যৌথবাহিনীর গুলিতে ঢাকায় নিহত ২
- নিজস্ব প্রতিবেদক
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৯
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌথবাহিনীর সাথে গোলাগুলির ঘটনায় স্থানীয় কিশোর গ্যাং ‘ঠোঁটে ল’ গ্রুপের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গত বুধবার দিবাগত রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার দেশ ভুয়াই এলাকার আব্দুল সাত্তারের ছেলে মো: জুম্মন (২৬) ও ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলাকার মো: শাহজাহান আলীর ছেলে মিরাজ হোসেন (২৫)।
গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির দুইপাশে ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে তাদের ওপর অতর্কিত গুলি চালায়। তারাও আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং ৫ জন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের উপর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়।
আটককৃতরা হলেন হোসেন (২৩), মিরাজ (২৫), আল আমিন (২৪), মমিনুল (২০) ও মেহেদী (১৭)।
গতকাল দুপুরে চাঁদ উদ্যান হাউজিংয়ের ৬ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উৎসুক বাসিন্দারা বাড়ির গেটে দাঁড়িয়ে আছেন। অনেক বাসিন্দাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে কেউ কেউ আবারো এই গ্রুপের অন্য সদস্যদের হামলার আশঙ্কাও করছেন।
নিহতদের বিষয়ে স্থানীয়রা বলেন, যৌথ বাহিনীর অভিযানে নিহত দু’জন চাঁদ উদ্যান এলাকার ভয়ঙ্কর কিশোর গ্যাং ‘ঠোঁটে ল’ গ্রুপের সদস্য। ঘটনাস্থল থেকে আটক হওয়া পাঁচ সদস্য এ এলাকার আরেক ভয়ঙ্কর কিশোর গ্যাং গ্রুপ ‘লাল ও ডায়মন্ড’ গ্রুপের সদস্য। তবে যৌথ বাহিনীর অভিযানের সময় চাঁদ উদ্যান, লাউতলা, বসিলা ৪০ ফিট, সাতমসজিদ হাউজিং ও সোনা মিয়ার টেক এলাকার কিশোর গ্যাং গ্রুপগুলো একসাথে হয়ে যৌথ বাহিনীকে চারপাশ থেকে ঘিরে হামলা চালায়। এ সময় পুরো কিশোর গ্যাং গ্রুপগুলো ‘ঠোঁটে ল’ গ্রুপের প্রধান দ্বীন ইসলাম ওরফে দিলা, ফাডা আলামিনের নেতৃত্বে যৌথ বাহিনীর ওপর হামলা চালিয়ে গুলি বর্ষণ করে। যৌথ বাহিনীর সাথে গোলাগুলির সময় দু’জন নিহত হলেও দিলা ও ফাডা আলা আমিনসহ অনেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আরো জানান, এ এলাকাজুড়ে বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপ গড়ে উঠেছে। তারা দিনের আলো কিংবা রাতের অঁাঁধারে যেকোনো সময় সাধারণ মানুষের ওপর হামলা করে সব ছিনিয়ে নেয়। পাশাপাশি, প্রতিদিনই ১৫-২০ জন একত্র হয়ে অস্ত্রের মহড়া চালায়। কেউ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না।
এ বিষয়ে তেজগাঁও বিভাগ মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, যৌথ বাহিনীর সাথে গোলাগুলিতে নিহতদের লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। যাদেরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা