১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

সার্বিয়াকে মোকাবেলার কৌশল জানালেন ব্রাজিলের কোচ

ব্রাজিলের কোচ তিতে - এএফপি

আগের দুই ম্যাচে হারের লজ্জা পেতে হয়নি, তাই গ্রুপ চ্যাম্পিয়ান হওয়ার সুযোগ রয়েছে ব্রাজিলের সামনে। পাশাপাশি শঙ্কাও রয়েছে, যদি সার্বিয়ার সাথে ম্যাচ হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ানরা তবে পড়তে হবে জটিল হিসাবের মধ্যে। কারণ ব্রাজিল হারলে, গ্রুপের অপর ম্যাচে কোস্টারিকার সাথে যদি সুইজারল্যান্ড জিতে যায়, তবে সার্বিয়া আর সুইজারল্যান্ডই যাবে দ্বিতীয় পর্বে। দলের এই অবস্থার মধ্যেই সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ব্রাজিলের কোচ তিতে। বিচক্ষণ সিদ্ধান্তের জন্য যিনি দলের খেলোয়ারদের মধ্যে ‘প্রফেসর’ নামে পরিচিত। 

মঙ্গলবার সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন, সার্বিয়াকে মোকাবেলা করতে কী কৌশল গ্রহণ করবেন তিনি।  কারণ সার্বিয়ান খেলোয়াড়দের বেশির ভাগই লম্বা। তাদের উচ্চতা ব্রাজিলের জন্য একটা বড় সমস্যা হতে পারে বলে অনেক কথাবার্তা হয়েছে গত কয়েক দিনে। সার্বিয়ান খেলোয়াড়দের গড় উচ্চতা প্রায় ১৮৬ সেন্টিমিটার, যা এই বিশ্বকাপের সব দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি। অন্যদিকে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের গড় উচ্চতা প্রায় ১৭৯ সেন্টিমিটার। বাতাসে ভেসে আসা বলে তাই ব্রাজিলিয়ানদের চেয়ে একটু বেশি সুবিধা পেতে পারে সার্বিয়া। এই বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র যে গোলটা খেয়েছে ব্রাজিল (সুইজারল্যান্ডের বিপক্ষে), সেটাও কর্নার থেকে উড়ে আসা বলে হেডে। তো এটা নিয়ে কী পরিকল্পনা ব্রাজিলের?

কোচের আগেই উত্তর দিয়েছেন ব্রাজিল ডিফেন্ডার মিরান্দা, ‘এটা আমাদের মাথায় আছে। আমরা জানি, ওরা সেটপিসে ভয়ংকর হয়ে উঠতে পারে। আর এ রকম সেটপিস থেকে পাওয়া একটা গোলই ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারে। আমরা এটা মাথায় রেখেই অনুশীলন করেছি।’ সাথে তিতে যোগ করেছেন, ‘নিজের দক্ষতা দিয়ে উচ্চতার বিরুদ্ধে লড়তে হবে।’

কাল সংবাদ সম্মেলনে তিতেকে পাওয়া গেছে চিরচেনা মেজাজে। নইলে মেজাজ হারানোর মতো প্রশ্ন তো আর কম হয়নি! ব্রাজিলের খেলোয়াড়েরা এত কাদেন কেন, ফ্যাবিও ক্যাপেলো যে নেইমারকে ভাইভার বলেছেন—এ বিষয়ে আপনার কী মত? এমন আরও অনেক কিছু। কিন্তু ব্রাজিল কোচ মাথা গরম করলেন না একটিবারের জন্যও।

কোস্টারিকার বিপক্ষে ম্যাচের পর নেইমারের কান্না নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কালও যেমন তিতেকে জিজ্ঞেস করা হলো, এর মানে কি ব্রাজিল খেলোয়াড়েরা মানসিকভাবে যথেষ্ট শক্ত নন? তিতে হেসে হেসে বললেন, ‘কান্না মানেই কিন্তু সব সময় এটা বোঝায় না যে আপনি মানসিকভাবে দুর্বল। এর মানে আপনি ব্যাপারটার সাথে খুব ভালোভাবে জড়িত। বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে একটা ম্যাচের পর আমি নিজেও কেঁদেছি। সেই কান্না ছিল খুশির। খেলোয়াড়দের ওইভাবে পারফর্ম করতে দেখার আনন্দে। যখন আপনার ওপর প্রত্যাশার বিশাল চাপ থাকবে এবং আপনি সেটা পূরণ করবেন, আবেগপ্রবণ হতেই পারেন। এ কারণেই তো আমরা ব্রাজিলিয়ান। আমি যেটা খেলোয়াড়দের বলি, আবেগ প্রকাশের ক্ষেত্রে যাতে নিয়ন্ত্রণটা থাকে।’

কোস্টারিকার বিপক্ষে ওই ম্যাচের পরই ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলো দাবি করেছেন, নেইমার অভিনয় করেন মাঠে। তাকে ‘ডাইভার’ও বলে দিয়েছিলেন সাবেক ইংল্যান্ড কোচ। এ বিষয়ে তিতের মন্তব্য জানতে চাওয়া হলে ব্রাজিল কোচ খুব শান্ত কণ্ঠে বলেছেন, ‘ক্যাপেলো, আপনি যেটাকে ডাইভ বলছেন, আমি তো বলব ওটা ব্রাজিলের পক্ষে একটা পেনাল্টি ছিল।’

ভাববেন না আবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো কথাই হয়নি, সব শুধু কান্নাকাটি আর আগের ম্যাচ নিয়েই হয়েছে। মোটেই তা নয়। তবে সার্বিয়ার বিপক্ষে তিতে যে আগের ম্যাচের একাদশই খেলাবেন, সেটি নিশ্চিত করে দিয়েছেন সংবাদ সম্মেলনের একেবারে শুরুতেই। শুধু অধিনায়ক বদলাচ্ছে। প্রথম ম্যাচে ব্রাজিলের অধিনায়ক ছিলেন মার্সেলো, পরের ম্যাচে থিয়াগো সিলভা। বুধবার অধিনায়কের বাহুবন্ধনী পরবেন মিরান্দা।

 


আরো সংবাদ



premium cement
কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, পাঠানো হবে আরো ২৮ জন : পররাষ্ট্র মন্ত্রণালয় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানা থেকে পালালো সাবেক ওসি দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা কিংসের কাছে হারল ক্যাপিটালস শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক-কর বেরোবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার

সকল