেজে রাখা ছিল। রাত পৌনে ৯টার দিকে হঠাৎ করে বাসে আগুন জ্বলতে দেখা যায়। খুব অল্প সময়ের মধ্যে ১৪টি বাসে আগুন ছড়িয়ে পড়ে। তারা বলেন, থেমে থাকা বাসে যান্ত্রিক ত্রুটি ঘটার কথা নয়। তারপরও কেন এই আগুন। পুলিশ বলছে, দুর্ঘটনা হলে এক থেকে দু’টি বাস পুড়ত; কিন্তু সারিবদ্ধভাবে থাকা একসাথে ১৪টি দামি ভলভো বাস কিভাবে পুড়ল! সেটি সন্দেহের উদ্রেক করে।
এ ব্যাপারে ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: ইকবাল হোসেন বলেন, ঘটনাটি নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। একসাথে এতগুলো বাস আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। একইভাবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকর আল মঈন। গতকাল সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সোমবার রাতে যে বাসগুলো পুড়েছে, সেই কর্তৃপক্ষ এখনো নাশকতা সন্দেহ করে আমাদের কাছে অভিযোগ করেনি। তারপরেও আমাদের গোয়েন্দারা কাজ করছে, এটা স্বাভাবিক ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের গোয়েন্দারা ক্ষতিগ্রস্তদের সাথে যোগাযোগ করবে, তারা কোনো সন্দেহ করলে সেটিকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। এটা নাশকতা কি না সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করব।


আরো সংবাদ



premium cement