২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬
`

সমালোচনার মধ্যেই চট্টগ্রামে আজ শুরু দ্বিতীয় টেস্ট

-


বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে আজ। ঢাকা টেস্টে সাত উইকেটে জিতে সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ তে এগিয়ে। বাংলাদেশের লক্ষ্য দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করা এবং প্রোটিয়াদের লক্ষ্য স্বাগতিকরদের হারিয়ে হোয়াইটওয়াশ করা। এমতাবস্থায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
মিরপুর টেস্টের আগে সাকিব আল হাসান ছিলেন আলোচনার কেন্দ্রে। দলের চেয়েও সাকিব দেশে ফিরতে পারবেন কি না, এ ব্যাপারে হয়েছিল ব্যাপক আলোচনা। চট্টগ্রাম টেস্টের আগে নতুন ইস্যু লাল বলের সংস্করণ থেকে অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। সিরিজ চলাকালীন অধিনায়কের এই পরিকল্পনা প্রকাশ পেলে আলোচনা নতুন মোড় নেয়।
বাংলাদেশ দলের বর্তমান পরিস্থিতি আদর্শ মনে হচ্ছে না প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের। পুরো পরিস্থিতির ব্যাপারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বললেন ‘দুর্ভাগ্যজনক’। ‘সত্যি বলতে এটাতে আমরা মনোযোগ দিচ্ছি না। আমাদের দলের পুরোপুরি বাইরের ব্যাপার এসব। আমরা সব সময় এমন একটা দল, যারা নিজেদের পরিবেশ শক্তিশালী ও স্বাস্থ্যকর রাখতে ও ম্যাচের সময় পারফর্ম করতে তৈরি থাকি। তবে এটা ঠিক যে, প্রতিপক্ষ মানসিক অস্থিরতায় থাকলে যেকোনো দলের জন্যই ভালো। চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার, এরপর দেখা যাক পাঁচ দিন পর কী হয়।’

নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা চোট থেকে সেরে না ওঠায় এই সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন মার্করাম। অধিনায়কত্বও বেশ উপভোগ করছেন তিনি, ‘এটা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য; কিন্তু সত্যিই দারুণ ব্যাপার। আমি পুরোপুরি উপভোগ করছি। অবশ্যই এখানকার কন্ডিশন দক্ষিণ আফ্রিকার চেয়ে একদমই আলাদা, অধিনায়ক হিসেবে সতীর্থদের ওপর প্রভাব রাখার চেষ্টা করব। প্রথম জয়ে দলের সবাই উজ্জীবিত, তারা অপেক্ষা করছে আরো একটি জয়ের।’
ছয় বছর হলো চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের সবশেষ টেস্ট জেতার। এই মাঠে ২৪ টেস্ট খেলে তাদের জয় মাত্র দু’টি। ২০১৪ সালে জিম্বাবুয়ের পর ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়। তারপর আরো ছয়টি টেস্ট খেলে পাঁচটিতেই হার। এমন বিপরীত পরিসংখ্যান নিয়েই আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। সবশেষ ভারতের সিরিজের পর নাজমুল হোসেন শান্তদের আবারো তাড়া করছে ধবলধোলাইয়ের শঙ্কা। অবশ্য কিছুটা প্রেরণা নিতে পারে তারা প্রোটিয়াদের সবশেষ সিরিজ থেকে। চট্টগ্রামে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার অনভিজ্ঞ দলের কাছে যেভাবে হেরেছে, সেটি বাংলাদেশকে স্বস্তিতে রাখছে না। তার পরও চট্টগ্রামে একটাই লক্ষ্য তাদের। জয় ছাড়া অন্য কিছু ভাবছে না স্বাগতিকেরা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দলের সিনিয়র ক্রিকেটার তাইজুল ইসলাম বলেন, ‘টার্গেট একটাই থাকবে, জেতার জন্যই খেলব। পরিস্থিতি কী আসে ম্যাচ গড়ালে বোঝা যাবে। দল হয়ে খেলার টার্গেট থাকবে, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং যে বিভাগই হোক। আমরা জেতার চেষ্টা করব।’
লক্ষ্যের কথা জানিয়ে নিজেদের প্রধান সমস্যার কথাও বললেন তাইজুল। তার মতে, দলগত পারফরম্যান্স করতে পারছে না বাংলাদেশ দল। এ জন্য পাচ্ছে না তারা সুফলও। এই অভিজ্ঞ স্পিনারের কণ্ঠে চট্টগ্রামে দলগত পারফরম্যান্সের প্রত্যয়, ‘প্রত্যেক ম্যাচই সুযোগ। আমাদের দলীয় পারফরম্যান্স হচ্ছে না। ব্যক্তিগতভাবে একেকজন একেক ম্যাচে ভালো খেলছে। আমরা যদি জুটি গড়তে পারি, দু-একজন সেঞ্চুরির কাছে যেতে পারি লক্ষ্য বড় হবে। সবাই কঠোর পরিশ্রম করছে, মন থেকে চাচ্ছে। কোনো কারণে হচ্ছে না। এই ম্যাচে সবাই ভালো কিছু করার চেষ্টা করছি।’
প্রথম টেস্টে তিন স্পিনার ও এক পেসার নিয়ে বোলিং আক্রমণ গড়েছিল বাংলাদেশ দল। চট্টগ্রামে পেসাররাও ভালো সহায়তা পেয়ে থাকেন উইকেটে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশ ও কম্বিনেশন কেমন হবে? তাইজুল বলেন, ‘এখনো সেভাবে বলা হয়নি। সবাইকে প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। কাল (আজ) ম্যাচ, কোন একাদশ খেলবে কালই (আজই) জানতে পারব। আমি টিমমেট হিসেবে বলতে পারি। তবে কোচ, অধিনায়ক, দলের পরিকল্পনা থাকে। এখনো জানি না কী করবে- এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার।’

 


আরো সংবাদ



premium cement
পাচারের অর্থ ফেরাতে কাজ শুরু নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ধরনের সহযোগিতা করবে সৌদি সরকার আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দল বন্ধে সারজিস-হাসনাতের রিট হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী শতাধিক অপরাধের অভিযোগ সার্কের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবো ইরান সব অস্ত্র দিয়ে ইসরাইলি হামলার জবাব দেবে ২৮ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের নিকৃষ্টতম দিন : ডা: শফিক সমালোচনার মধ্যেই চট্টগ্রামে আজ শুরু দ্বিতীয় টেস্ট রাজনৈতিক ছত্রছায়ায় ভিডিপিতে অস্থিরতা তৈরির পাঁয়তারা চলছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম আমের বীজ সাদ্দাম-ইনানসহ ছাত্রলীগের ২২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সকল