পুলিশের শূন্যপদ অতিরিক্ত আইজিপিসহ ১১ হাজার
- এস এম মিন্টু
- ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০, আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪
গণ-অভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যত পুলিশের মনোবল একেবারেই দুর্বল হয়ে পড়েছে। এখনো পুলিশের কাছ থেকে কাক্সিক্ষত সেবা না পেয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশের দুর্বলতা কাটিয়ে তুলতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়। এর পরও পুলিশের অতিরিক্ত আইজি থেকে কনস্টেবল পর্যন্ত বর্তমানে ১৯টি পদে ১০ হাজার ৭২২ জনের ঘাটতি রয়েছে। এই শূন্য পদ কবে নাগাদ পূরণ হবে তার সদুত্তর নেই কারো কাছে। যদিও গত বুধবার পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেছেন, পুলিশে বর্তমানে জনবল ২ লাখ ২০ হাজার। তবে বাস্তবে সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে মঞ্জুরিকৃত পুলিশের জনবল ২ লাখ ১ হাজার ৫৯ জন। এর মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন ১ লাখ ৯০ হাজার ৩৩৭ জন।
পুলিশের ফোর্স এস্টেটমেন্টের সর্বশেষ ডাটা করা হয় চলতি মাসের ১৩ জানুয়ারি। ওই ডাটা সূত্রে দেখা গেছে, বর্তমানে আইজিপি এক, অতিরিক্ত আইজি গ্রেড-১ এ ২ জন। অতিরিক্ত আইজি পদে ১৮ জন এবং একজন ট্রাফিকের পদসহ ১৯ জনের স্থলে বর্তমানে এই পদে ১১ জনই শূন্য। ফলে এখানেও বড় পদেও ঘাটতি রয়ে গেছে। এই পদে ডিআইজি থেকে সুপার নিউমারারি অতিরিক্ত আইজি ৯ জনকে পদোন্নতি দিয়ে চলতি দায়িত্ব দেয়া হয়েছে। ফলে এইখানেও ১১টি পদ খালি রয়েছে। এ ছাড়া ডিআইজি পদে ৭২ জনের পুরুষ ও ৫ জন টিআরসহ ৭৭ জনের পদ রয়েছে। এই পদে বর্তমানে কর্মরত রয়েছেন ১২০ জন পুরুষ ও ৬ জন নারী। অর্থৎ ডিআইজি পদে ৭৭ জনের স্থলে দায়িত্ব পালন করছেন ১২৬ জন। পদ থাকলেও পদোন্নতি না দিয়ে সুপার নিউমারারি পদে ৪৯ জন অতিরিক্ত ডিআইজি দায়িত্ব পালন করছেন ডিআইজি পদে। এখানেও ৪৯টি পদ ঘাটতি রয়েছে। ফোর্স স্টেটমেন্টে দেখা গেছে, অতিরিক্ত ডিআইজি পদ রয়েছে ১৮৯টি। এই পদে পুরুষের সংখ্যা ১৮৩ জন এবং নারী ৬ জন। তবে বর্তমানে এই পদে দায়িত্ব পালন করছেন ৩৩৬ জন। এই পদেও বর্তমানে ঘটতি রয়েছে ১৪৭ জন। জানা গেছে, পুলিশ সুপার থেকে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে ১৪৭ জনকে দায়িত্ব দেয়া হয়েছে।
পুলিশের করা ডাটায় আরো দেখা গেছে, পুলিশ সুপার (এসপি) পদে মঞ্জুরিকৃত জনবল ৫৭৬ জন। এর মধ্যে পুরুষ ৫৪৯, নারী ২ জন এবং টিআর পদে ২৫ জন। এই পদের অনুকূলে বর্তমানে কর্মরত আছেন ৫৭৬ জনই। তার মধ্যে ৪৯৬ জন পুরুষ এবং নারী রয়েছেন ৮০ জন। এই পদে মঞ্জুরিকৃত ২ জন নারী এসপির আদলে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত ৭৮ জন।
পরিসংখ্যানে আরো দেখা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার পদে মঞ্জুরিকৃত জনবল রয়েছে ৯৭৫ জন। তার মধ্যে ৯১১ জন পুরুষ, নারী ৫ জন এবং টিআর পদে রয়েছেন ৫৯ জন। এই পদের অনুকূলে বর্তমানে কর্মরত আছেন ৭৫৮ জন। তার মধ্যে পুরুষ ৪৯৬ জন, নারী ১০৬ জন। পদ থাকলেও এখনো ২৭৬ জনবল শূন্য রয়েছে। এ ছাড়া এএসপি পদে মঞ্জুরিকৃত জনবল ১ হাজার ১৮৩ জন। তার মধ্যে ১০৫৯ পুরুষ, নারী ১০ জন এবং টিআর পদে ১১৪ জন। এই পদের অনুকূলে বর্তমানে দায়িত্ব পালন করছেন ৭৯৩ জন। এই পদ সৃজন থাকলেও এখনো এই পদে ঘাটতি রয়েছে ৩৯০ জন।
এ দিকে ইন্সপেক্টর (পরিদর্শক) পদেও ব্যাপক ঘাটতি রয়েছে। দেখা গেছে, পরিদর্শক (নিরস্ত্র) পদে মঞ্জুরিকৃত জনবল ৪ হাজার ৯৩২ জন। এর মধ্যে ৪ হাজার ৮৮৮ জন পুরুষ এবং নারী ৪৪ জন। এই পদের অনুকূলে বর্তমানে কর্মরত রয়েছেন ৪ হাজার ৮৫৪ জন পরিদর্শক (নিরস্ত্র)। ফলে এই পদে ঘাটতি রয়েছে ৭৮ জন। এ ছাড়া পরিদর্শক (টিটি) মঞ্জুরিকৃত পদ রয়েছে ৯৪৯। এই পদের আদলে বর্তমানে কর্মরত রয়েছে ৯৮০ জন। এখানেও ৩১ জন টিটি পদোন্নতি না পেয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
পরিদর্শক (সশস্ত্র) পদে মঞ্জুরিকৃত জনবলের সংখ্যা রয়েছে ৯১৭ জন। এখানে বর্তমানে দায়িত্ব পালন করছেন ৮৭৮ জন। এখনো শূন্য পদ ৩৯ জন।
এসআই (নিরস্ত্র) পদে মঞ্জুরিকৃত জনবলের তালিকায় রয়েছে ২০ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১৩১ জন, নারী ২৫২ জন এবং টিআর রয়েছেন ৪৩৩ জন। এই পদের অনুকূলে বর্তমানে কর্মরত রয়েছেন ১৯ হাজার ২২৯ জন। এই পদে ১ হাজার ৫৮৭ জনই শূন্য রয়েছে। এ ছাড়া সার্জেন্ট পদে ২ হাজার ১৩৪ জনের অনুকূলে ২ হাজার ১১৬ জন দায়িত্ব পালন করছেন। এই পদে শূন্য রয়েছে ১৮ জন।
টিএসআই পদে ৪৪৯ জন মঞ্জুরিকৃত জনবল থাকলেও এই পদে দায়িত্ব পালন করছেন ৪৪৫ জন। এই পদে এখনো শূন্য রয়েছে ৪ জন।
এসআই (সশস্ত্র) পদে মঞ্জুরিকৃত জনবলের তালিকায় রয়েছেন ২ হাজার ৮৭০ জন। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন ২ হাজার ৯০৮ জন। এই তালিকায় শূন্য পদ থাকলেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ৩৮ জন। এএসআই (নিরস্ত্র) মঞ্জুরিকৃত জনবলের তালিকায় রয়েছেন ১৮ হাজার ৫০৪ জন। এই তালিকার অনুকূলে বর্তমানে দায়িত্ব পালন করছেন ১৮ হাজার ৭০০ জন। এই তালিকায় অতিরিক্ত ১৯৬ জন।
এটিএসআই পদে ২ হাজার ৩৩ জনের তালিকায় বর্তমানে কর্মরত রয়েছেন ২ হাজার ৮ জন। এই পদে শূন্য রয়েছে ৮ জন। এএসআই (সশস্ত্র) পদে মঞ্জুরিকৃত তালিকায় রয়েছে ৭ হাজার ৪১২ জন। এই পদের অনুকূলে বর্তমানে দায়িত্ব পালন করছেন ৬ হাজার ৯৭৪ জন। ১ হাজার ৪৪টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া নায়েক পদে ৭ হাজার ৬৬৯ মঞ্জুরিকৃত জনবলের অনুকূলে ৬ হাজার ৯৭৪ জন দায়িত্ব পালন করছেন। এই পদ এখনো শূন্য রয়েছে ৬৯৫টি।
কনস্টেবল পদে ১ লাখ ২৭ হাজার ৫৫৫ জন মঞ্জুরিকৃত তালিকায় থাকলেও বর্তমানে কর্মরত রয়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮ জন। এই পদে ৭ হাজার ৮৪ জন ঘাটতি রয়েছে।
এ প্রসঙ্গে পুলিশের একাধিক কর্মকর্তা, পরিদর্শক ও এসআইদের সঙ্গে কথা বলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগ সরকারের কয়েকজন কর্মকর্তা নির্বাচনের সময় এলে পুলিশকে পদোন্নতি দিয়ে বিপাকে পড়ে। তারা পদ সৃজন না করেই অতিরিক্ত পদোন্নতি দিয়েছেন। এখন পদ শূন্য তবুও পদোন্নতি নেই। বছরের পর বছর ধরে ঝুলিয়ে রাখলেও নিম্ন পদে তাদের কোনো দৃষ্টি নেই। কনস্টেবল থেকে পরিদর্শক পর্যন্ত যথাসময়ে পদোন্নতি এবং পদায়ন করা হলে এই জটিলতা থেকে মুক্ত থাকত পুলিশ। এখন নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছেন। এ বিষয়ে জানতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা