সিদ্ধিরগঞ্জে হাসিনাসহ ৬১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
- নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
- ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু হয় বলে জানায় পুলিশ। আদালতের নির্দেশে এ মামলা দায়ের করার কথা জানায় পুলিশ।
নারাণয়গঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ৮ এর নির্দেশে মামলাটি দায়ের করা হয়। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো: মুরসালিন আলম (২২) এর বাবা মো: শাহ আলম বাদি হয়ে আদালতে মামলা করার জন্য আবেদন করেন।
আহত মুরসালিন আলম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়ার বরাব দীঘি বরার এলাকার বাসিন্দা।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)।
মামলার সূত্রে জানা যায়, শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল (৬০), আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (৬০), জাহাঙ্গীর কবির নানক (৬০), মাহবুবুউল আলম হানিফ (৬০), শামীম ওসমান (৫৫), নজরুল ইসলাম বাবু (৫২), সেলিম ওসমান (৬০), শাহ নিজাম (৫২), আজমেরী ওসমান (৫০), অয়ন ওসমান (৪০), সাবেক গোয়েন্দা প্রধান হারুনসহ (৫০) ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরো দেড় শতাধিক থেকে দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার সূত্রে আরো জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার সাথে সড়কে অবস্থান করছিল মুরসালিন আলম। এ সময় মামলায় উল্লিখিত সন্ত্রাসীদের গুলি মুরসালিনের কোমরে এবং দুই পায়ে বিদ্ধ হয়ে রক্তাক্ত জখম হয়। একটি গুলি মাংসপেশির এক পাশে লেগে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় বলে বিবরণে উল্লেখ করা হয়। এ সময় আরো দশ থেকে পনেরো জন গুলিবিদ্ধ হয় বলে বর্ণনাতে উল্লেখ করা হয়। পরে আহত মুরসালিনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মুরসালিন এখনো সিএমএইচে চিকিৎসাধীন আছে বলে মামলাতে উল্লেখ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা