২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩০, ১৬ রবিউস সানি ১৪৪৬
`

বিএসএমএমইউতে কম টাকায় কিডনি প্রতিস্থাপন বন্ধ শিগগিরই শুরুর আশ্বাস

-


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কম টাকায় কিডনি প্রতিস্থাপন বন্ধ হয়ে গেছে। বেসরকারি হাসপাতালের বাইরে কেবল বিএসএমএমইউতেই মাত্র দেড় লাখ টাকায় কিডনি প্রতিস্থাপন করা হতো। বেশ কিছুদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের কিডনি প্রতিস্থাপন সার্জন বিনা নোটিশে অনুপস্থিত থাকায় কম টাকার সেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন। শেরেবাংলা নগরের সরকারি কিডনি হাসপাতালেও কিডনি প্রতিস্থাপন হয় না। গত দুই মাসের বেশি সময় ধরে এই বিশ্ববিদ্যালয়ে কিডনি প্রতিস্থাপন বন্ধ আছে। ফলে অপেক্ষায় থাকা প্রতিস্থাপনযোগ্য শতাধিক রোগী মৃত্যুর প্রহর গুনছেন। এই বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহে একটি করে কিডনি প্রতিস্থাপন করা হয়ে থাকে।
বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, ইউরোলজি বিভাগ ও নেফ্রলজি বিভাগের যৌথ উদ্যোগে প্রতিস্থাপন সার্জন অধ্যাপক ডা: হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে কিডনি প্রতিস্থাপন করা হতো। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে অধ্যাপক হাবিবুর রহমান দুলাল বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অধ্যাপক হাবিবুর রহমানকে হাসপাতালে উপস্থিত হতে চিঠি দেয়া হয়েছে। উল্লেখ্য, বিএসএমএমইউতে ১৫ দিনের একটি প্যাকেজে কিডনি প্রতিস্থাপনে রোগী থেকে দেড় লাখ টাকা নেয়া হতো। অবশ্য সুপারস্পেশালাইজড হাসপাতালের নতুন স্থাপনায় ও যন্ত্রপাতিতে কিডনি প্রতিস্থাপন শুরু হয়েছিল, সেখানে ২ লাখ ২০ হাজার টাকা নেয়া হতো।

‘কেন কিডনি প্রতিস্থাপন হচ্ছে না’ বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সাইদুল ইসলামের কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘কেন হচ্ছে না তা ফোনে বলতে চাই না। তবে শিগগিরই কিডনি প্রতিস্থাপন শুরু হবে। একজনকে দায়িত্ব দেয়া হয়েছে এ ব্যাপারে।’ তবে চিকিৎসকরা বলছেন, ‘কিডনি ডোনার সার্জন অধ্যাপক সাইফুল ইসলাম দীপুকে কিডনি প্রতিস্থাপন শুরু করতে দায়িত্ব দেয়া হয়েছে। কবে থেকে শুরু করবেন জানতে চাইলে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট করে বলতে পারব না। আমরা শিগগিরই শুরু করতে পারব।’ এ ব্যাপারে ভিসি অধ্যাপক সাইদুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তাকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

চিকিৎসকদের সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট এই বিশ্ববিদ্যালয়ের কিছু চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী অতি উৎসাহী হয়ে শাহবাগে অবস্থান নেয়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা করে। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে যে, একজন ছাত্রকে রাস্তা থেকে ধরে এনে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা সাপের মতো পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে সেই ছাত্রটির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সেদিন ওই ছাত্রকেই নয়, এই চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের এ ব্লক ও বি ব্লকের ছাদের ওপর থেকে ছাত্রদের ওপর ইট-পাটকেল ছুড়ে মারে। এতে অনেক ছাত্র-জনতা আহত হন। ছাত্র-জনতার বিরুদ্ধে ওই হামলার নেতৃত্ব দিয়েছিলেন অধ্যাপক হাবিবুর রহমান দুলাল। হামলায় তাকে হেলমেট পরা অবস্থায় নেতৃত্ব ও অ্যাকশনে দেখা গেছে বলে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা জানান। এসব কারণে ৫ আগস্টের পর থেকে অধ্যাপক হাবিবুর রহমান দুলাল হাসপাতালে অনুপস্থিত থাকতে পারেন বলে তারা মনে করছেন।

অভিযোগের ব্যাপারে অধ্যাপক হাবিবুর রহমান দুলালকে জিজ্ঞাসা করা হলে গতকাল শনিবার তিনি নয়া দিগন্তকে জানান, তিনটি কারণে আমি বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত আছি। এর একটি কারণ হলো- দুই সপ্তাহ আগে তার একটি জটিল হার্নিয়া অপারেশন হয়েছে। কিন্তু অপারেশনের পরে এর জটিলতা বেড়ে যায় বলে আমি বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। অপর দুই কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সেগুলো আমি বলতে চাই না, কারণ এসব বলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছি না।’ আজ (গতকাল শনিবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি চিঠি পেয়েছি। তিন দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে। আমি তিন দিনের মধ্যেই চিঠির জবাব দেবো।’
৪ আগস্টের ঘটনা সম্পর্কে তিনি বলেন, একজন প্রক্টর হিসেবে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত প্রতিটি ঘটনায় আমার উপস্থিতি থাকা আবশ্যক। সে কারণে ওই ঘটনায় আমি এবং হাসপাতালের পরিচালক সেখানে উপস্থিত ছিলাম। বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল তখন। এমতাবস্থায় আমার একজন স্টাফ আমাকে একটি হেলমেট পরার পরামর্শ দিলে আমি তখন হেলমেট পরেছিলাম।’ একজন ছাত্রকে নির্দয়ভাবে পেটানো হয় সেদিন, সেখানে আপনি ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমি সেখানে উপস্থিত ছিলাম না। পরে ভিডিওটা আমি দেখেছি।’

 


আরো সংবাদ



premium cement
আ’লীগ ১৪ দল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি পুলিশের মূর্তিমান আতঙ্ক ধনঞ্জয়ের খোঁজ মিলছে না বিশ্বে স্বাস্থ্যসেবার বাইরে এখনো ৪৫০ কোটি মানুষ ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় দিবস বাতিলের মিছিলে পিটুনি যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার ছাড়া কোনো বন্দিমুক্তি নয় : হামাস ২৯৭ কোটি টাকার কাজ পাচ্ছে গত সরকারের আস্থাভাজন প্রতিষ্ঠান! তহবিল ব্যবস্থাপনায় কাহিল পুনর্গঠিত ব্যাংকের কর্মকর্তারা বিএসএমএমইউতে কম টাকায় কিডনি প্রতিস্থাপন বন্ধ শিগগিরই শুরুর আশ্বাস হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে জান্তা পতনে মিয়ানমারে মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান এক সাথে লড়ছে ইলেকশন কমিশন গঠনে দ্রুতই সার্চ কমিটি হবে : মাহফুজ

সকল