সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ
- ক্রীড়া প্রতিবেদক
- ২৩ মার্চ ২০২৩, ০০:০০
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। বেলা ২টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে টি স্পোর্টস।
প্রথম ওয়ানডেতে রেকর্ড জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ ইনিংস শেষে বৃষ্টিতে পণ্ড হয়। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহীমের ৬০ বলে অপরাজিত ১০০ রানের সুবাদে ওয়ানডেতে ৬ উইকেটে ৩৪৯ রানে সর্বোচ্চ সংগ্রহ পায় বাংলাদেশ। সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিক। মুশফিকের ব্যাটিং বুঝিয়ে দিয়েছে ভারতে আসন্ন বিশ্বকাপের জন্য দল তৈরি।
প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ৩৩৮ রান করে বাংলাদেশ। ম্যাচে রান বিবেচনায় নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ১৮৩ রানের জয় পায় টাইগাররা। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সামনে লড়াই করতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজ সমতায় শেষ করার সুযোগ এখনো আছে আয়ারল্যান্ডের। এই সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশ দল যে ধরনের ক্রিকেট খেলেছে তাতে সিরিজ হার এড়ানো কঠিন আয়ারল্যান্ডের জন্য।
সব মিলিয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যে বাংলাদেশের জয় আটটিতে, আয়ারল্যান্ডের জয় দুইটিতে। বাকি দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
আয়ারল্যান্ডের কোচ হেনরিচ মালান বলেন, ‘আমরা বিষয়টিকে বিবেচনায় রাখছি, এ ম্যাচে আমাদের এক-দু’টি নতুন উপায় বের করতে হবে যাতে জুটি ভাঙতে পারি ও প্রতিপক্ষের কিছু খেলোয়াড়কে চাপে রাখতে পারি। এটি ভালো উইকেট ছিল। যতটা প্রভাব ফেলবে বলে আমরা আশা করেছিলাম ততটা হয়নি। এটি এমন কিছু যা আমরা আমরা চিহ্নিত করেছি এবং এই খেলায় সমাধান করার চেষ্টা করব।’
তৃতীয় ওয়ানডে থেকে আফিফ হোসেন এবং শরিফুল ইসলামকে বাদ দিয়েছে বাংলাদেশ। রনি তালুকদারের মতো খেলোয়াড়ের দেশের হয়ে প্রথম ওয়ানডে খেলার সুযোগ থাকছে। প্রথম ওয়ানডের আগে অনুশীলন সেশনে ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যথা পান অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি।
যদিও বিশ্বমানের স্পিন আক্রমণ আছে স্বাগতিকদের। তাই পেসারদের জ্বলে ওঠার প্রয়োজন তেমন একটা পড়েনি। কারণ ঘরের মাঠে আইরিশদের গুঁড়িয়ে দেয়ার জন্য স্পিনাররাই যথেষ্ট। ধারণা করা হচ্ছিল বাংলাদেশের পেস বোলারদের সহজে মোকাবেলা করতে পারবে আয়ারল্যান্ড। কিন্তু বাস্তবে সেটি হয়নি।
তৃতীয় ওয়ানডের আগে গতকাল মিরাজ দলীয় অনুশীলনেও থাকলেও সেখানে ছিলেন না দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। ছেলের অসুস্থতার জন্য আগের দিন দল থেকে ছুটি নিয়ে ঢাকায় ফিরেন মুশফিক। আর আগের দিন বিমান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে সিলেট ছেড়েছিলেন সাকিব। গতরাতে রওনা হয়ে যথাসময়ে দলের সাথে যোগ দিয়েছেন উভয়েই।
ইংল্যান্ড সিরিজ শেষেই দুবাই উড়ে গিয়েছিলেন সাকিব। এরপর দেশে ফিরে এক ম্যাচ খেলে ঢাকায় যোগ দেন আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। দ্বিতীয় ম্যাচ খেলে বিমান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সম্পন্ন করতে ফের ঢাকায়।
গতকাল অনুশীলনে সবচেয়ে সিরিয়াস ছিলেন তামিম ইকবাল। দল মাঠে আসার পর ব্যাটিং কোচ জেমি সিন্ডন্সকে নিয়ে পশ্চিম পাশের নেটের প্রথম উইকেটে অনুশীলন করেন। তাকে তখন বল করেন দলের সেরা দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এরপর এক থ্রোয়ারকে নিয়ে তামিমকে বল ছুড়তে থাকেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। পাশের উইকেটে স্পিনারদের মোকাবেলা করতে থাকেন প্রথমে লিটন দাস, এরপর নাজমুল হোসেন শান্ত। ততক্ষণ পর্যন্ত অনুশীলন চালিয়ে যান টাইগার অধিনায়ক। হাথুরু জানালেন, ‘দলের সবাই অবগত তাদের করণীয় কী। একটা ম্যাচ জিতে এগিয়ে থাকার পর পরেরটা কারো হাতে ছিল না। আজ শেষ ম্যাচেই ফলাফল পক্ষে নিতে কঠোর অনুশীলন করছে দল।’