১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যেভাবে বিশ্বকাপের ফাইনালের ফ্রি টিকেট পেলা শিশুটি


গ্রুপ পর্ব থেকেই পোল্যান্ডের বিদায়ে কান্নায় ভেঙে পড়ে অ্যালেক্স

 

কলম্বিয়া বনাম পোল্যান্ডের ম্যাচ শেষে গ্যালারিতে বাবার কাঁধে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে কোলে থাকা এক শিশু। আর তাকে সমবদেনা জানাতে থাকে প্রতিদ্বন্দ্বি দলের সমর্থকরা। এমনই এক ভিডিও ভাইরাল হওয়ার পর তা মন জয় করে নিয়েছে ফুটবল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফিফার। পরিবারটিকে ফিফা তাই দিয়েছে বিশ্বকাপের ফাইনাল উপভোগের টিকেট।

ব্রিটেনের এডিনবারা থেকে ছয় বছরের ছেলে অ্যালেক্সকে নিয়ে তার স্কটিশ বাবা আয়ান মেইকেলজন রাশিয়া এসেছিলেন পোল্যান্ডকে সমর্থন জানাতে।

কিন্তু কলম্বিয়ার কাছে ৩-০ ব্যবধানে হারার পর গ্রুপ পর্ব থেকেই পোল্যান্ডের বিদায় ঘটে। আর সে বিদায় মেনে নিতে পারেনি শিশু অ্যালেক্স, কান্নায় ভেঙে পড়ে সে। কিন্তু কলম্বিয়া দলের সমর্থকরা এসে তাকে সমবেদনা জানিয়ে আদার করে। সেই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যা অন্তর স্পর্শ করে অনেকের।

চার বছর আগে রিও ডি জেনেরিওতে বহু চেষ্টা করেও মেলেনি বিশ্বকাপ ফাইনালের টিকেট। সেখানে পরিবারটির ভাগ্য এবার পুরোপুরি যেন হঠাৎ করে বদলে গেল।

মেকেলজন বিবিসি রেডিও স্কটল্যান্ডকে বলেন, "পুরো ব্যাপারটি শতভাগ পাল্টে গেছে। যা একবারেই আশ্চর্যজনক ব্যাপার, এটা দুর্দান্ত।"

এর আগে কাজান অ্যারেনাতে যখন হেরে যায় পোল্যান্ড, সেদিন কলম্বিয়ার সমর্থকরা যেভাবে এসে সমবেদনা জানিয়েছিলেন তাতে স্কটল্যান্ডের নাগরিক বলেন, কলম্বিয়ানরা ছিল অসাধারণ...নিশ্চিতভাবে তা দেখা সবচেয়ে দারুণ সমর্থক-গোষ্ঠী ছিল তারা।

যখন অ্যালেক্স ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে সেসময়কার কথা বলছিলেন তার বাবা, "কলম্বিয়ার সমস্ত ভক্তরা আমাদের ঘিরে জড়ো হয় এবং তারা সমস্বরে চিৎকার করে বলতে থাকে পোলস্কা, পোলস্কা...তারা কেউ মাথার হ্যাট খুলে, স্কার্ফ খুলে আমাদের দিয়ে যায়।"

আমার স্ত্রী আইওনা তৎক্ষণাৎ ১৫ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করে এবং সেটি সেইরাতে টুইটারে আপলোড করে। এরপর সেটি ব্যাপকভাবে শেয়ার হতে থাকে, বলেন অ্যালেক্সের বাবা।

এরপর সেই ভিডিওটি ভাইরাল হতে থাকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাদের সাথে যোগাযোগ করতে থাকেন লোকজন। গত ছয়-সাতদিন ধরেই এমন চলছে। বিষয়টিকে পুরোপুরি অবাস্তব বলে মনে হচ্ছে পরিবারটির কাছে।

মেকেলজন খেলা দেখতে গিয়ে জানতে পারেন ফিফার #রাইভাল-হাগ ক্যাম্পেইনের কথা, যে ক্যাম্পেইনের মধ্য দিয়ে দুই প্রতিদ্বন্দ্বি দলের মধ্যে বন্ধুত্বের আহ্বান জানানো হয়।

গত শুক্রবার স্কটল্যান্ড ফিরে যাওয়ার আগে তিনি ভিডিওটি সেই প্রতিযোগিতার জন্য জমা দেন। পরের দিন তিনি জানতে পারেন যে, মস্কোতে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার জন্য নির্বাচিত হয়েছেন তিনি এবং সেজন্য সব ধরনের খরচ বহন করা হবে।

এই অবিশ্বাস্য অফার জয় করার বিষয়ে যখন অ্যালেক্সকে ফোন করে জানানো হল তখন সে তার মায়ের সাথে এক সুপারমার্কেটে ছিল।

তার বাবা জানাচ্ছেন, "স্পষ্টভাবেই সে অস্থির হয়ে উঠলো। করিডোরে লাফালাফি শুরু করলো এবং সবাইকে বলতে লাগলো যে বিশ্বকাপ ফাইনাল দেখতে যাচ্ছে।"

বিষয়টি আসলেই এই আসরকে আরো স্পেশাল করে তুলেছে পরিবারটির কাছে। - বিবিসি

 

আরো পড়ুন : এভাবে শেষ কবে কেঁদে ছিল জাপানিরা

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান সম্পর্কে একটি কথা প্রচলিত আছে, এই দেশের মানুষ কাজ ছাড়া কিছুই বুঝে না। আবেগের কোন মূল্য নেই তাদের কাছে। ২০০২ সালে যখন তাদের দেশে বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল তখনও দেশটির অনেক জায়ান্ট কোম্পানি কর্মীদের ছুটি দেয়নি খেলা দেখার জন্য। কর্মীরাও নাকি এই ছুটি না দেয়ার ব্যপারে কোন আপত্তি করেননি। এমন এক জাতি খেলায় হেরে হাউমাউ করে কাঁদবে চিন্তা করা যায়?

সোমবার দিবাগত রাত জাপান-বেলজিয়াম খেলার পর সেই অচিন্তনীয় বিষয়টিই বাস্তবে দেখা গেলো। যোগ করা সময়ের গোলে বেলজিয়ামের কাছে হেরে জাপানের রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ার পর সমর্থকদের মধ্যে কান্না আটকানোর প্রবল চেষ্টার সাথে ছিল অবিশ্বাস; কিভাবে জয়টা হাতছাড়া হলো।

বিরতির আগে পর্যন্ত গোল শূণ্য ড্র থাকা ম্যাচটিতে জাপান জয় পাবে সেটা কেউ চিন্তা করেনি। কিন্তু পরপর দুই গোলে যখন এশিয়ান জায়ান্টরা বেলজিয়ামকে শঙ্কায় ফেলে দিয়েছিল তখন জাপানকেই মনে হয়েছিল ফেবারিট। কিন্তু খেলার ফলাফল নির্ধারণ হয়েছে ২-৩ গোলের ব্যবধানে। অবিশ্বাস্য ভাবে শেষ তিনটি গোলই দিয়েছে বেলজিয়ায়াম। এতেই হঠাৎ সৃষ্টি হওয়া স্বপ্ন ভেঙ্গে খানখান হয়ে যায় জাপানিদের।

এর আগেও দুইবার বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছিল জাপান। রাশিয়ার আসরে তাই দলটির সামনে সুযোগ ছিল প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে ওঠার।

গত সোমবার বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে ২-০ গোলে এগিয়ে যাওয়া জাপান ইতিহাস গড়ার পথে ছিল। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ানো বেলজিয়াম সমতায় ফেরার পর যোগ করা সময়ে গোলে জিতে নেয় ম্যাচ।

১৯৭০ সালে ইংল্যান্ডের বিপক্ষে পশ্চিম জার্মানির জয়ের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের নকআউটে ২-০ গোলে পিছিয়ে জিতল বেলজিয়াম।

টোকিওর একটি স্পোর্টস বারে বসে ম্যাচ দেখা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী নাও ওকাদা শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘যখন আমরা লিড নিলাম, ভেবেছিলাম আমরা জিতব।’

‘এটা পীড়াদায়ক কিন্তু এটা খুব ভালো ম্যাচ ছিল। আমার ভেতরে তোলপাড় চলছে। আমি চাই পরেরবার জাপান লড়াই চালিয়ে যাবে।’

ফিফার র‌্যাঙ্কিংয়ে ৬১তম স্থানে থাকা জাপান রাশিয়ার আসরে প্রভাব রাখবে বলে ধরাই হয়নি। তবে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের পারফর‌ম্যান্স সমর্থকদের মন জিতে নেয়।
‘এটা আসলেই ভালো দল ছিল। তাদের পাসিং, স্কোরিং এবং দলীয় খেলা ভালো ছিল’, বলেন ৩৯ বছর বয়সী হেয়ারড্রেসার কেনিচি ওকেগামি।

‘২-২ এর সময় আমি ভেবেছিলাম আমরা পেনাল্টি শুট আউটে যাচ্ছি….এটা বিপর্যয়কর’, যোগ করেন তিনি।

‘শুধু আরেকটু দরকার ছিল…এটা একটা কঠিন ফল’, বলেন ৬১ বছর বয়সী সাবেক ফুটবল কোচ এবং রেফারি কেনতা সাইতো।

‘তারা (জাপান) শেষ দিকে সুযোগ পেয়েছিল কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি।’

‘আজকের ম্যাচটি ভালো একটা ম্যাচ ছিল কিন্তু শেষ সময়ে সবকিছু ঘটে গেল’, বলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওকাদা।

স্বপ্নভঙ্গ হলেও রাশিয়ার আসর থেকে ইতিবাচক কিছু নেওয়ার চেষ্টা করছে জাপানের সমর্থকরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচের চেয়ে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে ভালো খেলার তৃপ্তি আছে তাদের।

অবশ্য পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে জাপানকে সমালোচিত হতে হচ্ছে। শেষ দিকে নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে সময় নষ্ট করা দলটি ডিসিপ্লিনারি রেকর্ডে এগিয়ে থেকে সেনেগালকে পেছনে ফেলে শেষ ষোলোয় উঠে আসে।


আরো সংবাদ



premium cement
ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না : বাণিজ্য উপদেষ্টা সুদানের আধাসামরিক বাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৮ বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান সমন্বয়কদের স্কুলে ভর্তির ডিজিটাল লটারি মঙ্গলবার যুক্তরাজ্য সিরিয়াকে ৫০ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেবে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস পালিত চুয়াডাঙ্গায় ছাত্রলীগের সভাপতিসহ আটক ২ গাজীপুরে জামায়াতের বিজয় র‌্যালি ও সমাবেশ যারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে তাদের পরিণতি ভালো হয়নি : রুমিন ফারহানা শৃঙ্খলাভঙ্গের দায়ে সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ বিজয় দিবসে আখাউড়ায় বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর শুভেচ্ছা বিনিময়

সকল