এরদোগানই আবারো তুরস্কের প্রেসিডেন্ট
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৯ মে ২০২৩, ০০:০৮
তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রজব তৈয়ব এরদোগান। নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা এরদোগান ৫২ দশমিক ১২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য দিকে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট।
গতকাল রোববার দ্বিতীয় দফায় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আল জাজিরা।
গতকাল রাত ১১টার পর ডেইলি সাবহার লাইভ প্রতিবেদনে দেখানো হয়, দেশটিতে মোট ভোটার ৬ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৪১৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫ কোটি ২৪ লাখ ৭১ হাজার ২৯ জন। যেখানে ভোটার উপস্থিতির হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ।
প্রথম দফায় কেউ নিয়ম অনুসারে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে কাতারের আমির, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ও লিবিয়ার প্রধানমন্ত্রী এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন।
গত ১৪ মে অনুষ্ঠিত হওয়া প্রথম দফার ভোটে এরদোগান পান ৪৯.৫২ শতাংশ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগ্লু পান ৪৪.৮৮ শতাংশ ভোট। ওই ধাপে তৃতীয় হয়েছিলেন সিনান ওগান। তিনি পান ৫.১৭ শতাংশ ভোট। এ ধাপে অবশ্য তিনি এরদোগানকে সমর্থন জানিয়েছেন। আনাদোলু এজেন্সির তথ্য মতে, দেশটির ৬ কোটি ৪০ লাখ বৈধ ভোটারের মধ্যে প্রথম ধাপে ৪৪.৮৪ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন। আলজাজিরা, আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ এর খবরে বলা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা