০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে : মির্জা ফখরুল

লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল : নয়া দিগন্ত -


বিতর্কিত কোনো ব্যক্তিকে উপদেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উপদেষ্টা পরিষদে বিতর্কিতকে সংযুক্ত করলে বিতর্ক আরো বাড়বে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, তাদের সময় দিতে হবে যাতে তারা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যেন সংস্কারের বিষয়গুলো শেষ করতে পারে সে ব্যাপারে সময় দিয়ে সহনশীলতা দেখাতে হবে।
গতকাল বেলা ৩টায় লালমনিরহাটের বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।
বেলা পৌনে ৩টায় মাঠে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্ণিল আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রম ভালোভাবে শুরু করেছেন। পুলিশ বাহিনীকে কার্যকরের মাধ্যমে সংস্কার কার্যক্রম আরো গতিশীল করতে হবে।

মির্জা ফখরুল বলেন, ‘বিতর্কিত কোনো ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করা হলে বিতর্ক বাড়বে। উপদেষ্টা নিয়োগের আগে ছাত্র-জনতা ও অভ্যুত্থানের অংশী দলের সাথে আলাপ করে নিয়োগ দিতে হবে। এমন কাউকে দায়িত্ব দেয়া যাবে না। যার কারণে সরকার বিতর্কিত হবে। কারণ এ সরকারের প্রধান দায়িত্বে আছেন বিশ্ববরেণ্য একজন মানুষ। আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্র পুনর্গঠনে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আজ যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন জাতি হাতছাড়া না করে। এই সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমি এই বিষয়টির ওপর জোর দিতে চাই।’
মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পরাজিত করতে গিয়ে বিএনপির ৭০০ নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মীর জীবন দিয়েছে, ৬০ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। ১৫ বছরের ফ্যাসিবাদী জঞ্জালে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশ। তিন মাসে তা সরানো যাবে না। সংস্কার কমিশনকে সময় দিতে হবে, দেখাতে হবে সহনশীলতা। ছয়টি সংস্কার কমিশন হয়েছে। সেইসব সংস্কার দ্রুততম সময়ের মধ্যে করে নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’
তিনি বলেন, ‘আমি আবার বলতে চাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে ময়লা-আবর্জনা সরিয়ে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করুন। আপনাদের সেই দায়িত্ব দেয়া হয়েছে এবং আমরা আপনাদের সহযোগিতা করছি। এখন আপনারা আমাদের সহযোগিতা করা উচিত। আমরা ক্ষমতায় ফেরার জন্য উদগ্রীব হয়ে আছি বলে দাবি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।’

তিনি বলেন, ‘বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকারকে বাজার নিয়ন্ত্রণে কাজ করতে হবে। তবে নির্বাচিত সরকার এলে বিদ্যামান সব সমস্যা সমাধান হয়ে যাবে। এ জন্য দরকার নির্বাচন ও সংস্কার।’
ফখরুল ইসলাম বলেন, আল্লাহর রহমতে ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদকে পরাজিত করা হয়, ফ্যাসিস্টদের পরাজিত করা হয়। তিনি বলেন, আজকে আমরা শপথ নিয়েছি, আমরা জনগণকে সাথে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেবো। এর জন্য প্রয়োজনে শক্তিশালী আন্দোলন গড়ে তুলব।’
মির্জা ফখরুল বলেন, আমরা বারবার নির্বাচন নিয়ে কথা বলছি। কারণ, আমরা বিশ্বাস করি জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার উদ্যোগ সফল হতে পারে না। এ ধরনের অংশগ্রহণ কেবল নির্বাচিত সংসদের মাধ্যমেই সম্ভব।’
লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত টুর্নামেন্টে রংপুর বিভাগের আর্ট জেলার বিএনপি নেতাকর্মীরা অংশ নিবে। উদ্বোধনী দিনে স্বাগতিক লালমনিরহাটের সাথে অংশ নেয় নীলফামারী জেলা বিএনপি দল। বহু দিন পর মুক্ত পরিবেশে খেলা দেখতে পেরে উচ্ছ্বসিত ছিল দর্শকরা।

 


আরো সংবাদ



premium cement
রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক

সকল