২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসঙ্ঘ মহাসচিবের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত

-

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বিশ্বসংস্থার অভ্যন্তরে বহুপাক্ষিকতা উন্নয়নে বাংলাদেশের সক্রিয় ভূমিকার ব্যাপারে উচ্চাশা পোষণ করেছেন।
গতকাল নিউ ইয়র্কে জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আবদুল মুহিতের সাথে বিদায়ী সাক্ষাতের সময় গুতেরেস এই মন্তব্য করেন।
রাষ্ট্রদূত মুহিত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান নিয়ে অন্তর্বর্তী সরকারের ছয়টি সংস্কার কমিশন গঠনের বিষয়ে মহাসচিবকে অবহিত করেন। তিনি ড. ইউনূসের পক্ষে আগামী বছর সুবিধাজনক সময়ে গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

স্থায়ী প্রতিনিধি জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত রেজুলেশনে জাতিসঙ্ঘের সদস্য দেশগুলোর সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের প্রথম প্রান্তিকে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আলোচনা করেন। তিনি রোহিঙ্গা মুসলমানদের স্বেচ্ছা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সুনির্দিষ্ট এবং সময়সীমাভিত্তিক পরিকল্পনা গ্রহণের জন্য একটি কার্যকর সম্মেলন আয়োজনে মহাসচিবের সহযোগিতা চান।
জাতিসঙ্ঘ মহাসচিব রোহিঙ্গাদের দুর্দশায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। তিনি আগামী বছর রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের জন্য জাতিসঙ্ঘের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। রোহিঙ্গা সঙ্কটের দ্রুত ও টেকসই সমাধানের জন্য মহাসচিব সম্মেলনের সাফল্যের ওপর গুরুত্বারোপ করেন।

 


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে তেলের ডিপোতে আগুন বাংলাদেশে আবারো রোহিঙ্গা ঢলের শঙ্কা কতটা ‘প্রিয় মালতী' মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন মেহজাবীন চৌধুরী রংপুরে তথ্যমেলায় শেখ হাসিনার বাণী সংবলিত লিফলেট প্রচার, তীব্র প্রতিবাদ বান্দরবানে বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর নানা সহায়তা তুরস্কে হাসপাতালে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত : পাইলটসহ নিহত ৪ দেশীয় ব্যাংকগুলোর সমন্বিত নিরীক্ষার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ বিধান জারি সব বিশ্ববিদ্যালয় গুচ্ছে আসলে জবি রাজি, ব্যত্যয় হলে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের আমজাদ নিহত কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে বড়লেখায় বিএসএফের গুলিতে চাশ্রমিক নিহত, জিরো লাইন থেকে লাশ উদ্ধার

সকল