২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির বক্তব্য

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি উদ্বেগজনক

-

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস। তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি রাখাইন থেকেও উদ্বিগ্নের। জাতিসঙ্ঘ প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মিয়ানমারে জাতিসঙ্ঘ মিশনের সাথেও আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।
গতকাল একটি বেসরকারি টেলিভিশন চ্যালেনকে দেয়া সাক্ষাৎকারে জাতিঙ্ঘের আবাসিক প্রতিনিধি এ মন্তব্য করেন। তিনি বলেন, ঘটনাস্থল দেখার অনুমতি আমাদের নেই। তাই সত্যি বলতে পুরো ঘটনা আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা উভয় দেশকে শান্তি বজায় রাখার অনুরোধ করছি।
গত শুক্রবার বান্দরবানের তমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে একজন রোহিঙ্গা নাগরিক মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এর আগেও মিয়ানমার থেকে একাধিকবার সীমান্তে মর্টার শেল নিক্ষেপ করা হয়। এসব ঘটনায় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াউ মোকে এ পর্যন্ত তিনবার তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের রাষ্ট্রদূত প্রতিবারই জানিয়েছেন, তাদের দেশের আভ্যন্তরীণ সঙ্ঘাত দমন করতে গিয়ে কিছু গোলা বাংলাদেশ সীমান্তে পড়ছে, যা অনিচ্ছাকৃত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, মিয়ানমার উসকানি দিচ্ছে, কারণ সামরিকভাবে বাংলাদেশ জবাব দিলে তাদেরই লাভ। তখন এই সঙ্ঘাত দেখিয়ে রোহিঙ্গা ইস্যুটি তারা আড়াল করতে পারবে। আমাদের উচিত হবে, এই পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখা। বিষয়টি নিয়ে মিয়ানমারের সাথে আলোচনা করা। একই সাথে আন্তর্জাতিক মহলে ইস্যুটি উত্থাপন করা। প্রয়োজনে নিরাপত্তা পরিষদেও বিষয়টি তোলা যেতে পারে।
এ দিকে মিয়ানমারের সাথে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা আহসানিয়া মিশনে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ আশা করে মিয়ানমার তাদের ভুল বুঝতে পারবে এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কিছু করা থেকে বিরত থাকবে। যেহেতু আমরা সঙ্ঘাত চাই না, তাই মিয়ানমারের সাথে শান্তিপূর্ণ সমাধানের জন্য পথ খুঁজে বের করার প্রচেষ্টা আমাদের থাকবে। আমরা সবকিছু করব, প্রয়োজনে বিষয়টি জাতিসঙ্ঘে নিয়ে যাবো।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল