২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
কুমিল্লায় প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান

বিএনপি জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠা করতে চায়

-


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি দেশে একটি জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠা করতে চায়। রাষ্ট্র সংস্কারের বিষয়টি আমরা আরো দুই বছর আগেই প্রস্তাব করেছি। আমরা জানি একটা সময় স্বৈরাচারের পতন হবেই। সেই উপলব্ধি থেকেই ভঙ্গুর ব্যবস্থাকে সংস্কার করার জন্য আমরা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সংস্কার করা হবে। তৃণমূলের মানুষের কাছে বিএনপির ৩১ দফার বিষয়গুলো তুলে ধরে মানুষের মন জয় করতে হবে।

গতকাল কুমিল্লা নগরীর ফানটাউন পার্ক মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়েই ষড়ন্ত্রকারীদের হাতে জীবন দিয়ে শহীদ হয়েছেন। আমার ভাই ষড়যন্ত্রকারীদের অত্যাচারে শহীদ হয়েছেন। আমার মা বেগম খালেদা জিয়া দেশের মানুষের পক্ষে থাকার কারণে কিভাবে নির্যাতিত হয়েছে আপনারা দেখেছেন। বাংলাদেশের বহু বিএনপি নেতাকর্মীর পরিবারের কাহিনী আমার পরিবারের মতোই। আমরা দেখেছি গত ১৫ বছরে পলাতক স্বৈরাচার সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে কিভাবে ধ্বংস করেছে। কিভাবে দেশকে দুর্নীতিতে ডুবিয়ে দেয়া হয়েছে। অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। দুর্নীতি থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে প্রাইমারি স্কুল থেকেই শিক্ষার্থীদেরকে সচেতন করে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে। জেলজুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। রাজনৈতিক দল হিসেবে আমাদের দলের নেতাকর্মীরাই বেশি গুম-খুন এবং অত্যাচারের শিকার হয়েছে। ৬০ লক্ষাধিক নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছে। এ দলটার কাছেই মানুষ বেশি প্রত্যাশা করে। আমাদের উচিত মানুষের প্রত্যাশা পূরণের জন্য নিজেদেরকে প্রস্তুত করা। দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। তাদেরকে খেলাধুলায় উৎসাহিত করতে হবে। আমাদের নাগরিকরা সারা বিশ্বে যেন দক্ষ মানব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রশ্ন করেন। এ সময় তিনি এবং কর্মশালার প্রশিক্ষকরা তাদের প্রশ্নের উত্তর দেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করা মোটেও ঠিক হবে না। একটি পক্ষ চাচ্ছে নানা কৌশলে নির্বাচনকে বিলম্ব করতে। কিন্তু তা দেশ ও জাতির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। রাষ্ট্র মেরামত এবং সংস্কারের কাজ নির্বাচিত সরকারের অধীনেই যথাযথভাবে করা সম্ভব হবে।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
কর্মশালায় আলোচক ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা: মওদুদ আলমগীর পাভেল, তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াছিন, নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, সদস্যসচিব এএফএম তারেক মুন্সি প্রমুখ। কুমিল্লা বিভাগীয় এ কর্মশালায় অংশ নেন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা বিএনপি, মহানগর ও পৌরসভার শীর্ষ নেতৃবৃন্দ।

 


আরো সংবাদ



premium cement