০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`
গণমাধ্যমকে সিইসি নাসিরউদ্দীন

ভোটার তালিকায় যুবকদের আনতে পরিবর্তন আসছে

-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে চায় নির্বচান কমিশন (ইসি)। আর এই জন্য এই ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, সংস্কার কমিশন আমাদের সাথে আলোচনা করতে এসেছে। কারণ তারা সংস্কার কমিশনের প্রতিবেদন শিগগির সরকারে কাছে জমা দেবেন।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। সিইসি নাসির উদ্দীন আরো বলেন, আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন সংস্কার কমিশন। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করছি সেগুলো জানিয়েছি।
কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে সিইসি বলেন, ডেলিমেটেশন সংক্রান্ত কিছু আছে এবং ভোটার তালিকাসংক্রান্ত কিছু আছে। এ ছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। তারা সুপারিশ করুক আর না করুক আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা ডেলিমেটেশনকে অ্যাড্রেস করতে পারছি না। তিনি বলেন, ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইনি। আমাদের কি প্রয়োজন সেগুলো বলেছি।

রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটা কি সম্ভব? প্রধান উপদেষ্টাও বলেছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা তো ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে এ বছরের শেষের দিকে। আর সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয় তাহলে পরের বছরের জুন মাস এসে যাবে। আমরা তার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি।
সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে দেয়ার চেষ্টা করব, তা না হলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দেবো।
সাক্ষাতের বিষয় সম্পর্কে জানতে চাইলে বদিউল আলম বলেন, সংস্কার কমিশনের প্রধান হিসেবে তাদের কাছে জানতে চেয়েছি, তাদের কোনো প্রস্তাব আছে কি না। কমিশন তো স্টেকহোল্ডার তাদের কাছে জানতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো সুপারিশ আছে কি না।

 


আরো সংবাদ



premium cement
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সায়েম গ্রেফতার সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য আটক অভয়নগরে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার দেড় যুগ পর বাংলাদেশের ফুটবলে এক ম্যাচে একজনেরই ৬ গোল ব্রহ্মপুত্রের ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ প্রকল্পের ঘোষণা চীনের, প্রতিবাদ ভারতের গফরগাঁওয়ে ঘোড়ার চড়ে স্কুল শিক্ষকের বিদায় মুন্সিগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৪ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করাই পুলিশের কাজ : সিটিটিসি প্রধান সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো নির্বাচনের সময় দীর্ঘ হলে ষড়যন্ত্র হতে পারে : গোলাম পরওয়ার ঈশ্বরদীতে নিয়মিত নামাজ আদায়ে ১৮ শিশুকে বাইসাইকেল উপহার

সকল