গণপূর্তের প্রধান প্রকৌশলীর পদ বাগাতে কোটি কোটি টাকার ছড়াছড়ি
- নিজস্ব প্রতিবেদক
- ৩০ অক্টোবর ২০২৪, ০৩:০০
দেশের অন্যতম প্রধান প্রকৌশল প্রতিষ্ঠান গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলীর পদ বাগাতে অনৈতিক প্রতিযোগিতার অভিযোগ উঠেছে। বিভিন্ন মহলে ধরনা দেয়ার পাশাপাশি টাকার বস্তা নিয়েও মাঠে নেমেছে অসাধু একটি চক্র। দুর্নীতির অভিযোগ আছে এমন এক প্রকৌশলীকে ওই পদে বসাতে তৎপর চক্রটি। মোসলেহ উদ্দিন নামের ওই প্রকৌশলীর বিরুদ্ধে মিরপুর, আজিমপুর, মতিঝিলের ফ্ল্যাট প্রকল্পের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে।
চুক্তি অনুযায়ী মোসলেহ উদ্দিনকে গত ২৪ অক্টোবর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও সমন্বয় ) পদ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ২-১ দিনের মধ্যে তাকে গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। আর এ কাজে গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে।
গণপূর্ত অধিদফতরের ঢাকা জোনের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহাম্মদের পরিচিতি ‘ফিফটিন পার্সেন্ট’ হিসেবে। অভিযোগ আছে, প্রতিটি প্রকল্প বাস্তবায়নে এই হারে (১৫%) কমিশন নেন তিনি। জাতীয় সংসদ ভবনে উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে কর্মরত থাকাকালীন নিয়মবহির্ভূতভাবে সরকারি টাকা খরচ করে আলোচিত হন মোসলেহ উদ্দিন। তহবিল তছরুপের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই সময় সংসদীয় কমিটির তদন্তে ওই অভিযোগের সত্যতাও মেলে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়। যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) সিন্ডিকেটের সদস্য হিসেবেও পরিচিতি আছে তার।
এই মোসলেহ উদ্দিনকে এর আগে তলবি নোটিশ পাঠিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয় ‘সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়েছেন ঠিকাদার জি কে শামীমসহ অন্য ব্যক্তিরা। এর মধ্য দিয়ে সরকারি অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ছাড়া, ক্যাসিনো কাণ্ডের সঙ্গে জড়িয়ে শত শত কোটি টাকা আয় করে বিদেশে পাচার করা হয়েছে। জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের ঘটনা ঘটেছে। এসব অভিযোগের অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বক্তব্য নেয়া জরুরি।’ রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল মোসলেহ উদ্দিনকে। সেই অনুযায়ী হাজির হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক সূত্র জানায়, ২০১৯ এর ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেফতার হন জি কে শামীম। ৩০ সেপ্টেম্বর জি কে শামীম ও তার সহযোগীদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ওই দিন থেকেই সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের অনুসন্ধান দল কাজ শুরু করে। ২১ অক্টোবর দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন ঠিকাদার জি কে শামীমের বিরুদ্ধে মামলা করেন। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে জি কে শামীম যাদের নাম বলেছে, তাদের মধ্যে প্রকৌশলী মোসলেহ উদ্দিনের নাম আছে বলে জানিয়েছে দুদক সূত্র।
ছাত্রজীবনে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার আপন ভাই নাদিম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২৫তম বিসিএস-এ যোগ দিয়ে পুলিশের এসপি হিসেবে র্যাব-৮ ও এসবিতে দায়িত্ব পালন করেছেন।
গণপূর্ত ঠিকাদার সমিতির পক্ষে সোহেল রানা ও গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের পক্ষে গত ৫ ডিসেম্বর মো: বদরুদ্দীন ওমর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দুদক প্রধান কার্যালয়ে পৃথক অভিযোগ জমা দেন।
প্রসঙ্গত, যুবলীগের কথিত নেতা ও ঠিকাদার জি কে শামীমকে সহযোগিতা, অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে-সহ ১১ কর্মকর্তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া, গত ৫ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত গণপূর্তের অতিরিক্ত প্রকৌশলী ড. মঈনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। গণপূর্তের প্রধান প্রকৌশলী মো: আশরাফুল আলমের দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। আশরাফুল ও তার স্ত্রীর কাছে সম্পদের বিবরণী চেয়ে নোটিশও পাঠানো হয়েছে।
বিসিএস ১৫তম ব্যাচের গ্রেডেশন তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন মোসলেহ উদ্দিন। এক নম্বরে থাকা সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় তাকে সরিয়ে দেয়া হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মইনুল ইসলামকে ডিঙিয়ে এই পদ বাগাতে চাইছেন মোসলেহ উদ্দিন আহমেদ।
এ দিকে, অভিযোগের ব্যাপারে প্রকৌশলী মোসলেহ উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। গৃহায়ন ও গণপূর্তের সচিবের মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি কথা বলতে পারবেন না বলে জানিয়ে দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা