১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`
ঋণপ্রবাহ বাড়িয়ে মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

জুন শেষে খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াবে

-


দেড় দশকে দেশের ব্যাংকিং খাতের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। পতিত আওয়ামী লীগ সরকার এস আলম, সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদারের মতো একশ্রেণীর লুটেরা তৈরি করেছিল। তারা ব্যাংক খাত থেকে পানির মতো টাকা বের করে ও ভাগবাটোয়ারার মাধ্যমে পাচার করেছে। আগামী জুন শেষে তাই ব্যাংক খাতের খেলাপি ঋণ পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে, এমন আশঙ্কা করছে বাংলাদেশ ব্যাংক। যা মোট ঋণের ৩০ শতাংশ। পাশাপাশি ৫ আগস্টের পর ব্যাংক খাতের দুর্বল চিত্রগুলো বের হয়ে আসছে। দুর্বল ব্যাংকগুলো গ্রাহকের অর্থ ফেরত দিতে পারছে না। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোর অর্থের জোগান দিয়েছে। এ কারণে আগামীতে ব্যাংকিং খাতের ওপর আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ছয় মাসের জন্য ঘোষিত মুদ্রানীতিতে এমন চ্যালেঞ্জের কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েও নানা চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কৌশলের কথাও বলা হয়েছে মুদ্রানীতিতে।
গতকাল আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানের শুরুতে মুদ্রানীতির ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। তিনি জানান, মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নামিয়ে আনা হবে। সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ১৭ দশমিক ৫ শতাংশ। গত ডিসেম্বরে যা হয়েছে ১৮ দশমিক ১০ শতাংশ। এ সময়ে উপস্থিত ছিলেন, ডেপুটি গভর্নর নূরুন নাহার, জাকির হোসেন চৌধুরী, ড. কবির আহমেদ ও বিএফআইইউ প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি বিবৃতিতে (এমপিএস) বলা হয়েছে, আগামী জুনের মধ্যে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে ৩০ শতাংশ হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২৪ এর সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে দুই লাখ ৮৪ হাজার কোটি টাকায়, যা দেশের মোট ১৬ লাখ ৮৩ হাজার কোটি টাকা ঋণের প্রায় ১৭ শতাংশ। মুদ্রনীতিতে রিপোর্টে বলা হয়, খেলাপি ঋণ বেড়ে মোট ঋণের ৩০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে, যা টাকার অঙ্কে পাঁচ লাখ কোটি টাকার ওপরে। মুদ্রানীতিতে ব্যাংকিং শিল্পের জন্য যা গুরুতর উদ্বেগের বলে মনে করা হয়েছে। মুদ্রানীতি রিপোর্টে বলা হয়, খেলাপি ঋণ বেড়ে মোট ঋণের ৩০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে, যা ব্যাংকিং শিল্পের জন্য গুরুতর উদ্বেগের। আর্থিক খাতের প্রাতিষ্ঠানিক ও নিয়মতান্ত্রিক দুর্বলতা, নিয়ন্ত্রণের ঘাটতি এবং অর্থপাচার ও অবৈধভাবে পুঁজি বিদেশে পাচারের মতো দুর্নীতি, অনিয়মের মতো কারণ এর জন্য দায়ী। বাংলাদেশ ব্যাংক তাদের এমপিএসে বলেছে, এটা উল্লেখ করা দরকার যে বেশকিছু ব্যাংক বর্তমানে ব্যাপক তারল্য সঙ্কটের মধ্যে রয়েছে। নন-পারফর্মিং লোন (এনপিএল) বা মন্দ ঋণ, আমানতের ধীর প্রবৃদ্ধি ও দুর্বল ঋণ আদায় কার্যক্রমের কারণে এসব ব্যাংকের পরিস্থিতি আরো বাজে রূপ নিয়েছে। তাদের তারল্য বা নগদ অর্থের চাহিদাকে স্থিতিশীল করতে, বাংলাদেশ ব্যাংক সঙ্কট-কবলিত ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায়, আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে ধার নিতে দিচ্ছে।

এদিকে ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। আগামী জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন আগের মতোই ৯ দশমিক ৮ শতাংশ রাখা হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। মুদ্রানীতি ঘোষণার আগে সকালে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার বাড়ানোর আলোচনা থাকলেও জানুয়ারির মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় আপাতত তা অপরিবর্তিত রাখা হয়েছে। বিনিময় হার ব্যবস্থায়ও বড় কোনো পরিবর্তন আনা হয়নি।
মুদ্রানীতিতে বলা হয়, মূল্যস্ফীতি কমানোকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। বছরের প্রথম মাস জানুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৯৪ শতাংশে নেমেছে। আগের মাস শেষে যা ১০ দশমিক ৮৯ শতাংশ ছিল। যে কারণে আপাতত নীতি সুদহার আর বাড়ানো হয়নি। তবে, বছর শেষে তা কমানো হতে পারে।

 


আরো সংবাদ



premium cement
টিকিট সিন্ডিকেট ভাঙার খবরে স্বস্তি বাংলাদেশে আদানিকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান আবরার হত্যা মামলায় হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত মানিকগঞ্জে থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু সোনারগাঁওয়ে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা সাড়ে ১৬ হাজার গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে : আইন উপদেষ্টা তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ

সকল