চাঁদপুরে জাহাজে হামলা, নিহত বেড়ে ৭
- চাঁদপুর প্রতিনিধি
- ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫
চাঁদপুরের মেঘনা নদীতে সার বোঝাই জাহাজে দুর্বৃত্তদের হামলায় আহত আরো দুইজন মারা গেছেন। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ছাড়া আহত আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে উন্নীত হলো। এর আগে দুপুরে নদীর হরিণা ফেরিঘাট মাঝির বাজার এলাকায় থেমে থাকা এমভি আল বাখেরা থেকে পাঁচজনের লাশ উদ্ধার করে নৌপুলিশ। গত রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের কুপিয়ে হত্যা করেছে।
নিহতরা হলেন- জাহাজের মাস্টার কিবরিয়া, ড্রাইভার সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি ও সজিবুল ইসলাম এবং মাজেদুলের নাম পাওয়া গেছে। বাকি দুইজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। আর গুরুতর আহত জাহাজের আরেক সুকানি জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, গুরুতর আহত তিনজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
চাঁদপুর নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, মেঘনায় মাঝির বাজার এলাকায় এমভি আল বাখেরা জাহাজের বিভিন্ন রুম থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরো দুইজন মারা যান।
চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।
চাঁদপুর কোস্টগার্ডথ কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক বলেন, হাইমচর উপজেলার মেঘনার ইশানবালা এলাকায় মালবাহী কার্গো এমভি আল-বাখেরা থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পাঁচজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরো তিনজনকে উদ্ধার করা হয়েছে।
নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর বলেন, যতদূর জেনেছি দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে জাহাজ আক্রমণ করেন। শ্রমিকরা প্রতিহত করার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে তাদের জবাই করা হয়। নিহত সাতজনের সবাই জাহাজের স্টাফ। এ ছাড়া গলাকাটা একজনের অবস্থা আশঙ্কাজনক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা