০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

প্রধান উপদেষ্টাকে সংস্কার কমিশনের অগ্রগতি জানালেন প্রধানরা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সাক্ষাৎ করেন : পিআইডি -

- নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন পেশ হবে
- অনুপস্থিত ভোটারদের জন্য হবে পোস্টাল ব্যালট
- বলপ্রয়োগ পদ্ধতি পরিবর্তনের প্রস্তাব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত সংস্কার কমিশনের প্রধানরা। বৈঠকে সংস্কার কমিশনের প্রধানরা কমিশনগুলোর কাজের অগ্রগতি জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে।
বৈঠকে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ অংশগ্রহণ করেন।

গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। বৈঠকে উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন : প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত বৈঠকে জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন কমিশনের প্রধান আব্দুল মুয়িদ চৌধুরী। তিনি জানিয়েছেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ পুরোদমে শুরু হয়েছে। ইতোমধ্যে ওয়েবসাইটের মাধ্যমে সবার মতামত সংগ্রহ শুরু হয়েছে। কমিশনের সদস্যরা জেলা ও উপজেলা পর্যায়ে সফর করে জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন। বৈঠকে জানানো হয়, জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডার প্রতিনিধিদের সাথে মতবিনিময় শুরু হয়েছে এবং এটি চলমান রয়েছে বলে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান। জনপ্রশাসন সংস্কার কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন পেশ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

মব নিয়ন্ত্রণে বলপ্রয়োগ পদ্ধতি পরিবর্তনের প্রস্তাব নিয়ে কাজ চলছে : প্রধানদের সাথে বৈঠকে পুলিশ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন কমিশন প্রধান সফর রাজ হোসেন। বৈঠকে তিনি জানান, পুলিশ সংস্কার কমিশন ইতোমধ্যে ১০টি সভা করেছে। পাশাপাশি অংশীদারদের সাথে আরো চারটি বৈঠক করেছে। তিনি জানান, জনসাধারণের মতামত চেয়ে একটি প্রশ্নমালা প্রস্তুত করা হয়েছে; যা ইতোমধ্যে ওয়েবসাইটে দেয়া হয়েছে। কিছু আইন ও বিধি সংশোধনের প্রস্তাব এসেছে যেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এ ছাড়া কয়েকটি প্রক্রিয়া সহজ করে তোলার জন্য যথাযথ প্রস্তাব করা হচ্ছে। প্রধান উপদেষ্টাকে জানানো হয়, মব নিয়ন্ত্রণে বলপ্রয়োগ পদ্ধতি পরিবর্তন করার প্রস্তাব নিয়ে কাজ চলছে। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর কিছু ধারা পরীক্ষা করা হচ্ছে এবং তা পরিবর্তন করা হবে কি না সেটিও যাচাই করে দেখা হচ্ছে।
অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট নিয়ে কাজ চলছে : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার।
বৈঠকে জানানো হয়- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে; অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট নিয়ে কাজ চলছে; জাতীয় পরিচয়পত্রের সাথে ভোটার তালিকার সমন্বয় করা হচ্ছে; নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিতে জোর দিচ্ছে নির্বাচন সংস্কার কমিশন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে; ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অংশীদারদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং পরামর্শ গ্রহণ করা হচ্ছে।

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
কূটনৈতিক প্রতিবেদক জানান, বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১১ নভেম্বর চার দিনের সফরে আজারবাইজানের রাজধানী বাকু যাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর পক্ষে কথা বলবে। ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আজারবাইজানের বাকুতে কপ-২৯ অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজান সফর করবেন প্রধান উপদেষ্টা। এখন সফরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
অন্তর্বর্তী সরকার গঠনের পর গত সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা নিউইয়র্কে জাতিসঙ্ঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেন। নিউইয়র্কের পর বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে দ্বিতীয় বিদেশ সফরে তিনি আজারবাইজান যাচ্ছেন।
বাকুতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটি তুলে ধরা হবে। সাম্প্রতিক সময়ে নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় আকশ্মিক বন্যায় ক্ষয়ক্ষতির ওপর আলোকপাত করা হতে পারে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতিজনিত তহবিল ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’, প্যারিস চুক্তির তহবিল এবং জলবায়ু উদ্বাস্তুদের কথা তুলে ধরে উন্নত দেশগুলোর কাছে থেকে সবুজ প্রযুক্তিতে সহায়তা চাইতে পারে বাংলাদেশ।
জলবায়ু সম্মেলনে যোগ দেয়ার পাশাপাথশি বাকুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করতে পারেন।


আরো সংবাদ



premium cement