০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

নেইমারের বিপক্ষে খেলতে পারাটা আনন্দের : লুকাকু

নেইমারের বিপক্ষে খেলতে পারাটা আনন্দের : লুকাকু - সংগৃহীত


সেমিফাইনালে উঠার লড়াইয়ে শুক্রবার রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-বেলজিয়াম। খাতা-কলমে ব্রাজিল ফেবারিট হলেও বর্তমান পারফর্মেস বিবেচনায় বেলজিয়াম বেশ শক্তিশালী দল। রাশিয়া বিশ্বকাপে এ পর্যন্ত সর্বাধিক ১২টি গোল করার কৃতিত্বও বেলজিয়ামের। তবে দুই দলের মধ্যে একটি নাম ‘বড় পার্থক্য’ তৈরী করেছে। তিনি হলেন, নেইমার।

শেষ ১৬’র লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে মেক্সিকো হেরে যাওয়ার পর নেইমারের বিপক্ষে অতিমাত্রায় নাটক করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন মেক্সিকোর কোচ সয়ং। নেইমার সমালোচকরা এই কথাকে পুঁজি করে অনেক নেতিবাচক মন্তব্য করেছেন। তবে এসব নেতিবাচক মন্তব্যকে পাত্তা দিচ্ছেন না বেলজিয়ামের অন্যতম সেরা খেলোয়ার রোমেলু লুকাকু। বেলজিয়ামের এই ফরোয়ার্ডের মতে, ব্রাজিলিয়ান তারকা অভিনেতা নন, বরং বড় মাপের ফুটবলার।

কাজানে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি। রাশিয়া বিশ্বকাপের অন্যতম বড় এই ম্যাচে স্বাভাবিকভাবেই সবার নজর থাকবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারের উপর।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ডাইভ দেওয়া, গড়াগড়ি খাওয়া এবং ফাউলের শিকার হলে তা অতিরঞ্জিত করায় চেষ্টার জন্য চলছে নেইমারের কড়া সমালোচনা।

গত সোমবার ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে ছিটকে পড়ার পর নেইমারের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও। মাঠে এই ফরোয়ার্ডের আচরণ তার কাছে ‘অতিমাত্রায় অভিনয়’ মনে হয়েছে।

নেইমার ‘দক্ষ ফুটবলার নাকি অভিনেতা’-বৃহস্পতিবার এমন এক প্রশ্নের জবাবে লুকাকু সাংবাদিকদের বলেন, ‘দক্ষ। আমার কাছে সে অভিনেতা নয়।’ তিনি বলেন, ‘আমি মনে করি, নেইমার ভবিষ্যতে বিশ্ব সেরা ফুটবলার হবে। আর আমি তার বিপক্ষে দ্বিতীয়বার খেলতে পেরে খুশি।’

আরো পড়ুন: বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিলের অগ্নিপরীক্ষা

  এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছে বেলজিয়াম। নিজেদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে। জাপানের বিপক্ষে নকআউট পর্বের খেলায় দুই গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। অন্যদিকে, ফিফা র‍্যাংকিংয়ে দুই নম্বরে থাকা ব্রাজিল গ্রুপ পর্বের প্রথম খেলায় সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে হোঁচট খেলেও বাকি দুই ম্যাচে তারা টানা জয় নিয়েই নকআউট পর্ব নিশ্চিত করে। শেষ ষোলোর লড়াইয়ে তারা মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে। দারুণ ফর্মে থাকা এ দুই দল শেষ আটে জায়গা করার লড়াইয়ে আজ একে অপরের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ১২টায় কাজানে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বেশ ছন্দে আছে ব্রাজিল। দলের সেরা তারকা নেইমার ইনজুরি কাটিয়ে ফিরেছেন তাঁর ছন্দে। গোলও পাচ্ছেন তিনি। অন্যদিকে, ফিলিপ কুতিনহোও  নিজের সেরা পারফর্ম দিয়ে দলের দুঃসময়ে অবদান রাখছেন। গত ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মার্সেলো খেলতে না পারলেও সেলেসাওদের ডিফেন্সকে আরো শক্ত করার জন্য তিনি বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের মাধ্যমে মাঠে ফিরছেন।

এমন দারুণ ফর্মে থাকা দলের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা উদ্বিগ্ন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। তিনি বলেন, ‘এটা বেশ উত্তেজনাকর একটি ম্যাচ। এমন ম্যাচকে গুরুত্ব না দেওয়া মানে বোকার মতো আচরণ করা। আমরা প্রস্তুত আছি, যেমনটা আমরা আগে ছিলাম। আমরা এই সময়টার জন্য দুই বছর কঠোর পরিশ্রম করেছি। আমরা জানি, মাঠে আমাদের কী করতে হবে।’


আরো সংবাদ



premium cement
ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত সরবরাহ বাড়লেও কাটেনি গ্যাসসঙ্কট মনের সংস্কার ছাড়া কোনো সংস্কারে কাজ হবে না যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলের বর্বরতা সম্মেলনে অংশ নিতে কাবা শরীফের সাবেক ইমাম বুখারি আসছেন দরপত্রে শর্ত দিয়ে কাজ বাগিয়ে শর্ত বিলোপ সরকারের ক্ষতি ১২৫ কোটি টাকা টঙ্গীতে কলেজছাত্রী, জকিগঞ্জে বৃদ্ধ নিহত বাংলাদেশে বিনিয়োগের জন্য ইউকের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান

সকল