০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যারা

বিশ্বকাপ
ডেনিশ চেরিশেভ, আন্দ্রেস ইনিয়েস্তা, লুকা মডরিচ, ক্রিস্টিয়ান এরিকসেন (বাম থেকে) - নয়া দিগন্ত

রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাত ৮টায় স্পেনের মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া। আর রাত ১২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে ডেনমার্ক। এই দুই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কারা, দেখে নিন-

স্পেন বনাম রাশিয়া :

ডেনিশ চেরিশেভ
রাশিয়া বিশ্বকাপের শুরুতে স্বাগতিকদের নিয়ে কোনো উচ্চাশা পোষণ করেনি ফুটবল-পণ্ডিতরা। কিন্তু প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত গতিতে এগিয়ে যেতে থাকে রাশিয়া। সৌদি আরবকে নিয়ে তারা রীতিমতো ছেলেখেলা করেছে। রাশানদের বিপক্ষে গ্রিন বাজ পাখিরা যেন খেলাটি কখন শেষ হবে এ অপেক্ষায়ই ছিল। স্বাগতিকদের হাতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে সৌদি আরব। তাদের এ শোচনীয় অবস্থার জন্য রাশিয়ার হয়ে যে আক্রমণভাগের খেলোয়াড়টি বা স্ট্রাইকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার নাম ডেনিশ চেরিশেভ।

ফারাও খ্যাত মিসরের বিপক্ষেও একটি গোল করেছেন চেরিশভ। এ স্ট্রাইকার বেশ ভালোভাবেই নিজেকে রেখেছেন গোল্ডেন বুটের লড়াইয়ে। নিজহনি নভোগ্রাদে জন্ম নেয়া এ রাশিয়ান স্ট্রাইকার তার ক্লাব ক্যারিয়ারের পুরোটাই কাটিয়েছেন স্পেনিশ লা-লিগায়। রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমিতে বেড়ে ওঠা এ স্ট্রাইকার ক্যারিয়ার শুরু করেন স্পোর্টিং গিওনের হয়ে এর আগেই রিয়ালের যুবদলটির হয়ে ১০৯ ম্যাচে ২২ গোল করে ফেলেছিলেন। সেভিয়া এবং ভ্যালেন্সিয়া ঘুরে এখন তিনি আছেন ভিলারিয়ালে। ২০১২ থেকেই তিনি রাশিয়ার জাতীয় দলে খেলছেন কিন্তু নিয়মিতভাবে না। এ ছয় বছরে মাত্র ১৪টি ম্যাচ খেলা হয়েছে চেরিশেভের এবং তার গোলসংখ্যাও এ বিশ্বকাপে করা তিনটি। জাতীয় দলে নিয়মিত না হওয়ার আক্ষেপ তাই তিনি প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে মেটাতে চাইবেন। তাই স্পেন সাবধান!

আন্দ্রেস ইনিয়েস্তা
প্রিয় ক্লাব বার্সেলোনা ও তাদের অঙ্গন ন্যু ক্যাম্প ছেড়ে আসার ঘোষণা দিয়েছিলেন ২০১৮ বিশ্বকাপ শুরুর আগেই। রাশিয়া বিশ্বকাপ যে তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে সেটিও বেশ ভালোভাবেই অনুমেয়। চেরিশেভ যেমন বার্সেলোনার চিরশত্রু রিয়ালের অ্যাকাডেমিতে গড়ে উঠেছেন, তেমনি ইনিয়েস্তার বর্তমান পর্যন্ত খেলোয়াড়ি জীবনটাই কেটেছে বার্সেলোনায়। তাদের অ্যাকাডেমি লা মাসিয়ায় গড়ে ওঠা। বার্সেলোনার হয়ে ৪৪২টি ম্যাচ খেলে ফেললেও গোল আছে তার ৩৫টি। কারণ গোল করা তার কাজ নয়। তার কাজ মাঝ মাঠ থেকে খেলা গড়ে বলের জোগান দেয়া স্ট্রাইকারের কাছে। সেখান থেকে আক্রমণভাগের খেলোয়াড়েরা যেন গোল করতে পারেন।

কিন্তু জীবনের সবচেয়ে স্মরণীয় গোলটি মনে হয় করেছিলেন ইনিয়েস্তাই। তার গোলেই ২০১০ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে স্পেন। একটি আক্ষেপ আছে তার। চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ-পর্ব থেকেই বিদায় নিয়েছিল তখনকার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবার যেমনটি হয়েছে জার্মানির বেলায়। ইনিয়েস্তা নিজের সেই আক্ষেপ ঘোচাতে এবং জাতীয় দল থেকে ভালোভাবে বিদায় নিতে চান স্মরণীয় কিছু উপহার দিয়ে।

ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক :

লুকা মডরিচ
ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ আর্জেন্টিনার বিপক্ষে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে নিজের নামটি রাশিয়া বিশ্বকাপে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত করে ফেলেছে। তার নামটি ইতঃপূর্বেই বিশ্ব ফুটবল অঙ্গনে বেশ স্পষ্টভাবেই পরিচিত ছিল রিয়াল মাদ্রিদে খেলার জন্য। ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেব দিয়ে ক্যারিয়ার শুরু। কিন্তু তার পাদ প্রদীপের আলোতে আসা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে।

২০০৮ থেকে ২০১২ পর্যন্ত লন্ডনের ক্লাবটির মাঝ মাঠ সামলিয়েছেন বর্তমান ক্রোয়েশিয়ান ফুটবল দলের অধিনায়ক লুকা মডরিচ। ২০১২ থেকেই তার ঠিকানা সান্তিয়াগো বার্নাব্যু। মাঝ মাঠের সেনাপতি বলেই তার স্কোরশিটটি তেমন পুষ্ট নয়। জাতীয় দলের হয়ে ১০৯ ম্যাচে ১৪ গোল করা ক্রোয়েশিয়ার সোনালি প্রজন্মের এ ফুটবলার দেশের হয়ে বিশ্বকাপটি জয় করতে চান। যেটি পারেনি ড্যাভর সুকারের ক্রোয়েশিয়া ১৯৯৮ সালে। যখন তারা বিশ্বকাপে প্রথম অংশ নিয়েছিল। পারবেন কি মডরিচ নাকি আরেকজন সুকারের জন্ম হবে?

ক্রিস্টিয়ান এরিকসেন
অবাক করা ব্যাপার হলো যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামের হয়ে লুকা মডরিচের উত্থান হয়েছিল সেই টটেনহামের মাঝ মাঠটিই এখন সামলান ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন এবং সেটি বেশ ভালোভাবেই করে থাকেন এ ডেনিশ ফুটবল তারকা।

২০১০ বিশ্বকাপে সবচেয়ে তরুণ খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল এরিকসেনের। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত পর পর তিনবার ডেনমার্কের শ্রেষ্ঠ খেলোয়াড় এরিকসেন গ্রুপ পর্বে নিজেকে তেমনভাবে মেলে ধরতে না পারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ একটি গোল করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচে ২৩ গোল করা এরিকসেনের দিকেই তাকিয়ে থাকবে ডেনমার্ক পূর্ব ইউরোপের ক্রোয়েশিয়ার বিপক্ষে।

দেখুন:

আরো সংবাদ



premium cement
ডিএসইএক্সে সূচক বাড়ল ২৮.৪ পয়েন্ট ঢাকাকে ধসিয়ে দিলো রংপুর, জয়ের জন্য পেল সহজ লক্ষ্য আমরা সংস্কারের জন্যই এক কাতারে শামিল হতে চাই : আলাল দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন ১০০টি নয়, ৫টি অর্থনৈতিক জোন দাঁড় করাতে চায় বেজা বান্দরবানে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, মারা গেল হাতিও জিয়া ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার আপিলের শুনানি আগামীকাল সন্তানদের নিয়ে আসমা যাবেন কোথায়? নেই মাথা গোঁজার ঠাঁই যুক্তরাষ্ট্র-কানাডাকে একীভূত করার প্রস্তাব ট্রাম্পের চীন থেকে ছড়াচ্ছে নতুন ভাইরাস, জনমনে আতঙ্ক! জুলাই বিপ্লবে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল