৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

হাসিনাকে নিয়ে দিল্লির কেন এত গোপনীয়তা

ভারতীয় ৩ বিশ্লেষক যা বললেন
-

ভারতে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রায় তিন মাস হতে চলল। কিন্তু নয়াদিল্লি তাকে আশ্রয় দেয়ার ব্যাপারে ‘কনফার্ম’ ছাড়া আর কিছু বলতে নারাজ। হাসিনাকে কোথায় বা কিভাবে রাখা হয়েছে, তা নিয়ে আজ পর্যন্ত ভারত সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। তার ইমিগ্রেশন ‘স্ট্যাটাস’ বা কিসের ভিত্তিতে তিনি ভারতে আছেন, তা নিয়েও দিল্লি সব প্রশ্ন এড়িয়ে গেছে। বাংলাদেশের অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউন বিষয়টি নিয়ে কথা বলেছে ভারতীয় তিনজন সাবেক কূটনীতিক ও পররাষ্ট্র বিশেষজ্ঞের সাথে। তারা একবাক্যে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন।
বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, শেখ হাসিনাকে নিয়ে এত আঁটোসাঁটো গোপনীয়তা কেন, তার সহজ উত্তর হবে নিরাপত্তা। শেখ হাসিনা ভারতের জন্য এমন একজন বিশেষ অতিথি, যার জীবন ও নিরাপত্তা নিয়ে এতটুকু ঝুঁকি নেয়ার কোনো অবকাশ নেই। ভারত তাকে তার এই বিপদের মুহূর্তে শুধু আশ্রয়ই দেয়নি, সেই সাথে তার সুরক্ষারও দায়িত্ব নিয়েছে- এটাও কিন্তু মনে রাখতে হবে।’
এখন কেউ প্রশ্ন করতে পারেন, ভারতে শেখ হাসিনার জীবনের ঝুঁকি কোথায়? এর উত্তরে বলতে হবে, অনেক দিক থেকেই ঝুঁকি থাকতে পারে। বাংলাদেশে যেসব ‘জিহাদি’ গোষ্ঠীর বিরুদ্ধে অতীতে তার সরকার কড়া ব্যবস্থা নিয়েছে, তাদের সদস্যরা যে পরিস্থিতির সুযোগ নিয়ে শেখ হাসিনার জীবননাশের চেষ্টা চালাবে না, তা কে নিশ্চয়তা দিয়ে বলতে পারে? শেখ হাসিনার অবস্থান যদি সর্বসাধারণের জানা থাকে, তাহলে তার ডেরায় গিয়ে চারটে বোমা ফেলার চেষ্টা যে হবে না, তারই বা নিশ্চয়তা কোথায়?
ভারতে ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ ফরেন পলিসি এক্সপার্ট শুভ্র কমল দত্ত এ বিষয়ে বলেন, ‘দেখুন, কেন ভারত শেখ হাসিনার এ দেশে থাকা নিয়ে কিছু বলতে চাইছে না তার একাধিক কারণ আছে বলে আমি মনে করি।’ প্রথমত, যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তার পেছনে আমেরিকা যে কলকাঠি নেড়েছে তা তো দিনের আলোর মতো স্পষ্ট। যত দিন যাচ্ছে নানা ঘটনায় সেটা আরো পরিষ্কার হয়ে উঠছে। এখন এই আমেরিকা কিন্তু আরো নানা বিষয়ে ভারতের ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র, স্ট্র্যাটেজিক পার্টনার এবং একসাথে তারা কোয়াড জোটেরও সদস্য। আমি নিশ্চিত, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে পর্দার আড়ালে অবশ্যই কথাবার্তা চলছে। ভারতও নিশ্চয়ই তাদের মতো করে সঙ্কট সমাধানের ফর্মুলা খুঁজছে। তার মধ্যে সে দেশে প্রেসিডেন্ট নির্বাচনও আর সপ্তাহ খানেকের মধ্যেই, যাতে ক্ষমতার পালাবদল হওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে।
এই পরিস্থিতিতে শেখ হাসিনার গতিবিধি বা ভারতে তার অবস্থান নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করে দিল্লি পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে চাইবে না, এটাই তো স্বাভাবিক। বরং তারা অপেক্ষা করে দেখবে, আমেরিকার রাজনৈতিক গতিপথ কোন দিকে যায়।
দ্বিতীয় কারণটা অবশ্যই শেখ হাসিনার ব্যক্তিগত সুরক্ষা বা নিরাপত্তা সংক্রান্ত। ভারতের নীতি এক্ষেত্রে খুব পরিষ্কার, যতদিন তিনি এ দেশে থাকছেন কিংবা স্বেচ্ছায় তৃতীয় কোনো দেশে যাচ্ছেন না, ততদিন তাকে সসম্মানে ও সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে অতিথি হিসেবে রাখা হবে। এ কারণেই তাকে ‘জেড প্লাস প্লাস’ বা তারও বেশি ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে খুব গোপন কোনো স্থানে রাখা হয়েছে। এ ধরনের ভিভিআইপিদের মুভমেন্ট নিয়ে কোনো তথ্য কখনোই প্রকাশ করা হয় না, এখানেও ঠিক সেটাই করা হয়েছে। তাই আমার মতে, ভারতের এই সিদ্ধান্ত শতকরা এক শ’ ভাগ যুক্তিসঙ্গত।
এদিকে ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ, নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত ভাস্বতী মুখার্জি বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে ভারত যে প্রকাশ্যে কিছু বলছে না তার প্রধান কারণ হলো পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা।’
কেন আমি এই কথাটা বলছি? কারণ সারা দুনিয়া জানে এই আমেরিকাই পাকিস্তানের ভেতরে ঢুকে ওসামা বিন লাদেনকে খতম করে এসেছে। অথচ তারাই আবার ভারতের দিকে আঙুল তুলে বলতে চাইছে, আমরা নাকি তাদের দেশে থাকা খালিস্তানি নেতাদের হত্যা করতে চাইছি! এই অভিযোগের সারবত্তা হয়তো এতটুকুও নেই। কিন্তু আমেরিকার চোখে নিরাপত্তার মাপকাঠি যে তাদের নিজেদের বেলায় একরকম, আর বিশ্বের অন্যদের বেলায় আরেক রকম তা তো বলার অপেক্ষা রাখে না!
এখন শেখ হাসিনাকে যেহেতু ভারতই আশ্রয় দিয়েছে, তার নিরাপত্তার বিষয়টাও না হয় ভারতকেই সামলাতে দিন! ভারত তো এখন আর ঔপনিবেশিক শাসনে নেই, তাদের নিজস্ব সিদ্ধান্ত নেয়ার পূর্ণ ক্ষমতা আর অধিকার দুটোই আছে।
ফলে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে কতটুকু বলা হবে আর কতটুকু বলা হবে না, সেটাও পুরোপুরি ভারতেরই এখতিয়ার। কূটনৈতিক বা স্ট্র্যাটেজিক, সব দিক বিবেচনা করেই ভারত যে সেই সিদ্ধান্ত নিচ্ছে তাতে আমার অন্তত কোনো সন্দেহ নেই, যুক্ত করেন তিনি।


আরো সংবাদ



premium cement
কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : ট্রাম্প চট্টগ্রামে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু কমলা নির্বাচনী সমাবেশে গাজায় যুদ্ধবিরতির স্লোগান ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলায় গ্রেফতার ২ পুলিশ কর্মকর্তা শহীদুল কারাগারে শেষ মুহূর্তে প্রার্থীদের অভিনব প্রচারণা, পরিচ্ছন্নতাকর্মীর বেশে ট্রাম্প উত্তর কোরিয়া কেন রাশিয়াকে সাহায্য করতে পারবে না, পশ্চিমাদের প্রতি প্রশ্ন রাশিয়ার আই ফোনের জন্য বন্ধুকে নিয়ে জোড়া খুন ‘আ’লীগ আমলে ব্যাংক, জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে বেশি অনিয়ম হয়েছে’ ভূরুঙ্গামারীতে ৬০৭টি ইয়াবাসহ যুবক গ্রেফতার কুলাউড়ার নিখোঁজ দম্পতি ৬ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার

সকল