২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রসাধনী থেকে ক্যানসার!

প্রসাধনী থেকে ক্যানসার! - ছবি : সংগ্রহ

মহিলাদের যৌন হরমোনকে প্রভাবিত করতে পারে
বিভিন্ন প্রসাধন সামগ্রীতে থাকা রাসায়নিক পদার্থ বা কেমিক্যালস৷ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এক সমীক্ষা থেকে এই তথ্য বেরিয়ে এসেছে৷

প্রস্রাবে ক্ষতিকর রাসায়নিক পদার্থ
১৮ থেকে ৪৪ বছর বয়সি মোট ১৪৩ জন নারীর ৫০০ বারের প্রস্রাব নিয়ে করা হয় গবেষণাটি, যার মধ্যে ছিল আলট্রা ভয়োলেট ফিল্টার, অ্যান্টিমাইক্রোবায়াল প্রিজারভেটিভস, বিসফেনল এ, এবং ক্লোলোফেনলস৷

ইস্ট্রজেন হরমোন
আলট্রা ভায়োলেট ফিল্টার এবং ফেনোলস ,ফোলিক স্ট্রিমুলেশন হরমোন এবং লুইটিনিজিং হরমোনের মাত্রা কমায় ঠিকই, তবে প্যারাবেস হরমোন ও ডিম্বাশয়ের উৎপাদিত প্রধান হরমোন ইস্ট্রজেনের মাত্রা বৃদ্ধি পায়৷

স্তন ক্যানসার
প্রসাধনীর কিছু কেমিক্যালস স্তন ক্যানসারের মতো এস্ট্রোজেন-নির্ভর রোগগুলোকে প্রভাবিত করতে পারে বলে জানান গবেষকরা৷

সতর্কতা
সেজন্য প্রসাধন সামগ্রীগুলোতে কী কী রাসায়নিক দ্রব্য বা উপাদান থাকে তা প্রসাধনী কেনা এবং ব্যবহারের আগে দেখে নেয়া উচিত বলে জানান গবেষকরা ৷
সূত্র : ডয়চে ভেলে

 


আরো সংবাদ



premium cement