১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে তুরস্কের রেফারি

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে তুরস্কের রেফারি - সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে হলে  জিততেই হবে আর্জেন্টিনা ও নাইজেরিয়াকে। এমন সমীকরণ সামনে রেখে মঙ্গলবার দিবাগত-রাত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই মহাদেশের দুই দল। খেলার  বাইরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন কে? হ্যাঁ, এই ম্যাচে রেফারি হিসেবে থাকছেন তুরস্কের কুনেট কাকির।

আর্জেন্টিনার জন্য কাকিরকে ‘পয়া’ রেফারি হিসেবেই বলা যায়। কারণ, এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে তিনিই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। ডাচদের বিপক্ষে সে ম্যাচে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছিল মেসিরা।

আবার আর্জেন্টিনার আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে কাকির রেফারির দায়িত্ব পালন করবেন। তাঁর রেফারিংয়ে এই ম্যাচে আর্জেন্টিনা কেমন সাফল্য পায়, সেটাই এখন দেখার।

‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে। পরের পর্বে উঠতে হলে আজ তাদের জিততেই হবে।

শুধু তাই নয়, জিতলেও নির্ভর করতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের ওপর। আইসল্যান্ড হারলে বা ড্র করলে আর্জেন্টিনা জিতলে উঠে যাবে শেষ ষোলোতে। আবার দুই দল সমান ব্যবধানে জিতলে গোল পার্থক্যে এগিয়ে থেকে আর্জেন্টিনাকে পেছনে ফেলে শেষ ষোলোতে উঠবে আইসল্যান্ড।

তাই আইসল্যান্ড জিতলে আর্জেন্টিনাকে এমন ব্যবধানে জিততে হবে যেন পয়েন্ট সমান হওয়ার পর গোল পার্থক্য বা মোট গোলে আইসল্যান্ডকে পেছনে ফেলা যায়।


আরো সংবাদ



premium cement

সকল