২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আরাকান আর্মির ‘অন্তর্ভুক্তিমূলক প্রশাসন’ রোহিঙ্গাদের বিভক্ত করছে

ডিপ্লোম্যাটের প্রতিবেদন
-


আরাকান আর্মি (এএ) এবং এর রাজনৈতিক শাখা, ইউনাইটেড লিগ অব আরাকান (ইউএলএ), পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সামরিক শাসনের কাছ থেকে দখলকৃত এলাকায় একটি ‘অন্তর্ভুক্ত প্রশাসন’ গড়ে তোলার উচ্চাভিলাষী কাজ শুরু করেছে। মার্কিন মিডিয়া ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরাকান আর্মির এ ধরনের পরিকল্পনা বিশ্বের সবচেয়ে নির্যাতিত সম্প্রদায় হিসেবে বিবেচিত রোহিঙ্গা মুসলমানদের ভবিষ্যৎ সম্পর্কে জল্পনা ও ভিন্ন মতের জন্ম দিয়েছে।
প্রতিটি জনপদের পরিস্থিতির ওপর নির্ভর করে নতুন বৈশিষ্ট্যসহ নেইপিডোর কাঠামো একত্রিত করে একটি প্রশাসনিক কার্যক্রম তৈরি করা। ডিপ্লোম্যাটের প্রতিনিধি গ্রাম প্রশাসনিক কমিটি, স্বাস্থ্যকেন্দ্র, পুলিশ এবং কৃষি বিভাগ, মানবিক ও উন্নয়ন সমন্বয় অফিস এবং কর ও শুল্ক অফিসের মতো অনেক বিভাগকে পালেতোয়া, কিউকতাও, পোন্নাগিউন, মিনবিয়া ও রাথেডাউংজুড়ে কাজ করতে দেখেছেন। কাঠামোটি একটি পিরামিডের মতো সংগঠিত, আঞ্চলিক সামরিক কমান্ডের ওপর বিশাল কর্তৃত্ব ন্যস্ত করে।
ইউএলএ বিশ্বাস করে যে আরাকানে শান্তি ও স্থিতিশীলতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যাবশ্যক, একটি অঞ্চল যেটি ১৯৪২ সাল থেকে সংখ্যাগরিষ্ঠ রাখাইন বৌদ্ধ ও রোহিঙ্গাদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার দ্বারা বারবার কেঁপে উঠেছে। রোহিঙ্গাদের প্রতি বৈষম্য ও নিপীড়নের কারণে, যারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়েছে এবং তাদের চলাফেরার স্বাধীনতায় কঠোর নিষেধাজ্ঞার শিকার হয়েছে।

রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য এবং ইউএলএ কর্মকর্তাদের অনুমান অনুসারে, দক্ষিণ চিন রাজ্য এবং রাখাইন রাজ্যে বর্তমান রোহিঙ্গা জনসংখ্যা প্রায় ০.৯-১.১ মিলিয়ন, যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা বাংলাদেশের সীমান্তবর্তী মংডু জেলায় কেন্দ্রীভূত যেখানে সম্প্রদায়টি সংখ্যাগরিষ্ঠ, এবং অন্তত দক্ষিণ চিন রাজ্যের পালেতোয়ায়, সেখানে মাত্র ৮১ জন লোক বাস করে।
বিভিন্ন জনপদে রোহিঙ্গা বাসিন্দাদের একটি অংশ মনে করছে সংখ্যাগরিষ্ঠ রাখাইন বৌদ্ধ বা সামরিক শাসনের সাথে তাদের সঙ্ঘাতের ব্যাপারে তাদের সর্বসম্মত দৃষ্টিভঙ্গি নেই। রোহিঙ্গাদের বিস্তৃতভাবে তিনটি গ্রুপে ভাগ করা যেতে পারে; যারা এর নীতিগুলোকে স্বাগত জানায়, যারা এটি করতে বাধ্য বোধ করে এবং যারা শত্রু হতে পারে।

উত্তর আরাকানে রোহিঙ্গারা ইউএলএ নীতিকে স্বাগত জানায়। দক্ষিণ চিন রাজ্যের পালেতোয়া ও কিউকতাও, পোন্নাগিউন এবং মিনবিয়ার কেন্দ্রীয় রাখাইন শহরগুলোতে রোহিঙ্গারা ‘অন্তর্ভুক্ত প্রশাসনের’ জন্য পরিকল্পনাকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছে। তারা গ্রামে ও শহরে ইউএলএ গঠিত বিভিন্ন কমিটিতে নিযুক্ত হচ্ছেন, এবং কয়েকজনকে পুলিশ কর্মী ও স্বাস্থ্যকর্মী হিসেবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আইডিপিদের পুনর্বাসনের দায়িত্বে থাকা কৃষি বিভাগ এবং এইচডিসিওতে রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করার প্রস্তুতিও চলছে।
মিনবিয়া হলো একটি জনপদ যেখানে ১৫টি গ্রামে ৩৬ হাজার ২৩৫ জন রোহিঙ্গা বাস করে। টাউনশিপে পৌঁছে সদ্য প্রতিষ্ঠিত ইসলাম কাউন্সিলের দুই রোহিঙ্গা সদস্যের সাথে ডিপ্লোম্যাট প্রতিনিধি কথা বলে জানতে পারেন যে তারা কৃষি বিভাগ এবং পুলিশের সম্প্রসারণ এবং ৬০-বিজোড় আইডিপিদের পুনর্বাসনের জন্য সব সম্প্রদায়ের সদস্যদের সাথে ইউএলএ সংগঠিত সভায় যোগদান করেছিলেন।
ইসলাম কাউন্সিলের চেয়ারম্যান হাজি সিন মিন আরাকানের রোহিঙ্গাদের বিষয়ে বলেন, ‘আমাদের মধ্যে পার্থক্য ও মিল রয়েছে, মিনবিয়ার রোহিঙ্গা এবং বুথিডাং ও মংডুর রোহিঙ্গাদের মধ্যে, রাখাইন বৌদ্ধ ও অন্যান্য জাতিগত সম্প্রদায়ের সাথে মিনবিয়া রোহিঙ্গাদের সম্পর্ক সবসময়ই সৌহার্দ্যপূর্ণ।’ আরাকান আর্মির মিনবিয়া শহর মুক্ত করার পর, ‘রোহিঙ্গাদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। হাজি সিন মিন বলেছেন, ইউএলএ গঠিত কমিটিতে রোহিঙ্গা সম্প্রদায়ের দুই শতাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইউএলএ কর্মকর্তাদের মতে, মিয়ানমারের আরাকান অঞ্চলের মোট রোহিঙ্গা জনসংখ্যার প্রায় দু-তৃতীয়াংশ রাথেডাং, বুথিডাং ও মংডু শহরে ছড়িয়ে আছে। এ অঞ্চলটি ২০১৭ সালে সামরিক বাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর ক্ষতির সম্মুখীন হয়েছিল, সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাসিন্দাকে বাংলাদেশে স্থানান্তর করতে বাধ্য করেছিল।

রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতাসহ সব সম্প্রদায় সমান অধিকার ভোগ করবে, ইউএলএ ঘোষণা করেছে। রোহিঙ্গা নেতা আতাউল্লাহ বলেন, এ ধরনের ঘোষণায় আমাদের আশাবাদী হওয়াই স্বাভাবিক। একই সময়ে আমাদের মধ্যে অনেকেই ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত।
আতাউল্লাহর মতামতের প্রতিধ্বনি করেন বুথিডাংয়ের একটি আইডিপি ক্যাম্পে রোহিঙ্গা সম্প্রদায়ের একজন বয়স্ক ব্যক্তি, খলিলুদ্দিন, যিনি সামরিক বাহিনী ছাড়াই আরাকানে তার সম্প্রদায়ের জন্য একটি ভালো ভবিষ্যতের আশাবাদী ছিলেন। যাহোক, তিনি ইউএলএর নীতির বিরোধিতা করার পরিণতি সম্পর্কেও উদ্বিগ্ন ছিলেন।
তিনি বলেন, ইউএলএকে সহযোগিতা না করা আমাদের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। আমাদের তাৎক্ষণিক উদ্দেশ্য হলো আমাদের বাড়িতে ফিরে যাওয়া, যা ইউএলএ বা আরাকান আর্মির সহায়তা এবং অনুমোদন ছাড়া সম্ভব হবে না।
তবে আরাকান আর্মির এক কর্মকর্তা বলেন, যাদের তিনি ‘প্রতিকূল রোহিঙ্গা’ বলে অভিহিত করেছেন, তারা মুক্ত এলাকায় রয়েছে। তিনি মনে করেন বুথিডাং ও মংডুতে তারা আরসা সমর্থকদের কাছ থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। আর্থিক সংস্থানের অভাব ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পুনর্মিলন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং একটি নির্দিষ্ট এলাকায় বিদ্যমান সম্পর্ক অনুসারে পরিবর্তিত হবে, যার মানে বুথিডাং ও মংডু শহরে এ প্রক্রিয়াটি আরো কঠিন হতে পারে। সুতরাং একটি ‘অন্তর্ভুক্ত প্রশাসন’-এর জন্য ইউএলএ-এর পরিকল্পনার ফলাফল অস্পষ্ট রয়ে গেছে, তবে এটি অবশ্যই মিয়ানমারের আরাকানের সব সম্প্রদায়ের বাসিন্দাদের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে।


আরো সংবাদ



premium cement
ঢাকায় আসতে পারে ইলন মাস্ক! ঢাকা-চট্টগ্রাম জ্বালানি তেল পাইপলাইন জানুয়ারিতে চালু হবে পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেশের বাজারে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান টিআইবির সংস্কৃতি ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা জাগিয়ে তোলার বৈপ্লবিক উপাদান : রাহাত ফতেহ আলী খান অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন পি কে হালদার ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজি মইনুলকে বিমানবন্দর থেকে ফেরত সোনারগাঁওয়ে মারিখালি নদ যেন বর্জ্যরে ভাগাড়

সকল