০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

ইমিগ্রেশন ছাড়াই ফ্লাইট মদিনায় হজ টিমের দুইজন আটক, এক লাখ রিয়ালে মুক্ত

-

ঢাকায় ইমিগ্রেশন সম্পন্ন না করে হজ ফ্লাইট নিয়ে মদিনায় যাওয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ টিমের দুইজন সদস্যকে আটক করা হয়। পরে সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক লাখ রিয়াল জরিমানা করে তাদের মুক্তি দেয়ার ব্যবস্থা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ফ্লাইটের পাইলট ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন।
এ প্রসঙ্গে গতকাল শুক্রবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের প্রধান তাহেরা খন্দকার নয়া দিগন্তকে বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে তারা চিঠি দিয়ে কিছু জানায়নি।
বলাকা ভবন সূত্রে জানা গেছে, ৯ জুলাই রাত ১১টায় ৪১৯ জন হজ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এএফও) মদিনার উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। নিয়ম অনুযায়ী এই ফ্লাইটের যাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু মিনিস্ট্রি থেকে যে শিডিউল দেয়া হয়েছে, সেই অনুযায়ী সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রিপারেশন ছিল না। পরে বিমানের ফ্লাইটটি মদিনায় অবতরণ করার পর ইমিগ্রেশন বিমানের হজ টিমের দুই সদস্যকে আটক করে। পরে সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক লাখ রিয়াল জরিমানা করে তাদের ছেড়ে দেয়।
গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল কর্মকর্তারা নয়া দিগন্তকে বলেন, ‘মূলত মিনিস্ট্রির ভুলের কারণে ওই ফ্লাইটের হজ যাত্রীদের মদিনায় নেমে ভোগান্তির শিকার হতে হয়েছে। আর এখন এর খেসারত দিতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। তবে তিনি হজ টিমের যে দুইজনকে মদিনায় আটক করা হয়েছিল তাদের নাম না জানিয়ে শুধু বলেন, আটক দুইজন মদিনায় কর্তব্যরত বিমানের হজ টিমের সদস্য। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করতে হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, পুরো হজের সময় বিমানকে যে পরিমাণ জরিমানা করা হবে সেগুলোর সব উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ জরিমানার স্লিপ পাঠাবে। অথবা বিমানের কাছ থেকে কেটে নেবে।


আরো সংবাদ



premium cement