২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

সাত কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ২

-

ঢাবি ক্যাম্পাস থেকে ধাওয়া দিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত এলাকা পার করিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রাত সোয়া ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিউমার্কেট এলাকায় উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
গত রাত সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে এবং ঢাবি শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এর আগে রাত ১১টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পৌঁছান সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন।
রাত সাড়ে ১০টায় সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে ঢোকেন। ঢাকা কলেজের আবাসিক হল থেকে আরো শিক্ষার্থী নিয়ে ঢাবি ক্যাম্পাসে ঢুকে প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেন তারা। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সড়কে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। ফলে গুরুত্বপূর্ণ এসব সড়কে যান চলাচল বন্ধ ছিল।


আরো সংবাদ



premium cement