০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

নতজানু নয়, দেশের পক্ষে বাস্তববাদী পররাষ্ট্রনীতি চাই : উপদেষ্টা মাহফুজ আলম

উপদেষ্টা মাহফুজ আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম (বাঁয়ে) ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন : পিআইডি -


‘নতুন বাংলাদেশ গঠন : অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি’ বিষয়ক সংলাপে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘নতজানু নয়, বাস্তববাদী পররাষ্ট্রনীতি চাই।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষা করাই আমাদের অগ্রাধিকার।’ আমাদের জায়গায় আমাদের শক্তি ও সক্ষমতা কিভাবে বাড়ানো যায় সে দিকে আমাদের মনোযোগ থাকবে। সক্ষমতা বাড়াতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে দরকষাকষির শক্তিও বাড়বে, এতে আমাদের দেশের উপকার হবে। গতকাল রোববার বিকেলে সেগুনবাগিচার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোয় কর্মরত কূটনীতিকদের সাথে পররাষ্ট্রনীতি বিষয়ে সংলাপের পর মাহফুজ আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মূল অনুষ্ঠান শেষে তাৎক্ষণিক এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এর আগে সংলাপ নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা দেন পররাষ্ট্র সচিব মো: জসীম উদ্দিন।
মাহফুজ আলম বলেন, কোনো রাষ্ট্র কী করল তা না দেখে আমরা কত শক্তি বাড়াতে পারলাম এবং আমরা কতটুকু দরকষাকষির ক্ষমতা বাড়ালাম সেটিই আমাদের কাছে বেশি প্রাধান্য। একই সাথে তিনি বলেন, আমাদের ভুল বা হঠকারী কিছু থাকলে আমরা শুধরানোর চেষ্টা করি, এটাই আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি।

তিনি বলেন, আমাদের পররাষ্ট্রনীতি হবে দেশের পক্ষে, কোনো দল কেন্দ্রীক হবে না। সরকার বদল হলেও যেন পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ অক্ষুণœ থাকে, সে বিষয়ে কূটনীতিকদের সাথে কথা হয়েছে। আমরা দেশের স্বার্থ রক্ষা করে সব রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে চাই।
‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়’ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটাই প্রাধান্য পেয়ে এসেছে এত দিন, এখন সেই নীতিতে কি কোনো পরিবর্তন আসছে? এমন প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, ‘গত সরকারের পররাষ্ট্রনীতি নতজানু ছিল, তারা দলের স্বার্থে পররাষ্ট্রনীতি সাজিয়েছিল। আমরা দেশের পক্ষে শক্তিশালী পররাষ্ট্রনীতি চাই।’

মাহফুজ আলম বলেন, সরকার পরিবর্তন হলে যাতে পররাষ্ট্রনীতির পরিবর্তন না হয়, সে বিষয়টি সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া উচিত।
মাহফুজ আলম এক প্রশ্নের জবাবে বলেন, সব রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক থাকবে, কোনো হঠকারিতা চাই না। বর্তমান সরকারও কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকলে তা সংশোধন করা হবে। আরেক প্রশ্নের জবাবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের কাছে ফেরত দেবে না বলে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে এমনটি তিনি শুনতে পেয়েছেন।
পররাষ্ট্রসচিব মো: জসীম উদ্দিন বলেন, সংলাপ, সংস্কার ও পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের যে চিন্তাভাবনা, তা নিয়ে আমরা আলাপ করেছি। তাদের চিন্তাভাবনা শোনার সুযোগ হয়েছে। আমাদের চিন্তাভাবনাও তাদের জানিয়েছি। আমরা আশা করি আমাদের এই সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 


আরো সংবাদ



premium cement
রমজান ঘিরে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ রায়গঞ্জ ও সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নিজ স্বার্থ বিসর্জন দিয়েই দেশকে রক্ষা করতে হবে : ড. মঈন খান ভারতে ১৮ বছরের কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগবে অভিভাবকের অনুমতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না তামিম, জানালেন আফ্রিদি ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ফ্লাইট খালেদা জিয়ার রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যথাযথ সংস্কার করে নির্বাচন হওয়া উচিত : হামিদুর রহমান আযাদ বাউফলে কলেজশিক্ষকের বসতঘর থেকে স্বর্ণালঙ্কার লুট টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংকের কমিটি গঠন পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধে অভিযান জোরদার করা হচ্ছে

সকল