দ্রুত নির্বাচন দিন কালক্ষেপণ জনগণ মেনে নেবে না : ডা: তাহের
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- ১০ নভেম্বর ২০২৪, ০৩:১৬
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন কমিশনসহ সব সেক্টর দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবেন না। এই কালক্ষেপণ জনগণ মেনে নেবে না। একই সাথে চাঁদাবাজ, স্বৈরাচার, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আগামীতে ভোট না দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল লক্ষ্মীপুর পৌর শহরের দারুল আমান একাডেমির হলরুমে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
এ ছাড়া গতকাল বিকেলে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
দেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে উল্লেখ করে ডা: সৈয়দ আবদুল্লাহ বলেন, ‘গত ১৫ বছর ধরে অনেক নির্যাতন, হামলা-মামলা, গুম-খুন ও নিপীড়নের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্রের কাছে দেশের গণতন্ত্র ব্যাহত হতে দেয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে।’
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, চন্দ্রগঞ্জ থানা আমির মোস্তফা মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, জেলা ছাত্রশিবিরের সভাপতি মনির হোসেন, শহর সভাপতি আরমান হোসেন পাটওয়ারী, সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।
দারিদ্র্যমুক্ত বাংলাদেশ কোনো সরকার উপহার দিতে পারেনি : অধ্যক্ষ ইজ্জতউল্লাহ
তালা (সাতক্ষীরা) সংবাদাতা জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ আসনের জামায়াতের নমিনি অধ্যক্ষ মো: ইজ্জতউল্লাহ বলেছেন, চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগ দেশ চালিয়েছে, বিএনপি দেশ চালিয়েছে, জাতীয় পার্টি দেশ পরিচালনা করেছে। কিন্তু একটি দুর্নীতিমুক্ত, একটি সন্ত্রাসমুক্ত, একটি মাদকমুক্ত, একটি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ কোনো সরকার উপহার দিতে পারেনি। গত শুক্রবার তালা উপজেলার কানাইদিয়া রথখোলা, মহান্দী বাজারে পথসভা ও সবশেষে যুব জামায়াতের আয়োজনে খেজুরবুনিয়া বাজারে যুব সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রধান অতিথি আরো বলেন, জামায়াতে ইসলামী নৈতিক প্রশিক্ষণের মাধ্যমে ভালো মানুষ তৈরি করতে চাই। তিনি বলেন, নেতৃত্ব যে পথে চলে সমাজও সে পথে চলে। জামায়াতে ইসলামী যে নেতৃত্ব তৈরি করছে এই নেতৃত্ব দ্বারা বাংলাদেশকে একটি সোনার দেশে পরিণত করা সম্ভব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক তালা উপজেলা আমির জেলা প্রশিক্ষন সম্পাদক ডাঃ মাহমুদুল হক, সাবেক উপজেলা আমির ডা: আফতাব উদ্দীন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আমিনুর রহমান, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা যুব জামায়াতের সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টু, খলিলুর রহমান, আব্দুল্লাহ মনাসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
আওয়ামী স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত : শাহজাহান চৌধুরী
চট্টগ্রাম ব্যুরো জানায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, আমাদের ঈমানের ওপর অবিচল থাকতে হবে, পরিপূর্ণ মুমিন হতে হবে। অর্থের দাস না হয়ে আমরা আল্লাহর দাস হবো। তিনি আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, পতিত আওয়ামী স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত শুক্রবার চট্টগ্রামস্থ একটি কনভেনশন হলে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ব্যবসায়ী থানা চট্টগ্রাম বিজনেস ফোরামের (সিবিএফ) কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিবিএফ সভাপতি জালাল উদ্দিন আকবরের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার ও ফয়সাল মুহাম্মদ ইউনুস।
স্বাধীনতার ৫৪ বছরেও জন আকাক্সক্ষার বাস্তবায়ন নেই
রাজবাড়ী প্রতিনিধি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা কর্তৃক আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, স্বাধীনতার এত বছর পরেও জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির পর্যালোচনা চলছে একটি স্বাধীন দেশ হিসেবে ৫৪ বছর পার হলেও সব ক্ষেত্রে জন আকাক্সক্ষার বাস্তবায়ন নেই।
রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাডভোকেট নূরুল ইসলামের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মো: আলীমুজ্জামানের সঞ্চালনায় স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে গতকাল সকালে ‘রুকন সম্মেলন’ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম বরাটি ও প্রফেসর (অব:) আবদুত তাওয়াব।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মো: হাসমত আলী হাওলাদার জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো: হেলাল উদ্দিন ও মাওলানা আবদুল হাই জোয়ারদার।
প্রধান অতিথিত তার বক্তব্যে আরো বলেন, কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও অনেক মৌলিক বিষয় আজো উপেক্ষিত রয়ে গেছে। যে তিনটি মূলনীতির ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। সংবিধানে সব ক্ষেত্রে সমতার কথা বলা হলেও আমরা তা আজো পাইনি।
আ’লীগ আলেমদের কণ্ঠ রোধ করেছিল : আবদুল হালিম
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মু: আবদুল হালিম বলেছেন, আ’লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আলেম-ওলামা ইসলামের কথা বলতে পারেননি। খুতবায় ইকামতে দ্বীনের কথা বলায় অনেক আলেমকে গোয়েন্দা সংস্থা, প্রশাসনহ আ’লীগ নেতাকর্মীরা বাধা দিয়েছিল। দীর্ঘ ১৮ বছর পর ছাত্র-জনতার গণ-আন্দোলনে সরকার পতনের পর নতুন বাংলাদেশে আলেম-ওলামা মন খুলে কথা বলতে পারছেন। তিনি শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যাপক মফিজুর রহমান, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এ কে এম শামছুদ্দিন, কাছারিপাড়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবদুল কাইউম, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা রাশীদুল হাসান জাহাঙ্গীর, ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্বের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রনি, আল বিরুনী চাইল্ড একাডেমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন সালেহী। দোয়া পরিচালনা করেন আড়াইবাড়ি দরবার শরীফের পীর মাওলানা গোলাম পরোয়ার সাঈদী।
ইসলামী আন্দোলনের কর্মীদেরকে প্রস্তুত হতে হবে : ড. মুহাম্মদ রেজাউল করিম
ইসলামী আন্দোলনের পথ ফুল বিছানো নয়; বরং কণ্টকপূর্ণ; তাই সব বাধা-প্রতিবন্ধকতা-প্রতিকূলতা এবং জুলুম-নির্যাতন উপেক্ষা করেই দ্বীনকে বিজয়ী করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি আজ লক্ষ্মীপুরে ১৯ নম্বর তেওয়ারিগঞ্জ ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আমির আবুল কালাম আজাদ মাকছুদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আমির মাস্টার রুহুল আমীন ভূঁইয়া। উপস্থিত ছিলেন- জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, কুশাখালী উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আহমদুল্লাহ নাসিম, জেলা জামায়াতে অধ্যাপক আব্দুর রহমান ও লক্ষ্মীপুর শহর আমির অ্যাডভোটেক আবুল ফারাহ নিশান প্রমুখ।
বরিশাল জেলা জামায়াত আমিরের শপথ
বরিশাল ব্যুরো জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির হিসেবে ২০২৫-২০২৬ সেশনের জন্য অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারকে শপথ বাক্য পাঠ করানো হয়। শনিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা ও অঞ্চল টিম সদস্য মাওলানা ফখর উদ্দিন খান রাযী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা