৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেয়া হচ্ছে

-


উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। পরে সেখান থেকে তাকে অন্য কোনো দেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া হবে।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গতকাল এ তথ্য জানিয়ে বলেছেন, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার কাজ শুরু হয়েছে। আমরা যাতে অতি দ্রুত উনাকে বিদেশে মাল্টি ডিসিপ্ল্যানারি হাসপাতালে নিয়ে যেতে পারি সেই প্রক্রিয়া শুরু করেছি। তার অংশ হিসেবে আমরা 'লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে'র ভাড়া করার চেষ্টা করেছি, যোগাযোগ চলছে। প্রথমে ম্যাডামকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখানে স্টে ওভারের পরে মাল্টি ডিসেপ্ল্যানারি মেডিক্যাল সেন্টার যে দেশে আছে সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা আশা করছি, কাজগুলো সম্পন্ন হলে অতি দ্রুতই ম্যাডাম বিদেশে যেতে পারবেন।

এখন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, 'আলহামদুলিল্লাহ। ম্যাডাম গুলশানের বাসায় আগের মতোই মেডিক্যাল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন। বলতে পারেন উনার অবস্থা স্থিতিশীল।' তিনি জানান, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে চিকিৎসার জন্য যাবেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েও চিঠি দেয়া হয়েছে। ম্যাডামের সাথে চিকিৎসক-নার্সসহ আত্মীয়স্বজন কারা যাবেন তা জানানো হয়েছে।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের লিভার প্রতিস্থাপন করতে হবে। এটি যুক্তরাষ্ট্রের মাত্র দুই-একটি সেন্টারে রয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথেও যোগাযোগ করা হয়েছে।
৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়েছে।

ছাত্র-জনতার বিপ্লবের পরে সর্বশেষ ২১ আগস্ট এভারকেয়ার হাসপাতালে এক মাস চিকিৎসাধীন থেকে তিনি বাসায় ফেরেন। চিকিৎসকরা জানান, খালেদা জিয়াকে এমন এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেয়া হবে, সেখানে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকতে হবে। বর্তমান শর্ট ডিসট্যান্সে চার ঘণ্টার যাওয়ার এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে যা সিঙ্গাপুর, থাইল্যান্ডে রোগী নিয়ে যাওয়া হয়। কিন্তু লন্ডন যেতে ১৪ ঘণ্টার লং ডিসট্যান্স এয়ার অ্যাম্বুলেন্স পৃথিবী কয়েকটি দেশে রয়েছে সেসব দেশের সাথে চিকিৎসকরা আলোচনা করেছেন।
এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড খালেদা জিয়া চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। এই টিমে দেশের বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী কার্ডিওলস্টি ডা: জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার কয়েকজন চিকিৎসকও রয়েছেন।

 


আরো সংবাদ



premium cement
কেন পাকিস্তানের কোচের পদ ছেড়েছেন কার্স্টেন? মিয়ানমার সেনাবাহিনীর ওপর যুক্তরাজ্য, ইইউ ও কানাডার নতুন নিষেধাজ্ঞা অবসরপ্রাপ্ত ৩ সচিবের পিআরএল পুনর্বহাল জুলাই হত্যাকাণ্ডের বিচারে সহায়তা করবে জাতিসঙ্ঘ আরব আমিরাতের শীর্ষ তিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী গণপূর্তের প্রধান প্রকৌশলীর পদ বাগাতে কোটি কোটি টাকার ছড়াছড়ি পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিটে যুক্ত হয়েছে বিএনপি ও জামায়াত জনগণের ক্ষমতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : তারেক রহমান হজের খরচ কমছে প্রায় লাখ টাকা গুম কমিশনে অভিযোগ দায়ের করলেন ব্যারিস্টার আরমান ২৮ সাংবাদিকের ব্যাংক লেনদেনের তথ্য সন্ধান

সকল