১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

আদালত থেকে উধাও হওয়া নথি মিলল ভাঙারির দোকানে

-

চট্টগ্রাম আদালতে সরকারি আইন কর্মকর্তার (মহানগর পিপি) কার্যালয় থেকে উধাও হওয়া এক হাজার ৯১১টি মামলার নথিপত্রের বেশ কিছু উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে গ্রেফতার ব্যক্তির নাম জানায়নি পুলিশ।
বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার এক ভাঙারি দোকানের গুদাম থেকে প্রায় ৯ বস্তা নথি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ওসব নথিপত্র পরিত্যক্ত মনে করে আদালতের এক চা-দোকানের কর্মচারী সেগুলো ভাঙারির দোকানে বিক্রি করে দিয়েছিল।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম নয়া দিগন্তকে বলেন, ‘আদালত থেকে নথিপত্র চুরির ঘটনার পর থেকেই সেগুলো উদ্ধারে আমরা প্রযুক্তির সহযোগিতা নিয়ে এগিয়েছি। একজনকে গ্রেফতারের পর তার তথ্যে একটি ভাঙারি দোকান থেকে ওসব নথিপত্র উদ্ধার করি।’ তিনি জানান, গ্রেফতার ব্যক্তি চট্টগ্রাম আদালত এলাকায় একটি চা দোকানে কাজ করে। আদালতে পিপি অফিসের সামনে পড়ে থাকা নথিপত্রগুলো সে নিয়ে ভাঙারি দোকানে বিক্রি করেছে। কিছু নথিপত্র উদ্ধার করেছি। বাকি নথিপত্র উদ্ধার করতে আমরা তাকে নিয়ে অভিযান পরিচালনা করছি। এর আগে, চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়ার কার্যালয় থেকে এক হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) উধাওয়ের ঘটনা গত ৫ জানুয়ারি জানাজানি হয়। এরপর পিপি নগরীর কোতোয়ালি থানায় এ সংক্রান্তে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে তিনি উল্লেখ করেছিলেন, হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরকসহ প্রায় এক হাজার ৯১১টি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। মহানগর পিপির এখতিয়ারে থাকা অন্তত ৩০টি আদালতে চলমান মামলার নথি এগুলো।
বিষয়টি অবগত হয়ে প্রধান বিচারপতি হাইকোর্টের একজন বিচারপতিকে বিষয়টি তদন্তের আদেশ দেন। বিচারপতি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের কোনো এজলাস বা চেম্বার থেকে কোনো ফৌজদারি মামলার নথি চুরি হয়নি। সংবাদপত্রে যে এক হাজার ৯১১টি কেস ডকেট চুরির বিষয়ে উল্লেখ করা হয়েছে, সেগুলো চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের বারান্দা থেকে চুরি হয়েছে।
কেইস ডকেটগুলো ছিল ২০১৫ সালের আগের ফৌজদারি মামলা সংক্রান্ত। বেশির ভাগ মামলা এর মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে। এ ছাড়া ফৌজদারি যে কোনো মামলার কেস ডকেটের একটি কপি সংশ্লিষ্ট সার্কেল সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে সংরক্ষিত থাকে। এর ফলে আদালতে বিচারাধীন কোনো ফৌজদারি মামলা ক্ষতিগ্রস্ত হবে না।


আরো সংবাদ



premium cement
কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, পাঠানো হবে আরো ২৮ জন : পররাষ্ট্র মন্ত্রণালয় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানা থেকে পালালো সাবেক ওসি দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা কিংসের কাছে হারল ক্যাপিটালস শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক-কর বেরোবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার

সকল