জামায়াত আমিরের সাথে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:০২
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়। ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
মাগুরা : এ দিকে আগামী ১৬ জানুয়ারি বৃহস্পতিবার জামায়াত আমির ডা: শফিকুর রহমানের মাগুরা আগমন উপলক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুভেচ্ছা তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর। জেলার সর্বত্র চলছে মাইকিং। খোলা ট্রাকে ভ্রাম্যমাণ প্রচারণা সংবলিত ইসলামী সঙ্গীত। সবখানে সাজ-সাজ রব-রব পড়েছে। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র সব শ্রেণিপেশার মানুষের মুখে মুখে জামায়াত আমিরের আগমনী বার্তা শোনা যাচ্ছে। জেলাবাসী ডা: শফিকুর রহমানকে সাদরে গ্রহণে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা জামায়াতে ইসলামীর আমির, সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য অধ্যাপক এম বি বাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো: মোবারক হুসাইন, যশোর জেলার সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজীজুর রহমান, মাগুরা জেলার সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক আব্দুল মতিন।
অধ্যাপক এম বি বাকের জানান, আগামী ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় নোমানী ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান। সম্মেলনে লক্ষাধিক কর্মী-সমর্থকের সাথে জেলার অন্তত ৫ হাজার ভিন্ন ধর্মাবলম্বী সদস্য অংশ নেবেন। কর্মী সম্মেলনে জামায়াত আমির মাগুরা জেলার উন্নয়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ রাজনৈতিক বিষয়ে দিকনির্দেশনাপূর্ণ বক্তব্য রাখবেন। ওই দিন দুপুরে তিনি আল আমিন কমপ্লেক্স চত্বরে মহিলা রুকন সম্মেলন ও বিকেলে শহরের এলজিইডির হলরুমে মতবিনিময় সভায় বক্তৃতা করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা