২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

একই দিনে জাতীয় ও ইউপি নির্বাচন হলে বুথ দখল সহজ হবে না : মূয়ীদ চৌধুরী

-


জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মূয়ীদ চৌধুরী বলেছেন, একই দিনে জাতীয় ও ইউপি নির্বাচন অনুষ্ঠান এবং ইউপি নির্বাচনের পদ্ধতি বদলে মেম্বারদের ভোটে চেয়ারম্যানদের নির্বাচিত করা যায় কি না সেটি চিন্তাভাবনা করা হচ্ছে। কারণ একই দিনে জাতীয় ও ইউপি নির্বাচন হলে কেউ বুথ দখল করতে পারবে না। এ ছাড়া সরকার চালাতে এত বেশি লোকের দরকারও নেই বলে তিনি মন্তুব্য করেন।
গতকাল দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্যদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোখলেসুর রহমান বলেন, বিগত শাসন আমলে প্রশাসনকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। আমরা এই প্রশাসন শব্দটি বাদ দিয়ে অন্য কিছু বলা যায় কি না সেটিও চিন্তা করছি।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মূয়ীদ চৌধুরী বলেন, জনপ্রশাসন সংস্কারের বিষয়টি অনেক কঠিন ও ব্যাপক বিষয়। আমরা এখনো চিন্তা করছি কিভাবে এটি করব। বসে বসে হয়তো অ্যাকাডেমিক কিছু করে দেয়া যাবে তবে তা বাস্তবসম্মত হবে না। এজন্য আমরা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে এ ব্যাপারে জনগণের মতামত নিচ্ছি। কিছু জিনিস আমরা দেবো যেগুলো আনুষ্ঠানিকভাবে ফরম্যাটের জন্য দরকার। কিভাবে হতে পারে সরকার।
তিনি বলেন, যদিও নির্বাচনের জন্য একটা আলাদা কমিশন আছে, তবু আমাদের চিন্তাটা হলো- একই দিনে ইউনিয়ন পরিষদ আর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে বুথ দখল আর সহজ হবে না। কারণ ইউনিয়ন পরিষদে মেম্বার ওয়ার্ডভিত্তিক পাহারা দিবে। তাহলে সেন্ট্রালি আর কেউ বুথ দখল করতে পারবে না। এটি আমরা সুপারিশ করব বলে চিন্তা করছি। তিনি বলেন, ইউনিয়ন পরিষদে এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় তাতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটাই বেশি থাকে। আর এটিকে যদি আমরা মাল্টিপল ওয়ার্ডে করে দিই যে মেম্বাররা চেয়ারম্যানদের নির্বাচিত করবে। তাহলে ওখান থেকেই গণতন্ত্রটা শুরু হবে। তাহলে কেউ পুরো জিনিসটা দখল করে বসে থাকবে না। যদিও এটি তার ব্যক্তিগত চিন্তা তবে তিনি এটি নিয়ে তার সহকর্মীদের সাথেও কথা বলেছেন বলে জানান।
‘ডিসি সাহেবের সাথে সাধারণ মানুষ দেখা করতে পারে না। এ জন্য ভাবছি সপ্তাহে একদিন ডিসি অন্য কোনো কাজ করবেন না। পাবলিক প্লেসে এভেইলেভেল থাকবেন। যেকোনো মানুষ এসে খোলামেলাভাবে তার সাথে দেখা করতে পারবেন। ডিসি সাহেব যদি কনফারেন্স রুমে থাকেন, ওই দিন অন্য ডিপার্টমেন্টের অফিসাররাও থাকবেন, এসপি সাহেব থাকবেন, তাহলে মানুষ এসে যেকোনো বিষয় সরাসরি ফয়সালা করতে পারবে। এটি একটি ভালো কাজ হতে পারে। মূয়ীদ চৌধুরী বলেন।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোখলেসুর রহমান বলেন, বিগত আমলে নানাভাবে প্রশাসনকে জনবিচ্ছিন্ন করা হয়েছে। এখন কিন্তু অফিসে আর লাল ফিতা নাই। আমাদের এই নতুন প্রজন্ম যারা রক্তের বিনিময়ে আমাদের এই পরিবর্তন এনে দিলো তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা দিতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক, বাকীগঞ্জ মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, সনাক ও মহিলা পরিষদের প্রতিনিধি শিপ্রা রায়, ব্যবসায়ী নেতা আওলাদ হোসেন বাবর, সাংবাদিক মফিজ ইমাম মিলন, হারুন আনসারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামিয়া আক্তার, সোহেল শেখ, নিরব ইমতিয়াজ শান্ত, আনিসুর রহমান সজল, ফজলুল হাদি সাব্বির প্রমুখ তাদের মতামত ব্যক্ত করেন।
আজ সকালে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যগণ জেলার বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে সভায় মিলিত হবেন বলে জানান।

 


আরো সংবাদ



premium cement