১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

য্ক্তুরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদেও সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড

বিশ্বে অষ্টম অবস্থানে
-

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। এক বছরের ব্যবধানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ১৭ হাজার বাংলাদেশী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করছে। সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিদেশী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশীদের অবস্থান এখন অষ্টম।
ওপেন ডোর রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ-২০২৪ এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, গত এক দশকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল চার হাজার ৮০২। আর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৯ জনে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক ব্যুরো এবং আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক ইনস্টিটিউট যৌথভাবে ওপেন ডোর রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ-২০২৪ প্রকাশ করেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বিদেশী শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজার ৬৯০ জনে, যা আগে বছরের তুলনায় সাত শতাংশ বেশি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের মতে, ২০২৩ সালে বিদেশী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ৫০ বিলিয়ন ডলার এবং তিন লাখ ৬৮ হাজার কর্মসংস্থানের অবদান রেখেছে। আন্তর্জাতিক শিক্ষা ও শিক্ষার্থী বিনিময়, উদ্ভাবনী শক্তির ভূমিকা, অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী করা, কূটনৈতিক দক্ষতা বাড়ানো এবং জাতীয় নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার সুযোগ সম্পর্কে জানাতে মার্কিন দূতাবাস আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ-২০২৪ আয়োজন করেছে। এতে বিভিন্ন ধরনের শিক্ষা কর্মসূচি, ফান্ডিং ও স্কলারশিপের সুযোগ, যুক্তরাষ্ট্র সরকারের পৃষ্ঠপোষকতায় অ্যাকাডেমিক প্রফেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেয়া হয়। এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে https://www.facebook.com/EdUSABangladesh এ ভিসিট করার অনুরোধ জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত অস্ট্রিয়ার কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী জলবায়ু ক্ষতিপূরণের অর্থের নিশ্চয়তা পাওয়া যায়নি প্লানটেশন সেক্টরে একাধিক শর্তে কর্মী নেবে মালয়েশিয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ য্ক্তুরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদেও সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড উচ্চ রাজনৈতিক ঝুঁকি ও নিম্ন প্রবৃদ্ধি বিবেচনায় ঋণ মান কমিয়েছে মুডিস আ’লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য : ডা: শফিক বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে হবে : তারেক রহমান

সকল