১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্বকাপে আরো অঘটন ঘটবে!

বিশ্বকাপ
ক্রোয়েশিয়ার জয়োৎসব - সংগৃহীত

জাতীয় দলে তার স্ট্রাইকিং পার্টনার কাভানি ছিলেন না পাশে। ফলে ফ্রান্সের বিপক্ষে নিষ্প্রভ লুইস সুয়ারেজ। তার দলেরও বিদায় কোর্য়াটার ফাইনাল থেকে। এর আগে ছিটেক পড়েছিল আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল এবং স্পেন। সুয়ারেজ মিক্সড জোনে কথা বলার তিন ঘণ্টা পর বাদের খাতায় চলে যায় ব্রাজিলও। এই অঘটনের বিশ্বকাপে আরো অঘটন হতে পারে এমনটাই আকারে ইঙ্গিতে বুঝাতে চাইলেন বার্সেলোনা তারকা সুয়ারেজ। তার বক্তব্য, আমি এবারের বিশ্বকাপে কাউকেই ফেবারিট ভাবছি না। অন্য রকম কিছু হতে পারে।

ফ্রান্সের কাছে হারের জন্য তিনি কাভানির অনুপস্থিতিকে দায়ী করলেন না। ‘তবে দুই দলের ফরোয়ার্ড লাইনই পার্থক্য গড়ে দিয়েছে। তাছাড়া ফরাসিরা বেটারদল। আমাদের প্রতিপক্ষ ফ্রান্স হওয়াতে ম্যাচটি আমাদের জন্য টাফ হয়েছে।’

সুয়ারেজ জানান, ‘প্রথম গোলের আগ পর্যন্ত সমান সমান লড়াই হয়েছিল। কিন্তু গোলই তফাৎ গড়ে দেয়। আর দ্বিতীয় গোলের পর সব শেষ।’

অবশ্য দ্বিতীয় গোলের জন্য কিপার মুসলেরাকে দায়ী করেননি তিনি। জানান, সে তো আগে অনেক ম্যাচেই আমাদের জিতিয়েছে।

 

আরো পড়ুন : ফাইনালে খেলবে কারা?

বিশ্বকাপের শিরোপা জেতার দ্বারপ্রান্তে এখন চারটি দেশ- ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে হারিয়ে ফ্রান্স, ব্রাজিলকে হারিয়ে বেলজিয়াম, সুইডেনকে হারিয়ে ইংল্যান্ড আর স্বাগতিক রাশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া।

অথচ এর আগে বিশ্বকাপের মাঠে সুইডেনকে কখনোই হারাতে পারেনি ইংল্যান্ড। সেই ইতিহাসকে পাল্টে দিয়ে এবার ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

এভাবে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের সেমি ফাইনালে উঠলো তারা। এদিকে রাশিয়া-ক্রোয়েশিয়ার অপর রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ দিকে গোল করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে গিয়েছিল রাশিয়া। কিন্তু শেষ রক্ষা হয়নি।

ফলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় ক্রোয়েশিয়া। এ অবস্থায় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। অন্যদিকে বেলজিয়াম খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। কারা উঠতে পারে এবারের ফাইনালে?।

বাংলাদেশের সাবেক ফুটবল কোচ ডালিয়া আক্তার বলছেন, ইংল্যান্ড অঙ্ক কষেই বেলজিয়ামের সাথে খেলেছিল যাতে করে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতে পরে এবং সেটাই হয়েছে।

"না হলে কোয়ার্টারের ফাইনালে সুইডেনের বদলে ব্রাজিলের বিপক্ষে খেলতে হতো। এখন তো সহজেই তারা সুইডেনকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলো।"

তবে সেমিফাইনালে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচ নিয়ে অনুমান করা কঠিন কারণ দুটো দলই চমৎকার খেলেছে।

"সেমিফাইনালে ডু অর ডাই অবস্থা হয়। তাই বলা যাচ্ছে না যে ইংল্যান্ড বিপদের মুখে পড়তে যাচ্ছে কি-না।

ডালিয়া আক্তার বলেন, দুটি দলেই তারকা আছে ও ভালো ফিনিশার ও মিডফিল্ড আছে।

"ক্রোয়েশিয়ার গোলকিপারকে একটু হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছে মনে হলো এবং এটা ঠিক না হলে ক্রোয়েশিয়াকে সেমিতে ভুগতে হতে পারে।"

ডালিয়া আক্তারের মতে, বেলজিয়াম ও ফ্রান্সের খেলাটিও দারুণ জমজমাট হবে কারণ দুই দলের কোচই তাদের সেরা কৌশল দিয়েই দলকে মাঠে পাঠাবেন।

সে কারণে সেমিফাইনালটি নব্বই মিনিটে শেষ নাও হতে পারে বলে মনে করছেন তিনি।

"এ ম্যাচটায় দু দলের জন্য ফিফটি ফিফটি চান্স থাকবে। খেলা ট্রাইবেকারে গড়ালেও অবাক হওয়ার কিছু থাকবে না।"

দেখুন:

আরো সংবাদ



premium cement