ইংল্যান্ড কিছুটা ভাগ্যেরও সহায়তা পাচ্ছে : রুনি
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জুলাই ২০১৮, ২১:৩১
সাবেক ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনিকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। গোল্ডেন বুট জিতবেন। ইংল্যান্ডকে শিরোপার কাছে নিয়ে যাবেন,অনেক কিছু। রুনি সে সবের কিছুই পারেননি। অথচ ইংল্যান্ডের এবারের দলটাই এখন তাদের সর্বশেষ ৫২ বছরের ইতিহাসে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে।
বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় তারা খেলবে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে। বিশ্লেষকদের ধারনা ইংল্যান্ড যে ফর্মে তাতে ইউরোপের আরেক দল ক্রোয়েশিয়া সম্ভবত সুবিধা করতে পারবেনা ইংল্যান্ডদের বিপক্ষে। দলের সাবেক স্ট্রাইকার ওয়েন রুনিও ইংল্যান্ডের সাফল্যে আত্বহারা। ইংল্যান্ডকে নিয়ে তিনিও উচ্ছাসা প্রকাশ করছেণ।
আমেরিকায় একটি ফুটবল লিগে অংশ নিয়ে দেশে ফিরে নিজের অভিব্যাক্তি জানিয়ে বলেন,‘আমি ইংল্যান্ডের শুভকামনা করছি। আশা করছি তারা এবার বিশ্বকাপ জয় করে দেশের দীর্ঘদিনের প্রত্যাশা পুরনে সক্ষম হবেন।’ ইংল্যান্ড সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৬৬ সনে।
রুনি বলেন,‘তারা (ইংল্যান্ডের ফুটবলেরা) দুর্দান্ত খেলছে। আশা করি তারা বিশ্বকাপ জয়ে সক্ষম হবেন।’ খেলা দেখা প্রসঙ্গে বলতে যেয়ে তিনি বলেন,‘কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধ আমি দেখতে পারিনি। কারন আমি অনুশীলনে ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধটা আমি ঠিকই দেখেছি।’
রুনি স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে ওই কথা বলেন। নিজের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, সত্যিই দারুন লাগছে। এটা আসলেই দারুন একটা সময় ইংল্যান্ডের ফুটবলের। দলটি আসলেই অসাধারন খেলছে। সেমিফাইনালের (ক্রোয়েশিয়া) প্রতিপক্ষের বিপক্ষে জয় নিয়ে অবশ্যই তারা ফাইনালে যাবে এটা আমার বিশ্বাস।’
তিনি বলেন,‘ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ অবশ্যই আমি দেখবো। একই সঙ্গে দলের খেলোয়াড় এবং কোচ সাউথগেটের জন্য শুভকামনা করবো। কারন তারা সত্যিই আমাদের গর্বের কারন। আমরা এ স্তর পার হয়ে ফাইনালে যাব।’
রুনি জাতীয় দল থেকে অবসরের ঘোষনা দেন গত আগস্টে। রুনি বর্তমানে আমেরিকার জনপ্রিয় ফুটবল লিগের ক্লাব ডিসি ইউনাইটেডে খেলছেন। ক্লাবে যোগ দিয়েই সেটাকে চ্যাম্পিয়ন করার ঘোষনা দিয়েছিলেন। ৩২ বছর বয়সের এ ফুটবলার বেশীরভাগ সময়ই খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
এরপর এভারটনে খেলে যুক্তরাস্ট্রের ক্লাব ডিসি ইউনাইটেডে যোগ দেন। ম্যান ইউতে থেকে তিনি ১৮৩ টি গোল করেছিলেন। ২০০৩ এ প্রথম দিনি যোগ দিয়েছিলেন ইংল্যান্ড দলে। খেলেছেন ২০১৬ পর্যন্ত। জাতীয় দলের হয়ে ১১৯ ম্যাচে ৫৩ গোল করা এ তারকারও স্বপ্ন ছিল বিশ্বকাপ।
নিজের সে যন্ত্রনার সময়গুলো অবশ্যই মনে পরছে। বর্তমান দলটির সাফল্যে তিনি একটু বেশীই উচ্ছাসিত। ইংল্যান্ড দলের খেলা প্রসঙ্গে তিনি বলেন,‘আমি দলের সবম্যাচের ভিডিও দেখে এনজয় করছি। আমি আশা করছি এবারের দল কিছুটা ভাগ্যেরও সহায়তা পাচ্ছে।’