পদত্যাগ করবেন নাহিদ নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম
- কাওসার আজম
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৪
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আগামী বুধ বা বৃহস্পতিবার আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এর আগে সোম বা মঙ্গলবার তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম। তিনি নতুন ওই রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, নাহিদ ইসলামের পদত্যাগের পর শূন্য হওয়া তথ্য উপদেষ্টার পদে যাচ্ছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
সূত্র মতে, নতুন দল গঠনের লক্ষ্যে তথ্য উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের তথ্য প্রকাশের পর থেকেই ওই পদে কে আসছেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামও উঠে আসে নতুন তথ্য উপদেষ্টা হিসেবে। গত সপ্তাহে তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার। একটি অসমর্থিত সূত্র জানায়, শফিকুল আলম বা নতুন করে কাউকে উপদেষ্টা পদে আনার সম্ভাবনা আপাতত নেই। মাহফুজ আলমই হচ্ছেন পরবর্তী তথ্য উপদেষ্টা।
নাহিদ ইসলাম ও মাহফুজ আলম দুইজনই জুলাই-আগস্ট বিপ্লবের প্রথম সারির ছাত্র সমন্বয়ক। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, এই সপ্তাহের শেষের দিকে নাহিদ ইসলাম পদত্যাগ করছেন। এর ফলে সরকারের তথ্য উপদেষ্টার পদটি খালি হচ্ছে। নতুন তথ্য উপদেষ্টা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের। গত ১০ নভেম্বর মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ছিলেন তিনি। এরও আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন মাহফুজ আলম।
তার বাড়ি লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাবিতে আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা