প্রথমার্ধে ১-১ গোলে সমতায় জাপান-সেনেগাল
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জুন ২০১৮, ২২:০০
রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে লড়ছে এশিয়ার পরাশক্তি জাপান ও সেনেগাল। ১১ মিনিটে সাদিও মানের গোলো এগিয়ে যায় সেনেগাল। তবে তারা বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ম্যাচের ৩৪ মিনিটে তাকাশি ইনুয়ির গোলে সমতায় ফেরে জাপান।
এর আগে, রোববার (২৪ জুন) রাত ৯টায় রাশিয়ার একাতেরিনবুর্গ এরিনা স্টেডিয়ামে মুখোমুখি হয় জাপান-সেনেগাল। দু'দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে।
রাশিয়া বিশ্বকাপে নিজেদের দারুণ ফুটবলশৈলী দিয়ে প্রথম ম্যাচে চমকে দিয়েছে সেনেগাল ও জাপান। গ্রুপের অপর দুই দল কলম্বিয়া ও পোল্যান্ড শক্তির বিচারে অনেক এগিয়ে থাকলেও দু’দলই হেরেছে তুলনামূলক কম শক্তির এ দেশ দু'টির কাছে। দুই দলেরই দ্বিতীয় এ ম্যাচটি আজ ভূমিকা রাখবে নিজেদের নক আউট নিশ্চিতের।
জাপান একাদশ: আইজি কাওয়াশিমা, হিরোকি সাকাই, মায়া ইয়োশিদা, গেন শোজি, ইয়ুতো নাগাটোমো, মাকোতো হাসেবে, গাকু শিবাসাকি, গেনকি হারাগুচি, শিনজি কাগাওয়া, তাকাশি ইনুই, ইউয়া ওসাকো।
সেনেগাল একাদশ: খাদিম এনদিয়াই, মুসা ওয়াগ, সালিফ সানে, কালিদু কোলাবালি, লামিন গাসামা, ইসমাইলা সার, আলফ্রেড এনদিয়াই, ইদ্রিসা গুইয়ে, সাদিও মানে, মামে বিরাম দিউফ, এমবায়ে নিয়াং।