বেলজিয়াম বনাম তিউনিসিয়া : আজ আলো ছড়াবেন যারা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জুন ২০১৮, ১৩:০৬
এডেন হ্যাজার্ড এই বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সকে বেশ ভালোভাবে সমর্থন করছেন এবং তার মতে, এই বিশ্বকাপ হবে তার এবং রেড ডেভিল তথা বেলজিয়ামের বিশ্বকাপ। সোমবার গ্রুপ ‘জি’ থেকে নিজেদের প্রথম ম্যাচে হ্যাজার্ডের দল মধ্য আমেরিকার দেশ পানামাকে ৩-০ গোলে পরাজিত করে। তবুও তাদেরকে সেই ম্যাচ নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। কেন আরো আক্রমণাত্মক নয় এবং কেন প্রথমার্ধ গোলশূন্য ছিল সেটিই ছিল তাদের বিপক্ষে সমালোচনা। চেলসির এই আক্রমণভাগের তারকা নিজেদের সামর্থ্য, বাস্তবতা অনুযায়ী পানামার বিপক্ষে মেলে ধরতে পারেননি কিন্তু তিউনিসিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কোন ফলাফল পেলে সেটা বাস্তবতার বাইরেই হবে। যদিও শনিবার আফ্রিকান দেশ তিউনিসিয়ার বিপক্ষে ভালো পারফরম্যান্স করারই আশা করছেন হ্যাজার্ড।
তিনি বলেন, ভক্ত-সমর্থকেরা ও বিশেষজ্ঞরা অনেক কথাই বলতে পারে কারণ তারা মাঠের বাইরে থাকে। মাঠের ভেতরে মূল কাজটি করতে হয় আমাদেরকে। আমরা জানি বলা এবং করার মাঝে অনেক ফারাক। শুধু রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ছাড়া যেখানে স্বাগতিক রাশিয়া এশিয়ার সৌদি আরবের বিপক্ষে ৫-০ গোলে জয়ী হয়েছে না হলে আমার দেখা মতে, এই বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচেই জয়ী দল ১ বা ২ গোলের ব্যবধানে জয় পাচ্ছে।
হ্যাজার্ড আরো বলেন, পানামার বিপক্ষে আমরা ৩-০ গোলে জয় পেয়েছি এই ফল নিয়ে সমালোচনা করার বেশি কিছু আমি দেখছি না। তিনি আরো বলেন, মানুষ সবসময় বেলজিয়াম থেকে একটু বেশিই আশা করে। আমরা যেন সবসময় নিজেদের সেরাটাই দিয়ে থাকি এবং আমাদেরকে ম্যাচের ৮০ বা ৯০ শতাংশ পজিশন নিয়ে খেলি এবং ৫০ শতাংশই গোলে শট নিয়ে থাকি এবং সেখান ৪০ ভাগই যেন গোল হয়।
তিনি আরো যোগ করেন বিষয়টি সবসময় এ পর্যায়ে থাকে না এবং মাঝে মধ্যে আপনাকে শক্ত প্রতিপক্ষ ও শক্ত ম্যাচের মুখোমুখি হতে হয় এবং আপনি মাত্র ১-০ গোলের ব্যবধানে জয়ী হবেন। গুরুত্বপূর্ণ জিনিসটি হলো আমরা আমাদের ম্যাচটিতে জয়লাভ করেছি এবং আমাদের দলের বেশ প্রতিভা ও শক্তি রয়েছে কিন্তু এটি আমার কাছে সাধারণই মনে হয় যে মানুষ আপনার সমালোচনা করবেই। রাশিয়া বিশ্বকাপে রেড ডেভিল বা বেলজিয়ামের সেরা তারকা এডেন হ্যাজার্ড। তিনি নিজেও বিশ্বাস করেন রাশিয়া বিশ্বকাপ তার প্রতিভা প্রকাশের জন্য উপযুক্ত মঞ্চ।
২৭ বছর বয়স্ক চেলসির এ আক্রমণভাগের তারকা মনে করেন সব উপাদান আস্তে আস্তে একত্র হচ্ছে এবং তিনি এ বিশ্বকাপে ভালো করবেন। বেলজিয়াম ডিফেন্ডার টমাস ভার্মুলেনকে ফিট মনে হচ্ছে এবং তিনি তিউনিসিয়ার বিপক্ষে না খেললেও গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন। থাই ইনজুরি সত্ত্বেও এই বার্সেলোনার ফুটবলারকে দলে রেখেছেন কোচ রবার্ট মার্টিনেজ। রবার্ট মার্টিনেজ জানিয়েছেন তার দলের খেলোয়াড়দের মাঝে বিশ্বাস আছে এবং ইচ্ছাও আছে ভালো করার। প্রত্যেক ফুটবলার একে অপরকে বেশ ভালো বুঝতে পারে। অন্য দিকে তিউনিসিয়া তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের গোলে ২-১ গোলে পরাজিত হয় এবং ভলগগ্রাদের সেই ম্যাচে তারা থ্রি লায়ন্সদের বিপক্ষে বেশ ভালো লড়াই করেছে।
বেলজিয়ামের বিপক্ষে একটি পরিবর্তন করতেই হবে তিউনিসিয়াকে তাদের নিয়মিত গোলরক্ষক মোয়েজ হোসেন কাঁধে আঘাত পাওয়া এবং অপারেশ করার জন্য দেশে চলে যাবে তার জায়গা অন্য কাউকে নেবে। তাদের মধ্যমাঠের খেলোয়াড় ওয়াহাব খাজরি বেশ প্রতিভাবান ও ভালোভাবেই খেলা গড়ে দিতে এবং আক্রমণভাগে বল জোগান দিতে পারেন।
বেলজিয়ামের হয়ে এডেন হ্যাজার্ড ছাড়াও দৃষ্টি থাকবে পানামার বিপক্ষে দুই গোল করা ও ম্যান ইউ তারকা রোমেলু লুকাকুর দিকে। আর একটি মাত্র গোল লুকাকুকে বিশ্ব ফুটবলের বড় আসরে সবচেয়ে বেশি গোলদাতার সম্মান এনে দেবে, যা এখন জেন সিউলিমান্সের দখলে।
তিউনিসিয়ার হয়ে আনিচ বাদরিও ইংল্যান্ডের বিপক্ষে বেশ ভালো খেলেছেন তাই বেলজিয়ামকে এই তিউনিসিয়ান মিডফিল্ডারকে নিয়েও সতর্ক থাকতে হবে। এই দুই দেশ একে অপরের বিপক্ষে তিনবার মুখোমুখি হয়েছে দুই দেশই একটি করে জয় পেয়েছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে।