১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

হ্যারি কেনের উত্তাপ

হ্যারি কেন : এখন পর্যন্ত এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা - ছবি : এএফপি

হ্যারি কেনের উত্তাপে এবার পুড়ল বিশ্বকাপে এবারই প্রথম খেলতে আসা মধ্য আমেরিকার দেশ পানামা। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে দলটিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ৬-১ গোলের বড় ব্যবধানে এই জয়ে বড় অবদান রাখেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। ইংল্যান্ডের করা ছয় গোলের অর্ধেকই কেনের। এবারের বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিকটি কররেন হ্যারি কেন।

বিশ্বকাপের আগে খুব বেশি আলোচনায় ছিলো না ইংল্যান্ড। অনেক দিন ধরেই দলটির ফর্ম ভালো যাচ্ছে না। কোন তারকা খেলোয়াড়ও নেই। তারকা বলতে ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাসফোর্ড আর হ্যারি কেন। বিশ্বকাপের আগে হ্যারি কেনের হাতে পরিয়ে দেয়া হয়েছে অধিনায়কের আর্মব্যান্ড। বর্তমানে ইংলিশ ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলছেন কেন।

তারকা খ্যাতি তেমন নেই, তবে বিশ্বকাপের এই দুই ম্যাচেই দেখিয়ে দিয়েছেন যে- তিনিই হতে পারেন ইংল্যান্ডের ভরসা। প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে তার জোড়া গোলে দারুণ জয় তুলে নিয়েছে ডেভিড বেকহ্যামের উত্তরসুরীরা। আর আজকের ম্যাচে তো পানামাকে রীতিমতো উড়িয়েই দিলে ইংল্যান্ড।
খেলার ২২ মিনিটে প্রথম গোল পান কেন। পেনাল্টি থেকে করা গোলটি ছিলো ইংল্যান্ডে দ্বিতীয় গোল। আর প্রথমার্ধের ইনজুরি টাইমে আরেকটি পেনাল্টি পায় ইংল্যান্ড। সেটি থেকেও গোল আদায় করেন কেন। আর দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে দলের ষষ্ঠ গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইংল্যান্ড অধিনায়ক। এর মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত হলে দলটি। শেষ ম্যাচে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে বেলজিয়ামের বিরুদ্ধে। এই গোলের মাধ্যমে এখন পর্যন্ত এবারে বিশ্বকাপের সেরা গোলদাতা হ্যারি কেন। গোল্ডেন বুট জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন কেন। গত বিশ্বকাপে যেখানে সর্বমোট ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কলম্বিয়ার হামেস রড্রিগেজ, সেখানে  এবার দুই ম্যাচেই পাঁচ গোল করলেন কেন।

পাঁচটি গোল নিয়ে এককভাবে তালিকার শীর্ষে আছেন তিনি। এছাড়া চার গোল করে আছে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও বেলজিয়ামের রোমেলু লুকাকু। তিনটি করে গোল আছে রাশিয়ার ডেনিশ চেরিশেভ ও স্পেনের ডিয়াগো কস্তার। প্রত্যেকেই এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন দুটি করে।

ছয় ফুট দুই ইঞ্জি উচ্চতার এই ফুটবলারের বর্তমান বয়স ২৪ বছর।  ইংল্যান্ডে হয়ে ২৬ আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত ১৮ গোল করেছেন তিনি।

আরো পড়ুন : 'রোনালদোর কোনো গোলেই বিশেষ নৈপুণ্য ছিল না'
চলতি ফুটবল বিশ্বকাপে হ্যাট্টিকসহ চার গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছে পর্তুগালের অধিনায়ক ও রিয়াল মাদ্রিদের প্রাণ ভোমরা ক্রিশ্চিয়ানো রোনারদো। কিন্তু তার চার গোলের কোনোটিই মন ভরাতে পারেনি স্পেনের মিডফিল্ডার চেজে ফ্যাব্রেগাসের। তিনি বলেন, ‘রোনালদো যে চারটি গোল করেছেন সেগুলো প্রতিপক্ষের রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলে করতে পেরেছেন। কোনো গোলেই তার নিজের বিশেষ কোনো নৈপুণ্য ছিল না।’

গত ১৫ জুন ‘বি’ গ্রুপের স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পর্তুগাল। রোনালদোর হ্যাটট্রিকে ওই ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে পর্তুগাল। দু’বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পর্তুগালের সাথে ম্যাচটি ড্র করতে হয় স্পেন। ম্যাচের অন্তিম মুহূর্তে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক শটে গোল করে হ্যাটট্রিক করে স্পেনকে জয় বঞ্চিত করেন রোনালদো। এ ম্যাচ দিয়েই বিশ্বকাপে প্রথমবারের মত হ্যাটট্রিকের স্বাদও নেন পর্তুগাল অধিনায়ক।

স্পেনের বিপক্ষে দলের প্রথম ম্যাচে ত্রাণকর্তার ভূমিকায় একাই ছিলেন রোনালদো। এখানেই থেমে যাননি তিনি। মরক্কোর বিপক্ষে দলের দ্বিতীয় ম্যাচেও জয়ের নায়ক রোনালদো। তার একমাত্র গোলে মরক্কোকে হারিয়ে দেয় পর্তুগাল। যে কারণে পর্তুগালের শেষ ষোলোর আশা এখনো বেঁচে রয়েছে।

তবে চলতি বিশ্বকাপে রোনালদোর কোনো গোলই মন ভরাতে পারেনি স্পেনের হয়ে ১১০ ম্যাচে ১৫ গোল করা ফ্যাব্রেগাসকে। রোনালদোর গোল নিয়ে ফ্যাব্রেগাস বলেন, ‘পেনাল্টি থেকে এবারের বিশ্বকাপে প্রথম গোল করেছেন রোনারদো। দ্বিতীয়টি স্প্যানিশ গোলরক্ষক ডেভিড দি গেয়ার ভুলে। অবশ্য ওই গোলটি রুখে দেয়া উচিত ছিল তার। তৃতীয়টি ফ্রি-কিক থেকে গোল পেয়েছেন। আর মরক্কোর বিপক্ষে গোলটি কর্নার থেকে হেড দিয়ে আদায় করে নিয়েছেন তিনি। একটি গোলও কিন্তু নিজের নৈপুণ্যে করতে পারেননি রোনালদো। তাই বলে আমি তার কৃতিত্বকে একদমই অস্বীকার করছি না। সে দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি সে।’

ক্লাব ফুটবলের রোনালদোকে এখনও দেখতে পাননি বলে জানান ফ্যাব্রেগাসস। বলেন, ‘পর্তুগালের হয়ে আলাদা ভূমিকা পালন করতে দেখছি রোনালদোকে। ক্লাব ফুটবলে যেভাবে সারা মাঠ জুড়ে দৌঁড়ায় সেভাবে দেখা যাচ্ছে না। সে ভাল খেলেছে সেটা অস্বীকার করছি না। কিন্তু কী ভাবে খেলে গোলগুলো সে পাচ্ছে সেগুলো ভালেভাবে লক্ষ্য করা উচিত।’


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধানের পদত্যাগ এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও : মুশফিকুল ফজল আনসারী শ্রীলঙ্কাকে চতুর্থবার হোয়াইটওয়াশের মিশন নিউজিল্যান্ডের কুষ্টিয়ায় টংঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করল বিজিবি খুলনার প্রথম হার, জয়ের ধারায় ফিরল রাজশাহী গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় পেসার বরুন ঘোষণাপত্রে সবার আগে স্বৈরাচার হাসিনার বিচার দেখতে চায় জনগণ : সারজিস পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি : উপদেষ্টা মাতৃভূমিতে নারী শিক্ষা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মালালা দোহারে ব্যাচ-৭৫ পুনর্মিলনী অনুষ্ঠান

সকল