১৬ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩০, ১২ রবিউস সানি ১৪৪৬
`

সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন দিতে প্রস্তুত ইইউ

-

অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইইউর নবনিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাতের সময় এ কথা জানান। রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থান পরিবর্তনের জন্য একটি অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছে। এই রূপান্তরে এবং মানবাধিকার, সুশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়াসহ সংস্কারের ক্ষেত্রে ইইউ সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
মিলার বলেন, বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্কে বৈচিত্র্য আনতে চায় ইইউ। একইসাথে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে সফল উত্তরণের ক্ষেত্রে সহযোগিতা করতে ইইউ আগ্রহী।
পররাষ্ট্র উপদেষ্টা ইইউয়ের সহায়তা প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো শক্তিশালী করতে উন্নততর বাণিজ্যিক পরিবেশ গঠনের নিশ্চয়তা দেন।

 


আরো সংবাদ



premium cement

সকল