০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

ইসরাইলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

-

ইসরাইলে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। রকেট নিক্ষেপের মাধ্যমে চালানো পৃথক এ হামলায় সাতজন নিহত হয়েছেন। ইসরাইলের উত্তরাঞ্চলে এ হামলাও প্রাণহানির ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটিই ইসরাইলে হিজবুল্লাহর সবচেয়ে মারাত্মক হামলা।
গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বলা হয়েছে, লেবাননের সীমান্তবর্তী ইসরাইলের শহর মেটুলার কাছে রকেটের আঘাতে একজন ইসরাইলি কৃষক এবং চারজন বিদেশী কৃষি শ্রমিক নিহত হয়েছেন বলে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন। পরে উপকূলীয় শহর হাইফার উপকণ্ঠে কিবুতজ আফেকের কাছে একটি জলপাই বাগানে পৃথক হামলায় এক ইসরাইলি নারী এবং তার প্রাপ্তবয়স্ক ছেলে নিহত হন।
হিজবুল্লাহ বলেছে, তারা হাইফার উত্তরে ক্রায়োট এলাকার দিকে এবং লেবাননের শহর খিয়ামের দক্ষিণে সীমান্তের ওপারে অবস্থিত মেটুলাতে ইসরাইলি বাহিনীর দিকে রকেট নিক্ষেপ করেছে। হামলায় নিহত ইসরাইলি কৃষকের নাম স্থানীয় গণমাধ্যম ওমর ওয়েইনস্টেইন বলে জানিয়েছে। আর সংবাদমাধ্যম হারেৎজের মতে, নিহত চার বিদেশী শ্রমিকের সবাই থাইল্যান্ডের নাগরিক।
এ ছাড়া পঞ্চম বিদেশী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, তাদেরকে হেলিকপ্টারে করে হাইফার রামবাম হেলথ কেয়ার ক্যাম্পাসে স্থানান্তর করা হচ্ছে। হারেৎজ জানিয়েছে, হামলার সময় ওয়েইনস্টেইন এবং বিদেশি শ্রমিকরা সীমান্ত বেড়ার কাছে একটি কৃষিক্ষেত্রে ছিলেন। এ দিকে লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে চালানো রকেট হামলায় পাঁচজন থাই নাগরিক নিহত হয়েছে বলে শুক্রবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
মারিস সাঙ্গিয়ামপঙ্গসা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, বৃহস্পতিবার মেটুলা শহরের কাছে প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে মনক্ষুণœ’ হয়েছেন। তিনি আরো বলেছেন, হামলায় অপর এক থাই নাগরিক আহত হয়েছেন। ইসরাইলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক বসবাস করছেন। কারণ দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির চেয়ে ইসরাইলে মজুরি অনেক বেশি। অন্য দিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার সারা দেশে ইসরাইলের বর্বর হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ লেবাননে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো ও অস্ত্রাগারকে লক্ষ্য করে এ হামলা চলছে। হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরাইলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্রগোষ্ঠীটি।

যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের ইঙ্গিত : ইসরাইলের আক্রমণ ‘বিস্তৃতির’ সমালোচনা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। দেশটিতে তাদের এই আক্রমণ এক মাসেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর একটি যুদ্ধবিরতির প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করার ইঙ্গিত দিচ্ছে। শুক্রবার একটি বিবৃতিতে এ কথা বলেন তিনি। এএফপি এই খবর জানিয়েছে।
মিকাতি বলেছিলেন, লেবানিজ অঞ্চলে ইসরাইলি শত্রুর আগ্রাসনের পরিধির নতুন করে সম্প্রসারণ, সমগ্র শহর ও গ্রামগুলোকে জনসংখ্যা সরিয়ে নেয়ার জন্য বারবার হুমকি এবং ধ্বংসাত্মক অভিযানের মাধ্যমে বৈরুতের দক্ষিণ শহরতলিকে নতুন করে লক্ষ্যবস্তু করাসহ ঘটনাগুলো ইসরাইলি শত্রুদের যুদ্ধবিরতির প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করারই ইঙ্গিত দেয়।’
লেবাননে যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে সফররত মার্কিন কর্মকর্তাদের সাথে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাক্ষাতের এক দিন পরই মিকাতির এই বিবৃতি এসেছে। লেবানিজ প্রধানমন্ত্রী আরো বলেন, ইসরাইলের কূটনৈতিক আচরণ ইঙ্গিত দেয়, তারা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করছে। এক বিবৃতিতে মিকাতি বলেছেন, ‘ইসরাইলের বিবৃতি ও কূটনৈতিক যে সঙ্কেত লেবানন পেয়েছে, তা প্রস্তাবিত সমাধান প্রত্যাখ্যান করার এবং হত্যা ও ধ্বংসের পদ্ধতির ওপর জোর দেয়ার ক্ষেত্রে ইসরাইলের একগুঁয়েমিকেই নিশ্চিত করে।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে এএফপি জানিয়েছে, লেবাননে ২৩ সেপ্টেম্বর থেকে যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে অন্তত এক হাজার ৮২৯ লেবানিজ নিহত হয়েছেন। বুধবার মিকাতি বলেছিলেন, একটি ফোন কলে আলাপের সময় মার্কিন রাক্রদূত আমোস হচস্টেইন ৫ নভেম্বর মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধে যুদ্ধবিরতি সম্ভব বলে ইঙ্গিত দিয়েছিলেন।
একই দিন হিজবুল্লাহর নতুন নেতা বলেছিলেন, গোষ্ঠীটি গ্রহণযোগ্য শর্তে ইসরাইলের সাথে যুদ্ধবিরতিতে যেতে সম্মত হবে। তবে একটি কার্যকর চুক্তি যে এখনো উপস্থাপন করা হয়নি তা-ও উল্লেখ করেছিলেন তিনি। বৃহস্পতিবার আলোচনা চলাকালে ইসরাইলি নেতা নেতানিয়াহু মার্কিন রাষ্ট্রদূত আমোস হচস্টেইন ও ব্রেট ম্যাকগার্ককে বলেছিলেন, লেবাননের যেকোনো চুক্তি অবশ্যই ইসরাইলের দীর্ঘমেয়াদি সুরক্ষার নিশ্চয়তা দেবে।
লেবাননে নিহত ৪৫ : এ দিকে লেবাননেও ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় আরো ৪৫ লেবানিজ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয় স্বাস্থ্যকর্মীও রয়েছেন। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা। ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো ও অস্ত্রাগারকে লক্ষ্য করে এ হামলা চলছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় এখন পর্যন্ত দুই হাজার ৮৬৫ জন নিহত এবং ১৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পের মন্তব্য : যা বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব পশুর নদে গ্যাস ও কয়লাবাহী জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ১ চুয়াডাঙ্গা প্রকাশ্যে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ কর্মী ‘আওয়ামী লীগের আমলে প্রতিবছর ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে’ গাজার জাবালিয়ায় হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা হতাহত ইসরাইলের ৫ এলাকায় হিজবুল্লাহর একযোগে হামলা শেষ মুহূর্তে জনমত সমীক্ষায় ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা! সোনার ছেলে বড় হয়েও যেন সোনার ছেলেই থাকে : সেলিম উদ্দিন সাফজয়ী ক্রিকেটারদের যা বললেন প্রধান উপদেষ্টা রাজস্ব আদায় বাড়ানোর উপায় খুঁজছে বাংলাদেশ কুয়াকাটায় নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জেলেরা

সকল