১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অবসর নিলেন হোন্ডা-হাসেবে

বিশ্বকাপ, জাপান
অবসরের ঘোষণা দিয়েছেন কেইসুকে হোন্ডা ও মাকোতো হাসেবে - সংগৃহীত

শেষ’১৬ থেকে বিদায়ের সাথে সাথে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাপানের দুই মিডফিল্ডার কেইসুকে হোন্ডা ও মাকোতো হাসেবে। বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে পরাজিত হয়ে এবারের বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিতে হয়েছে ব্লুা সামুরাইদের।

রোস্তোভের ওই ম্যাচটিতে মূল একাদশে না খেললেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে হোন্ডা মাঠে নেমেছিলেন। বিশ্বকাপের পারফরমেন্সের ভিত্তিতে হোন্ডা বিশ্বাস করেন, জাপানের ভবিষ্যত অনেক উজ্জ্বল। ৩২ বছর বয়সী হোন্ডা জাতীয় দলের হয়ে ৯৮টি ম্যাচে ৩৭ গোল করেছেন।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পরে হোন্ডা বলেছেন, ‘আজ আমরা প্রমাণ করেছি জাপানীজ ফুটবল এগিয়ে যাচ্ছে। আমি সত্যিই দারুণ খুশি। আমাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ খেলোয়াড় রয়েছে। এখন তাদের সামনে সময় এসেছে জাপানিজ ফুটবলের ইতিহাস লেখার। এটা আমার শেষ বিশ্বকাপ। এটা বাস্তবতা। সত্যি বলতে কি আমি সবাইকে নিয়ে পরের রাউন্ডে যেতে চেয়েছিলাম। কিন্তু আমি আমার কাজ করতে পারিনি। চেষ্টা করেছি নিজের সেরাটা দেয়ার জন্য।’

এদিকে ১১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে জাপানিজ অধিনায়ক হাসেবেও অবসরের ঘোষণা দিয়েছেন। পুরো ক্যারিয়ারে সতীর্থদের যে সহযোগিতা তিনি পেয়েছেন এজন্য সবাইকে ধন্যবাদ জানাতে ভুল করেননি।

হাসেবে বলেন, ‘২০০৬ সালের পর থেকে প্রায় সাড়ে ১২ বছরের ক্যারিয়ারে আমার সতীর্থরা যেভাবে একসাথে লড়াই করেছে সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। একইসাথে সেই সমস্ত জাপানিজ মানুষদেরও ধন্যবাদ দিতে চাই যারা আমাকে দারুণভাবে সমর্থন করেছে। পুরো সময়টা আমার জীবনের অন্যরকম এক অধ্যায়। সবশেষে একটি কথাই বলতে চাই আমি জাপানিজ জাতীয় দলের অনেক বড় একজন ভক্ত। চলো সবাই মিলে জাতীয় দলের জন্য স্বপ্ন দেখি।’

জাপানের সামনে এখন মূল লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ২০১৯ এশিয়ান কাপ।


আরো সংবাদ



premium cement
লাখো পর্যটকে মুখরিত পাথুরে গাথা ইনানী সমুদ্র সৈকত জামায়াত আধুনিক কল্যাণ রাষ্ট্র উপহার দিতে বদ্ধপরিকর : মোহাম্মদ সেলিম উদ্দিন পতিত স্বৈরাচার-দোসরদের বিচার সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত : প্রধান উপদেষ্টা ‘আমাদের শপথ হোক বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের’ গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত, স্বামী আহত নির্বাচনের ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবদলকর্মী নিহত ৫৩ বছরেও প্রত্যাশা অনুযায়ী প্রতিফলন ঘটেনি : ড. ইরান বাংলাদেশের ৫৩ বছরে এরকম রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়নি : নুর বিজয় দিবস উপলক্ষে কোয়ালিটি এডুকেশন কলেজের পিঠা উৎসব স্বাধীনতার বিজয়কে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল আ’লীগ : শিবির সভাপতি

সকল